ETV Bharat / bharat

"1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না" - 1971 ভারত-বাংলাদেশ যুদ্ধ

APW চেয়ারম্যান অভিজিৎ শর্মা বলেন, "আমার অনুরোধ, হুঁশিয়ারিও ভাবতে পারেন - 1971-র পরে আসা কারোর নাম তালিকায় না এলে তাঁকে সমর্থন করবেন না । তাঁদের জন্য কাঁদার প্রয়োজন নেই । সাহায্যেরও দরকার নেই ।"

অভিজিৎ শর্মা
author img

By

Published : Aug 30, 2019, 9:34 PM IST

Updated : Aug 30, 2019, 11:02 PM IST

গুয়াহাটি, 30 অগাস্ট : NRC-র প্রথম তালিকা সম্পূর্ণ ছিল না । বিক্ষোভের আঁচ পড়েছিল অসমে । কাল NRC-র সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে । সেই তালিকাও 'অসম্পূর্ণ' হবে বলে মনে করছেন NRC সংক্রান্ত মামলার অন্যতম পিটিশনার অসম পাবলিক ওয়ার্কস (APW) চেয়ারম্যান অভিজিৎ শর্মা ।

কেন অসম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে ? অভিজিৎ বললেন, "অসমের সমস্যা সমাধানের জন্য 10 বছর আগে আমরা পিটিশন দায়ের করেছিলাম । 10 বছর পর কাল NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে । কিন্তু, এটা অসম্পূর্ণ তালিকা হবে । কারণ, সাংবিধানিক বেঞ্চে এখনও দুটি মামলা ঝুলে আছে । একটি মামলা দায়ের হয়েছিল 2012 সালে । করেছিলেন মতিউর রহমান । প্রশ্ন ছিল, "কারা ভারতীয় হিসেবে গণ্য হবেন ? 1951 না কি 1971-র আগে আসা মানুষজন ?" দ্বিতীয় মামলাটি হয়েছিল 2015 সালে । করেছিলেন দীপককুমার নাথ এক ব্যক্তি । দুটি মামলাই ঝুলে রয়েছে । এই অবস্থায় NRC-র চূড়ান্ত তালিকা 'অসম্পূর্ণ' হবে ।" তাঁর আরও বক্তব্য, "10 বছর আগে পিটিশন দায়েরের সময় আমরা বলেছিলাম, 1971-র আগে যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদের যেন দেশের নাগরিক হিসেবে গণ্য করা হয় । এখন আমাদের আবেদন, অসমের অধিবাসীদের (মূলত আদিবাসী সম্প্রদায়) যেন NRC-র তালিকায় জায়গা হয় ।" তবে, তাঁর আশঙ্কা, পুনরায় যাচাই না হয়ে NRC তালিকা প্রকাশিত হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

অভিজিৎ আরও বলেন, "2018-র 24 অগাস্ট থেকে আমরা পুনরায় নাম যাচাইয়ের জন্য 5টি হলফনামা জমা দিয়েছিলাম । আদালত শোনেনি । রাজনৈতিক দলগুলি ভোটব্যাঙ্কের রাজনীতিতে ব্যস্ত । জানি না কী তালিকা প্রকাশিত হবে ।"

অভিজিৎ শর্মার বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : NRC : অযথা আতঙ্কিত হবেন না, সরকার দায়িত্ব নিচ্ছে ; বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যবাসীকে শান্ত থাকার অনুরোধ করেন APW সভাপতি । বলেন, "যে তালিকাই প্রকাশিত হোক না কেন প্রকৃত ভারতীয়দের সমস্যা হওয়ার কথা নয় । কারোর নাম না উঠলে 120 দিনের মধ্যে পুনরায় আবেদন করতে হবে । যদি সেখানেও নাম না আসে তাহলে এই বিষয়টি খতিয়ে দেখবে ফরেনারস ট্রাইবুনাল । পরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে । তাই, ভয় পাওয়ার কিছু নেই ।"

এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC

অভিজিৎ আরও বলেন, "আমার অনুরোধ, হুঁশিয়ারিও ভাবতে পারেন - 1971-র পরে বাংলাদেশ থেকে আসা কারোর নাম তালিকায় না এলে তাঁকে সমর্থন করবেন না । তাঁদের জন্য কাঁদার প্রয়োজন নেই । সাহায্যেরও দরকার নেই ।"

