ETV Bharat / bharat

অতিমারীর ধাক্কা সামলাতে খরচ বাড়ানোর দাওয়াই নির্মলার

অতিমারীর মোকাবিলা করতে বিভিন্ন খাতে বাড়াতে হয়েছে খরচ৷ একইভাবে এবারের বাজেটেও নানা ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সোমবার বাজেট পেশের পর নির্মলা সীতারমন সাংবাদিকদের জানান, খরচ যেমন বেড়েছে, তেমনই রাজস্ব ঘাটতি কমানোর জন্যও প্রয়োজনীয় নানা পদক্ষেপ করা হয়েছে৷

author img

By

Published : Feb 1, 2021, 7:15 PM IST

union budget 2021_finance minister on budget
অতিমারীর ধাক্কা সামলাতে খরচ বাড়ানোর দাওয়াই নির্মলার

দিল্লি, 1 ফেব্রুয়ারি: অতিমারীর পর দেশের অর্থনীতিকে ফের চাঙ্গা করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের৷ এবছরের কেন্দ্রীয় বাজেটের লক্ষ্যও ছিল সেটাই৷ সংসদে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মুখ খোলেন নির্মলা স্বয়ং৷ জানান, অতিমারী সামলাতে নানা খাতে বাড়াতে হয়েছে খরচের বহর৷ এবারের বাজেটেও তাই বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ বাড়িয়েছেন তিনি৷

এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা৷ তবে এবার আর ছাপানো কাগজ নয়, ট্যাবলেটের স্ক্রিন থেকে বাজেট বক্তৃতা পড়েন তিনি৷ যা এখনও পর্যন্ত বাজেট পেশের সময় তাঁর সবথেকে ছোট ভাষণ৷ যার সারমর্ম ছিল, খরচবৃদ্ধি৷ হ্যাঁ৷ স্বাস্থ্য থেকে পরিকাঠামো, সব খাতেই খরচ বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাড়ানো হয়েছে সামগ্রিক মূলধনী খরচও৷

এই প্রসঙ্গে নির্মলা বলেন, ‘‘2020 সালের ফেব্রুয়ারিতে আমাদের রাজস্ব ঘাটতি শুরু হয়েছিল 3.5 শতাংশ থেকে৷ যা বেড়ে হয়েছে জিডিপির 9.5 শতাংশ৷ যার অর্থ হল, আমরা খরচ করেছি, আমরা খরচ করেছি, আমরা খরচ করেছি৷ একইসঙ্গে, ঘাটতি মেটাতেও প্রয়োজনীয় নানা পদক্ষেপ করা হয়েছে৷ অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে একাধিক উন্নয়নমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷’’

পেট্রল-ডিজেল-সহ বিভিন্ন পণ্য়ের উপর কৃষি সেস আরোপিত হলেও তাতে যে ক্রেতাদের খরচ বাড়বে না, এদিনের সাংবাদিক বৈঠকে তাও স্পষ্ট করে দেন নির্মলা৷ বলেন, ‘‘কৃষি সেসের জন্য সাধারণ ক্রেতাদেরই কাউকেই বাড়তি টাকা খরচ করতে হবে না৷’’

এবারের বাজেটে ন্য়াশনাল রিসার্চ ফাউন্ডেশনের জন্য 50 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী৷ আগামী পাঁচ বছরে গবেষণার জন্য এই টাকা দেওয়া হবে৷ নির্মলা বলেন, ‘‘এর ফলে দেশজুড়ে গবেষণার কাজে গতি আসবে৷’’

আরও পড়ুন: বাঙালি আবেগ ছুঁতে সংসদে লাল পাড়-সাদা শাড়িতে নির্মলা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে পরিকাঠামোগত উন্নতি করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘এমএসএমই-র সংজ্ঞাই আমরা বদলে দিয়েছি৷ ক্ষুদ্র ব্য়বসায়ীদের উপর থেকে আর্থিক বোঝা কমাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে৷’’ এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি হয়েছে৷ উপকৃত হয়েছেন ছোট ব্য়বসায়ীরা৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি: অতিমারীর পর দেশের অর্থনীতিকে ফের চাঙ্গা করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের৷ এবছরের কেন্দ্রীয় বাজেটের লক্ষ্যও ছিল সেটাই৷ সংসদে বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মুখ খোলেন নির্মলা স্বয়ং৷ জানান, অতিমারী সামলাতে নানা খাতে বাড়াতে হয়েছে খরচের বহর৷ এবারের বাজেটেও তাই বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ বাড়িয়েছেন তিনি৷

এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা৷ তবে এবার আর ছাপানো কাগজ নয়, ট্যাবলেটের স্ক্রিন থেকে বাজেট বক্তৃতা পড়েন তিনি৷ যা এখনও পর্যন্ত বাজেট পেশের সময় তাঁর সবথেকে ছোট ভাষণ৷ যার সারমর্ম ছিল, খরচবৃদ্ধি৷ হ্যাঁ৷ স্বাস্থ্য থেকে পরিকাঠামো, সব খাতেই খরচ বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাড়ানো হয়েছে সামগ্রিক মূলধনী খরচও৷

এই প্রসঙ্গে নির্মলা বলেন, ‘‘2020 সালের ফেব্রুয়ারিতে আমাদের রাজস্ব ঘাটতি শুরু হয়েছিল 3.5 শতাংশ থেকে৷ যা বেড়ে হয়েছে জিডিপির 9.5 শতাংশ৷ যার অর্থ হল, আমরা খরচ করেছি, আমরা খরচ করেছি, আমরা খরচ করেছি৷ একইসঙ্গে, ঘাটতি মেটাতেও প্রয়োজনীয় নানা পদক্ষেপ করা হয়েছে৷ অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে একাধিক উন্নয়নমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷’’

পেট্রল-ডিজেল-সহ বিভিন্ন পণ্য়ের উপর কৃষি সেস আরোপিত হলেও তাতে যে ক্রেতাদের খরচ বাড়বে না, এদিনের সাংবাদিক বৈঠকে তাও স্পষ্ট করে দেন নির্মলা৷ বলেন, ‘‘কৃষি সেসের জন্য সাধারণ ক্রেতাদেরই কাউকেই বাড়তি টাকা খরচ করতে হবে না৷’’

এবারের বাজেটে ন্য়াশনাল রিসার্চ ফাউন্ডেশনের জন্য 50 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী৷ আগামী পাঁচ বছরে গবেষণার জন্য এই টাকা দেওয়া হবে৷ নির্মলা বলেন, ‘‘এর ফলে দেশজুড়ে গবেষণার কাজে গতি আসবে৷’’

আরও পড়ুন: বাঙালি আবেগ ছুঁতে সংসদে লাল পাড়-সাদা শাড়িতে নির্মলা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে পরিকাঠামোগত উন্নতি করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘এমএসএমই-র সংজ্ঞাই আমরা বদলে দিয়েছি৷ ক্ষুদ্র ব্য়বসায়ীদের উপর থেকে আর্থিক বোঝা কমাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে৷’’ এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি হয়েছে৷ উপকৃত হয়েছেন ছোট ব্য়বসায়ীরা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.