ETV Bharat / bharat

20 বছর পর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, ফণী আতঙ্ক ওড়িশায়

1999 সালে সুপার সাইক্লোনের তাণ্ডব দেখেছিল ওড়িশা । মৃত্যু হয়েছিল কমপক্ষে 10 হাজার মানুষের । 270-300 কিলোমিটার বেগের সেই ঝড় আজও ভুলতে পারেনি ওড়িশাবাসী । এরপর একাধিক ঝড় বয়ে গেছে ওই রাজ্যের উপর দিয়ে । হালের তিতলিও সেরকম প্রভাব ফেলতে পারেনি । সদা প্রস্তুত থেকে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য প্রশাসন । কিন্তু, ফণীর দাপট থেকে ওড়িশা উপকূলবর্তী এলাকা কতটা রক্ষা পাবে তা নিয়ে প্রশ্ন সব মহলেই ।

author img

By

Published : May 3, 2019, 6:30 AM IST

Updated : May 3, 2019, 6:52 AM IST

উঠল ঝড়

ভুবনেশ্বর, 3 মে : ফণী আতঙ্কে ভুগছে ওড়িশা । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গত 20 বছরে এত অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হয়নি । ওড়িশা উপকূলে 225 কিলোমিটার বেগে আছড়ে পড়বে ফণী । ধ্বংস হতে পারে একের পর এক গ্রাম ।

ফণী সংক্রান্ত আরও খবর : রাতবিরেতে নির্দেশ, "হোটেল ছেড়ে বাড়ি যান" ! ফাঁপরে দিঘার পর্যটকরা

1999 সালে সুপার সাইক্লোনের তাণ্ডব দেখেছিল ওড়িশা । মৃত্যু হয়েছিল কমপক্ষে 10 হাজার মানুষের । 270-300 কিলোমিটার বেগের সেই ঝড় আজও ভুলতে পারেনি ওড়িশাবাসী । এরপর একাধিক ঝড় বয়ে গেছে ওই রাজ্যের উপর দিয়ে । হালের তিতলিও সেরকম প্রভাব ফেলতে পারেনি । সদা প্রস্তুত থেকে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য প্রশাসন । কিন্তু, ফণীর দাপট থেকে ওড়িশা উপকূলবর্তী এলাকা কতটা রক্ষা পাবে তা নিয়ে প্রশ্ন সব মহলেই ।

fani
তৈরি NDRF টিম

আবহাওয়া অফিস প্রথমে জানিয়েছিল, আজ দুপুর 3টের দিকে আছড়ে পড়তে পারে ফণী । কিন্তু, সব পূর্বাভাস বদলে তীব্রগতিতে ছুটে আসছে সে । মৌসম ভবনের নয়া পূর্বাভাস, আজ সকাল 8টা থেকে 10টার মধ্যে পুরি সংলগ্ন গোপালপুরে আঘাত হানবে ফণী । গতিবেগ থাকবে ঘণ্টায় 225 কিলোমিটার । উপকূলে আছড়ে পড়ার চার থেকে ছ'ঘণ্টা পরও অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই ধ্বংসলীলা চালাবে । ধীরে ধীরে তীব্রতা কমতে কমতে চলে যাবে পশ্চিমবঙ্গ অভিমুখে । পরে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ।

ফণী মোকাবিলায় তৈরি হচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ । বাংলাদেশও পিছিয়ে নেই । তবে, ওড়িশায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি । কারণ, পশ্চিমবঙ্গে ফণী যখন প্রবেশ করবে তখন তার গতিবেগ অনেক কমে যাবে । তা সত্ত্বেও সুন্দরবন এলাকার মানুষকে আগেভাগে সতর্ক করে দেওয়া হয়েছে । সদাসতর্ক রয়েছে নবান্নও । স্বাস্থ্য দপ্তরের তরফেও হাসপাতালে বেড রিজ়ার্ভ করে রাখা হয়েছে । এদিকে, জেলা প্রশাসনও ঝাঁপিয়ে পড়েছে । শুরু হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে মানুষ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ । জরুরি ভিত্তিতে আজ রাত থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিমানবন্দর ।