গুয়াহাটি, 30 অগাস্ট : NRC-র প্রথম তালিকা সম্পূর্ণ ছিল না । বিক্ষোভের আঁচ পড়েছিল অসমে । কাল NRC-র সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে । সেই তালিকাও 'অসম্পূর্ণ' হবে বলে মনে করছেন NRC সংক্রান্ত মামলার অন্যতম পিটিশনার অসম পাবলিক ওয়ার্কস (APW) চেয়ারম্যান অভিজিৎ শর্মা ।

কেন অসম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে ? অভিজিৎ বললেন, "অসমের সমস্যা সমাধানের জন্য 10 বছর আগে আমরা পিটিশন দায়ের করেছিলাম । 10 বছর পর কাল NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে । কিন্তু, এটা অসম্পূর্ণ তালিকা হবে । কারণ, সাংবিধানিক বেঞ্চে এখনও দুটি মামলা ঝুলে আছে । একটি মামলা দায়ের হয়েছিল 2012 সালে । করেছিলেন মতিউর রহমান । প্রশ্ন ছিল, "কারা ভারতীয় হিসেবে গণ্য হবেন ? 1951 না কি 1971-র আগে আসা মানুষজন ?" দ্বিতীয় মামলাটি হয়েছিল 2015 সালে । করেছিলেন দীপককুমার নাথ এক ব্যক্তি । দুটি মামলাই ঝুলে রয়েছে । এই অবস্থায় NRC-র চূড়ান্ত তালিকা 'অসম্পূর্ণ' হবে ।" তাঁর আরও বক্তব্য, "10 বছর আগে পিটিশন দায়েরের সময় আমরা বলেছিলাম, 1971-র আগে যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদের যেন দেশের নাগরিক হিসেবে গণ্য করা হয় । এখন আমাদের আবেদন, অসমের অধিবাসীদের (মূলত আদিবাসী সম্প্রদায়) যেন NRC-র তালিকায় জায়গা হয় ।" তবে, তাঁর আশঙ্কা, পুনরায় যাচাই না হয়ে NRC তালিকা প্রকাশিত হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

অভিজিৎ আরও বলেন, "2018-র 24 অগাস্ট থেকে আমরা পুনরায় নাম যাচাইয়ের জন্য 5টি হলফনামা জমা দিয়েছিলাম । আদালত শোনেনি । রাজনৈতিক দলগুলি ভোটব্যাঙ্কের রাজনীতিতে ব্যস্ত । জানি না কী তালিকা প্রকাশিত হবে ।"

অভিজিৎ শর্মার বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : NRC : অযথা আতঙ্কিত হবেন না, সরকার দায়িত্ব নিচ্ছে ; বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যবাসীকে শান্ত থাকার অনুরোধ করেন APW সভাপতি । বলেন, "যে তালিকাই প্রকাশিত হোক না কেন প্রকৃত ভারতীয়দের সমস্যা হওয়ার কথা নয় । কারোর নাম না উঠলে 120 দিনের মধ্যে পুনরায় আবেদন করতে হবে । যদি সেখানেও নাম না আসে তাহলে এই বিষয়টি খতিয়ে দেখবে ফরেনারস ট্রাইবুনাল । পরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে । তাই, ভয় পাওয়ার কিছু নেই ।"

এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC

অভিজিৎ আরও বলেন, "আমার অনুরোধ, হুঁশিয়ারিও ভাবতে পারেন - 1971-র পরে বাংলাদেশ থেকে আসা কারোর নাম তালিকায় না এলে তাঁকে সমর্থন করবেন না । তাঁদের জন্য কাঁদার প্রয়োজন নেই । সাহায্যেরও দরকার নেই ।"

New Delhi, Aug 30 (ANI): Finance Minister Nirmala Sitharaman announced merger of public sector banks on August 30.While addressing a press conference in New Delhi, Finance Minister Nirmala Sitharaman has said, "Punjab National Bank, Oriental Bank of Commerce and United Bank will be brought together and they shall form the second largest public sector bank with business of Rs 17.95 Lakh Crores." Down South, the Canara Bank and Syndicate Bank will be merged into one single entity. The other merger will be of Union Bank of India, Andhra Bank and the Corporation Bank.
Last Updated : Aug 30, 2019, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.