ETV Bharat / bharat

অর্থনৈতিক বৃদ্ধি কমলেও মন্দা হবে না, মন্তব্য নির্মলার

অর্থনৈতিক বৃদ্ধি কমলেও মন্দা হবে না । রাজ্যসভায় বিরোধীদের সমালোচনার জবাবে আজ একথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

author img

By

Published : Nov 27, 2019, 7:12 PM IST

Updated : Nov 27, 2019, 7:29 PM IST

নির্মলা সীতারমন
ছবি

দিল্লি, 27 নভেম্বর : অর্থনৈতিক বৃদ্ধি কমতে পারে । কিন্তু মন্দা হবে না । আজ রাজ্যসভায় একথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থনৈতিক বৃদ্ধিকে কটাক্ষ করে রাজ্যসভায় বিরোধীরা সরব হন । তাঁদের দাবি, দেশে অর্থনৈতিক মন্দা চলছে । তার জবাবে অর্থমন্ত্রী বলেন, "কোনও মন্দা নেই । আর মন্দা হবেও না । বৃদ্ধি কমলেও অর্থনৈতিক মন্দা হবে না । প্রত্যেকটি পদক্ষেপের হিসেব রাখব আমি ।" জুলাই-সেপ্টেম্বর সময়কালের GDP নম্বর প্রকাশ পাওয়ার পরই পরই আজ একথা বললেন নির্মলা সীতারমন ।

অর্থমন্ত্রী আরও বলেন, "সরকার ব্যাঙ্কিং ক্ষেত্রের আর্থিক চাপগুলিকে চিহ্নিত করেছে । সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপও করেছে । 2024 সালে ভারতকে পাঁচ ট্রিলিয়ন অর্থনাতির দেশে সামিল করার লক্ষ্যে অর্থনীতির হাল ফেরানোর উপর জোর দেওয়া হয়েছে । "

নির্মলা সীতারমন বর্তমান সরকারের সঙ্গে কংগ্রেস আমলের বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানেরও তুলনা টানেন । বলেন, "বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে । 2009-14 সালের 189.5 বিলিয়ন ডলার থেকে 2019 সালে বেড়ে হয়েছে 283.9 বিলিয়ন ডলার ।"

অর্থনীতিবিদদের একাংশের মতে, ভারতের অর্থনীতি রীতিমতো লড়াই করছে । বহু মানুষ কর্মহীন । একাধিক ক্ষেত্রে আর্থিক চাপ রয়েছে । বর্তমান অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে GDP-র হার 5 শতাংশের নিচে নেমে যায় । যা ছ'বছরে সর্বনিম্ন ।

দিল্লি, 27 নভেম্বর : অর্থনৈতিক বৃদ্ধি কমতে পারে । কিন্তু মন্দা হবে না । আজ রাজ্যসভায় একথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থনৈতিক বৃদ্ধিকে কটাক্ষ করে রাজ্যসভায় বিরোধীরা সরব হন । তাঁদের দাবি, দেশে অর্থনৈতিক মন্দা চলছে । তার জবাবে অর্থমন্ত্রী বলেন, "কোনও মন্দা নেই । আর মন্দা হবেও না । বৃদ্ধি কমলেও অর্থনৈতিক মন্দা হবে না । প্রত্যেকটি পদক্ষেপের হিসেব রাখব আমি ।" জুলাই-সেপ্টেম্বর সময়কালের GDP নম্বর প্রকাশ পাওয়ার পরই পরই আজ একথা বললেন নির্মলা সীতারমন ।

অর্থমন্ত্রী আরও বলেন, "সরকার ব্যাঙ্কিং ক্ষেত্রের আর্থিক চাপগুলিকে চিহ্নিত করেছে । সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপও করেছে । 2024 সালে ভারতকে পাঁচ ট্রিলিয়ন অর্থনাতির দেশে সামিল করার লক্ষ্যে অর্থনীতির হাল ফেরানোর উপর জোর দেওয়া হয়েছে । "

নির্মলা সীতারমন বর্তমান সরকারের সঙ্গে কংগ্রেস আমলের বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানেরও তুলনা টানেন । বলেন, "বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে । 2009-14 সালের 189.5 বিলিয়ন ডলার থেকে 2019 সালে বেড়ে হয়েছে 283.9 বিলিয়ন ডলার ।"

অর্থনীতিবিদদের একাংশের মতে, ভারতের অর্থনীতি রীতিমতো লড়াই করছে । বহু মানুষ কর্মহীন । একাধিক ক্ষেত্রে আর্থিক চাপ রয়েছে । বর্তমান অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে GDP-র হার 5 শতাংশের নিচে নেমে যায় । যা ছ'বছরে সর্বনিম্ন ।

Ranchi (Jharkhand), Nov 27 (ANI): Ahead of Jharkhand Assembly elections, Bharatiya Janata Party (BJP) released its manifesto on November 27 in Ranchi. Chief Minister Raghubar Das, Union Ministers Ravi Shankar Prasad and Arjun Munda were also present. Jharkhand Assembly elections will be held in five phases in the state.
Last Updated : Nov 27, 2019, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.