ফণী সংক্রান্ত আরও খবর : ফণীর সতর্কতায় বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দর, পৌরনিগমে কন্ট্রোল রুম

আবহাওয়া অফিস মনে করছে, ফণীর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি, কুঁড়ে ঘড়, মাটির বাড়ি, রাস্তা । বিদ্যুতের পোলও একাধিক জায়গায় উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে । রেল পরিষেবা আগেভাগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে । বিপদকালীন পরিস্থিতিতে পারাদ্বীপ, গোপালপুর, ধামরা বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে । বৃহস্পতিবার মধ্যরাত থেকে 24 ঘণ্টার জন্য ওড়িশায় বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ।

ফণীর ভয়ঙ্কর রূপ জানার পরই ওড়িশার 11টি জেলা থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছে নির্বাচন কমিশন । EVM-গুলোও নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে ।

fani
মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে

রাজ্য প্রশাসন সূত্রে খবর, নিচু এলাকা থেকে ইতিমধ্যে 8 লাখ মানুষকে সরানো হয়েছে । তাদের শেল্টারে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন । ফণীর পর বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়েও চিন্তায় প্রশাসন । চিন্তার কারণ ভামসাদর ও নাগাভালি নদী । এই দুই নদী কমপক্ষে 117টি গ্রামের উপর দিয়ে গেছে । জলধারণ ক্ষমতা 1 লাখ কিউসেক । সেই ক্ষমতা ছাপিয়ে গেলে বেশিরভাগ গ্রামই ভেসে যেতে পারে ।

ওড়িশা প্রশাসনের প্রাথমিক লক্ষ্য কম প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আটকানো । মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক দফায় দফায় বৈঠক করেছেন জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে । বিপর্যয়ের পরও টেলিকমিউনিকেশন সিস্টেম যাতে চালু থাকে তার জন্য টেলিকম অপারেটরদের সঙ্গে কথা বলেছেন । ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসনের কাছে লাগানো হয়েছে আমলা ও শীর্ষ পুলিশ কর্তাদেরও ।

fani
তৈরি রাখা হয়েছে দমকল বাহিনীকে

সরকারের তরফে 4852 সাইক্লোন ও বন্যা শেল্টার তৈরি করা হয়েছে । যেখানে খাবার ও ওষুধ সামগ্রী দেওয়া হচ্ছে । গর্ভবতী মহিলাদের ইতিমধ্যে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে । স্বাস্থ্য দপ্তরের তরফে 302টি র‌্যাপিড রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে । যারা ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে ।

ফণী সংক্রান্ত আরও খবর : ফণী : রিজ়ার্ভ হাসপাতালের বেড, হাই অ্যালার্ট স্বাস্থ্য দপ্তরের

সাইক্লোন উপকূলবর্তী এলাকা পার করলেই দ্রুত ত্রাণের কাজে লেগে পড়ার জন্য তিনটি নৌ জাহাজ - শায়াদ্রি, রণবীর ও কাদমাতকে তৈরি রাখা হয়েছে । গতকাল সন্ধ্যায় বিশাখাপটনম থেকে এসেছে অতিরিক্ত ত্রাণ সামগ্রী, মেডিকেল টিম ও ডুবুরি । এয়ারক্রাফ্ট ও হেলিকপ্টার স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে । বিপর্যস্ত এলাকায় সেগুলি ব্যবহার করা হবে । উদ্ধারকাজ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় 300-র বেশি নৌকাও তৈরি রাখা হয়েছে ।

fani
সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের

ঝড়ের মধ্যে যাতে কেউ বাড়ির বাইরে না বেরোন তার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করা হয়েছে । বন্ধ রাখা হচ্ছে, স্কুল, কলেজ, দোকানপাট, অফিস । ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক বলেছেন, "সাইক্লোন পরবর্তী পরিস্থিতি রুখতে রাজ্য প্রশাসন তৎপর । আমাদের কাছে প্রত্যেকের জীবন গুরুত্বপূর্ণ ।"

