দিল্লি, 28 ফেব্রুয়ারি : দিন চারেক (মঙ্গলবার) আগেই তাঁকে দিল্লির বিশেষ কমিশনার (আইন-শৃঙ্খলা) পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এবার দিল্লি পুলিশের কমিশনারের দায়িত্ব পাচ্ছেন এস এন শ্রীবাস্তব ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, 1 মার্চ থেকে শ্রীবাস্তব কমিশনারের দায়িত্ব পালন করবেন ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনিই কমিশনারের কাজ চালাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷
দিল্লি পুলিশের বর্তমান কমিশনার অমূল্য পটনায়েকের অবসর নেওয়ার কথা ছিল জানুয়ারির শেষে ৷ কিন্তু, তাঁকে আরও একমাসের জন্য ওই পদে এক্সটেনশন করা হয় ৷ আগামীকাল তিনি অবসর নেবেন ৷ তারপরই 1 মার্চ দায়িত্ব নেবেন 1985 সালের ব্যাচের IPS শ্রীবাস্তব ৷
দিল্লির সাম্প্রতিক অশান্তির ঘটনায় বারবার অভিযুক্ত হয়েছে দিল্লি পুলিশ ৷ অধিকাংশের বক্তব্য, একাধিক ক্ষেত্র পুলিশের সামনেই অশান্তি হয়েছে৷ উপযুক্ত ব্যবস্থা নিলে হিংসা এতখানি ছড়াত না বলে মনে করেছে অনেকে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি পুলিশের এক অধিকারিকের কথায়, পুলিশের হেল্পলাইন নম্বরে গত কয়েকদিনে কয়েক হাজার কল এলেও বহু ক্ষেত্রে ঘটনাস্থানে পৌঁছে উঠতে পারেনি পুলিশ ৷ এরমধ্যে হিংসা বিধ্বস্ত উত্তর-পূর্ব দিল্লি ঘুরে দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ সাধারণ মানুষকে শান্তি ফেরানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, "যে কোনও কারণেই হোক দিল্লি পুলিশকে বিশ্বাস করতে পারছে না মানুষ৷ এমনকী পুলিশ কমিশনারের দিকেও আঙুল উঠছে৷ খুব তাড়াতাড়ি দিল্লিতে একজন নতুন পুলিশ কমিশনার নিয়োগ করা হবে৷"
শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথাই সত্যি হল৷
এদিকে আজ জাফরাবাদ অঞ্চলের মহিলাদের সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা৷ স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পর রেখা শর্মা বলে, "এখনও কিছুটা উত্তেজনার পরিবেশ থাকলেও মোটের উপর শান্তি ফিরেছে এলাকায়৷ আমি আগামীকাল পরিস্থিতি দেখতে ফের আসব৷"