ETV Bharat / bharat

পেট্রল ও ডিজ়েলে সেস বাড়ায় মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী

আজ সংসদে পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।

নির্মলা সীতারামন
author img

By

Published : Jul 5, 2019, 9:17 PM IST

দিল্লি, 5 জুলাই : লিটার পিছু পেট্রল-ডিজ়েলে 1 টাকা সেস চাপানো হল । আজ সংসদে 2019 এর বাজেট পেশ করার সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । তবে এতে ভয়ের কিছু নেই, মুদ্রাস্ফীতির উপর এর কোনও প্রতিকূল প্রভাব পড়বে না । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, "এই সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা দৃষ্টান্তমূলক ।" অতএব RBI-এর মুদ্রাস্ফীতি ব্য়বস্থাপনায় তেমন কোনও গুরুতর প্রভাব পড়বে না ।

আরও পড়ুন :অপরিবর্তিত আয়করে নির্মল বাতাস, পেট্রল-ডিজ়েলে বাড়তি সেস

প্রতিরক্ষা : প্রতিরক্ষার ভবিষ্যত প্রসঙ্গে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "প্রতিরক্ষা খাতে ব্যয় এবং পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে । প্রতিরক্ষা পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বেড়ে হয়েছে 1 লাখ 12 হাজার 079.57 কোটি । যার ফলে মোট বরাদ্দ বেড়ে হয়েছে 4 লাখ 31 হাজার 010.79 কোটি টাকা । অর্থাৎ, কেন্দ্রীয় বাজেট বরাদ্দের 15.47 শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ।"

আরও পড়ুন :এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী

শিক্ষা : অর্থমন্ত্রী জানান, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তুলতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2019-র সঙ্গে তাল মিলিয়ে পদক্ষেপ নিতে হবে । সেইসঙ্গে গবেষণা সংক্রান্ত বিষয়গুলি আরও উন্নততর করতে ন্যাশনাল রিসার্চ ফান্ড তৈরি করা হবে । পাশাপাশি, "ভারতে অধ্যায়ন (স্টাডি ইন ইন্ডিয়া)"- এই উদ্যোগের প্রস্তাবনা দেওয়া হয়েছে । যাতে অধিক সংখ্যায় বিদেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভরতি হয় ।

আরও পড়ুন :বাজেট 2019 : কী কী জিনিসের দাম বাড়ছে, কিসের কমছে

স্টার্ট আপ : এই প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, "স্ট্যান্ড-আপ ইন্ডিয়া খুব ভালো কাজ করেছে । এবং স্টার্ট-আপের ক্ষেত্রে অ্যাঙ্গেল ট্যাক্সের যে একটা ইশু ছিল তারও সমাধান হয়ে গেছে ।" তিনি জানান, স্টার্ট-আপের ক্ষেত্রে সমস্ত রকম কর সংক্রান্ত সুবিধা দেওয়া হবে । তিনি বলেন, "এই বাজেটে কার্যকরী ও অর্জন করা সম্ভব এমন লক্ষ্যই স্থির করা হয়েছে ।"

আরও পড়ুন : 1, 5, 10, 20 টাকার নতুন কয়েনের ঘোষণা বাজেটে

NBFC : NBFC (নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কম্পানিজ়) সেক্টরের দিকে সরকার বেশি নজর দিচ্ছে । তিনি বলেন, NBFC-গুলি ব্যাঙ্কিং ব্যবস্থার একটি জটিল অঙ্গ । সরকার NBFC-গুলিকে মূলধন জোগান দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক পদক্ষেপ করেছে । সেইসঙ্গে এগুলিকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও নিচ্ছে ।

আরও পড়ুন : স্মার্টকার্ডকে সাধুবাদ; বাড়ুক নিরাপত্তা, দাবি রেলের নিত্যযাত্রীদের

কর্পোরেট সেক্টর : 400 কোটির কম টার্নওভার হয় এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স 25 শতাংশ কমানো হয়েছে । তিনি বলেন, "আমরা কর্পোরেট কর কাঠামোর ক্ষেত্রে যে অনমনীয় নই, সেই বার্তা স্পষ্টভাবে দিতে চাই ।"

আরও পড়ুন : বিনিয়োগ, কর্মসংস্থানের প্রসঙ্গ কোথায় ? বাজেট বিরোধিতায় এক সুর বিরোধীদের

