ETV Bharat / bharat

কৃষি সংস্কার বিল, অমৃতসরে বিক্ষোভ কৃষকদের

author img

By

Published : Sep 19, 2020, 3:05 PM IST

কৃষি সংস্কার বিল পাশ নিয়ে অমৃতসরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে কৃষকেরা ৷ মোদি সরকারের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে ৷ এই বিক্ষোভের ফলে বিশাল যানজট সৃষ্টি হয়েছে ৷

Farmers protest demonstration in Amritsar
অমৃতসরে কৃষকদের বিক্ষোভ

অমৃতসর , 19 সেপ্টেম্বর : সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে কৃষি সংস্কার বিল ৷ এই বিল কৃষকদের স্বার্থের পরিপন্থী বলে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ৷ তাছাড়া , বিরোধী দল বিশেষ করে কংগ্রেস এই বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে ৷ এমনকী , এই বিলের বিরোধিতা করে পঞ্জাব ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে ৷ আজ অমৃতসরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে কৃষকেরা ৷ মোদি সরকারের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে ৷ এই বিক্ষোভের ফলে বিশাল যানজট সৃষ্টি হয়েছে ৷

কৃষকদের নেতা গুরবচন সিং ছাব্বা বলেন , "আমরা প্রতিবাদ করছি এবং সরকারের কুশপুত্তলিকা পুড়িয়েছি । পঞ্জাবের কৃষকদের বিরুদ্ধে এই বিলগুলি ৷ তা সংসদে পাশ হওয়ায় কৃষকদের ক্ষতি হয়ে গেছে এবং মান্ডি ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই বিলগুলি কৃষকবিরোধী এবং এগুলি রাজ্যসভায় পাশ করা উচিত নয় । বিলগুলি বড় সংস্থাগুলির লুটপাট সক্রিয় করার জন্য । আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি ।"

গুরলাল সিং নামে এক কৃষক বলেন , "নোট বাতিল , GST এবং এখন কৃষি বিল , সরকারের এই সব সিদ্ধান্তগুলি সবসময় জনগণের বিরুদ্ধেই ছিল ৷ "

উল্লেখ্য , গত বৃহস্পতিবার লোকসভায় কৃষি সংস্কারের দু’টি বিব পাশ হয় ৷ এই বিলগুলি এখন রাজ্যসভায় পেশ করা হবে ৷

অমৃতসর , 19 সেপ্টেম্বর : সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে কৃষি সংস্কার বিল ৷ এই বিল কৃষকদের স্বার্থের পরিপন্থী বলে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ৷ তাছাড়া , বিরোধী দল বিশেষ করে কংগ্রেস এই বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে ৷ এমনকী , এই বিলের বিরোধিতা করে পঞ্জাব ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে ৷ আজ অমৃতসরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে কৃষকেরা ৷ মোদি সরকারের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে ৷ এই বিক্ষোভের ফলে বিশাল যানজট সৃষ্টি হয়েছে ৷

কৃষকদের নেতা গুরবচন সিং ছাব্বা বলেন , "আমরা প্রতিবাদ করছি এবং সরকারের কুশপুত্তলিকা পুড়িয়েছি । পঞ্জাবের কৃষকদের বিরুদ্ধে এই বিলগুলি ৷ তা সংসদে পাশ হওয়ায় কৃষকদের ক্ষতি হয়ে গেছে এবং মান্ডি ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই বিলগুলি কৃষকবিরোধী এবং এগুলি রাজ্যসভায় পাশ করা উচিত নয় । বিলগুলি বড় সংস্থাগুলির লুটপাট সক্রিয় করার জন্য । আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি ।"

গুরলাল সিং নামে এক কৃষক বলেন , "নোট বাতিল , GST এবং এখন কৃষি বিল , সরকারের এই সব সিদ্ধান্তগুলি সবসময় জনগণের বিরুদ্ধেই ছিল ৷ "

উল্লেখ্য , গত বৃহস্পতিবার লোকসভায় কৃষি সংস্কারের দু’টি বিব পাশ হয় ৷ এই বিলগুলি এখন রাজ্যসভায় পেশ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.