দিল্লি, 5 জুলাই : লিটার পিছু পেট্রল-ডিজ়েলে 1 টাকা সেস চাপানো হল । আজ সংসদে 2019 এর বাজেট পেশ করার সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । তবে এতে ভয়ের কিছু নেই, মুদ্রাস্ফীতির উপর এর কোনও প্রতিকূল প্রভাব পড়বে না । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, "এই সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা দৃষ্টান্তমূলক ।" অতএব RBI-এর মুদ্রাস্ফীতি ব্য়বস্থাপনায় তেমন কোনও গুরুতর প্রভাব পড়বে না ।

আরও পড়ুন :অপরিবর্তিত আয়করে নির্মল বাতাস, পেট্রল-ডিজ়েলে বাড়তি সেস

প্রতিরক্ষা : প্রতিরক্ষার ভবিষ্যত প্রসঙ্গে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "প্রতিরক্ষা খাতে ব্যয় এবং পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে । প্রতিরক্ষা পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বেড়ে হয়েছে 1 লাখ 12 হাজার 079.57 কোটি । যার ফলে মোট বরাদ্দ বেড়ে হয়েছে 4 লাখ 31 হাজার 010.79 কোটি টাকা । অর্থাৎ, কেন্দ্রীয় বাজেট বরাদ্দের 15.47 শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ।"

আরও পড়ুন :এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী

শিক্ষা : অর্থমন্ত্রী জানান, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তুলতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2019-র সঙ্গে তাল মিলিয়ে পদক্ষেপ নিতে হবে । সেইসঙ্গে গবেষণা সংক্রান্ত বিষয়গুলি আরও উন্নততর করতে ন্যাশনাল রিসার্চ ফান্ড তৈরি করা হবে । পাশাপাশি, "ভারতে অধ্যায়ন (স্টাডি ইন ইন্ডিয়া)"- এই উদ্যোগের প্রস্তাবনা দেওয়া হয়েছে । যাতে অধিক সংখ্যায় বিদেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভরতি হয় ।

আরও পড়ুন :বাজেট 2019 : কী কী জিনিসের দাম বাড়ছে, কিসের কমছে

স্টার্ট আপ : এই প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, "স্ট্যান্ড-আপ ইন্ডিয়া খুব ভালো কাজ করেছে । এবং স্টার্ট-আপের ক্ষেত্রে অ্যাঙ্গেল ট্যাক্সের যে একটা ইশু ছিল তারও সমাধান হয়ে গেছে ।" তিনি জানান, স্টার্ট-আপের ক্ষেত্রে সমস্ত রকম কর সংক্রান্ত সুবিধা দেওয়া হবে । তিনি বলেন, "এই বাজেটে কার্যকরী ও অর্জন করা সম্ভব এমন লক্ষ্যই স্থির করা হয়েছে ।"

আরও পড়ুন : 1, 5, 10, 20 টাকার নতুন কয়েনের ঘোষণা বাজেটে

NBFC : NBFC (নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কম্পানিজ়) সেক্টরের দিকে সরকার বেশি নজর দিচ্ছে । তিনি বলেন, NBFC-গুলি ব্যাঙ্কিং ব্যবস্থার একটি জটিল অঙ্গ । সরকার NBFC-গুলিকে মূলধন জোগান দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক পদক্ষেপ করেছে । সেইসঙ্গে এগুলিকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও নিচ্ছে ।

আরও পড়ুন : স্মার্টকার্ডকে সাধুবাদ; বাড়ুক নিরাপত্তা, দাবি রেলের নিত্যযাত্রীদের

কর্পোরেট সেক্টর : 400 কোটির কম টার্নওভার হয় এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স 25 শতাংশ কমানো হয়েছে । তিনি বলেন, "আমরা কর্পোরেট কর কাঠামোর ক্ষেত্রে যে অনমনীয় নই, সেই বার্তা স্পষ্টভাবে দিতে চাই ।"

আরও পড়ুন : বিনিয়োগ, কর্মসংস্থানের প্রসঙ্গ কোথায় ? বাজেট বিরোধিতায় এক সুর বিরোধীদের


New Delhi, July 05 (ANI): Reacting on Bharatiya Janata Party's working president Jagat Prakash Nadda said, "This budget is dedicated to the poor people of the country, to the Dalits, to the farmers, to the youth and women of the country. This budget is new India's roadmap."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.