ফণী সংক্রান্ত আরও খবর : আয়লার আতঙ্ক ফেরাচ্ছে ফণী

পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । গতকাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রক ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । পরিস্থিতি বিবেচনা করে ওড়িশায় ইতিমধ্যে কয়েকশো কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র । টাকা পাঠানো হয়েছে বাংলাতেও ।

ভুবনেশ্বর, 3 মে : ফণী আতঙ্কে ভুগছে ওড়িশা । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গত 20 বছরে এত অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হয়নি । ওড়িশা উপকূলে 225 কিলোমিটার বেগে আছড়ে পড়বে ফণী । ধ্বংস হতে পারে একের পর এক গ্রাম ।

ফণী সংক্রান্ত আরও খবর : রাতবিরেতে নির্দেশ, "হোটেল ছেড়ে বাড়ি যান" ! ফাঁপরে দিঘার পর্যটকরা

1999 সালে সুপার সাইক্লোনের তাণ্ডব দেখেছিল ওড়িশা । মৃত্যু হয়েছিল কমপক্ষে 10 হাজার মানুষের । 270-300 কিলোমিটার বেগের সেই ঝড় আজও ভুলতে পারেনি ওড়িশাবাসী । এরপর একাধিক ঝড় বয়ে গেছে ওই রাজ্যের উপর দিয়ে । হালের তিতলিও সেরকম প্রভাব ফেলতে পারেনি । সদা প্রস্তুত থেকে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য প্রশাসন । কিন্তু, ফণীর দাপট থেকে ওড়িশা উপকূলবর্তী এলাকা কতটা রক্ষা পাবে তা নিয়ে প্রশ্ন সব মহলেই ।

fani
তৈরি NDRF টিম

আবহাওয়া অফিস প্রথমে জানিয়েছিল, আজ দুপুর 3টের দিকে আছড়ে পড়তে পারে ফণী । কিন্তু, সব পূর্বাভাস বদলে তীব্রগতিতে ছুটে আসছে সে । মৌসম ভবনের নয়া পূর্বাভাস, আজ সকাল 8টা থেকে 10টার মধ্যে পুরি সংলগ্ন গোপালপুরে আঘাত হানবে ফণী । গতিবেগ থাকবে ঘণ্টায় 225 কিলোমিটার । উপকূলে আছড়ে পড়ার চার থেকে ছ'ঘণ্টা পরও অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই ধ্বংসলীলা চালাবে । ধীরে ধীরে তীব্রতা কমতে কমতে চলে যাবে পশ্চিমবঙ্গ অভিমুখে । পরে বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ।

ফণী মোকাবিলায় তৈরি হচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ । বাংলাদেশও পিছিয়ে নেই । তবে, ওড়িশায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি । কারণ, পশ্চিমবঙ্গে ফণী যখন প্রবেশ করবে তখন তার গতিবেগ অনেক কমে যাবে । তা সত্ত্বেও সুন্দরবন এলাকার মানুষকে আগেভাগে সতর্ক করে দেওয়া হয়েছে । সদাসতর্ক রয়েছে নবান্নও । স্বাস্থ্য দপ্তরের তরফেও হাসপাতালে বেড রিজ়ার্ভ করে রাখা হয়েছে । এদিকে, জেলা প্রশাসনও ঝাঁপিয়ে পড়েছে । শুরু হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে মানুষ সরিয়ে নিয়ে যাওয়ার কাজ । জরুরি ভিত্তিতে আজ রাত থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিমানবন্দর ।

ফণী সংক্রান্ত আরও খবর : ফণীর সতর্কতায় বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দর, পৌরনিগমে কন্ট্রোল রুম

আবহাওয়া অফিস মনে করছে, ফণীর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে চাষের জমি, কুঁড়ে ঘড়, মাটির বাড়ি, রাস্তা । বিদ্যুতের পোলও একাধিক জায়গায় উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে । রেল পরিষেবা আগেভাগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে । বিপদকালীন পরিস্থিতিতে পারাদ্বীপ, গোপালপুর, ধামরা বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে । বৃহস্পতিবার মধ্যরাত থেকে 24 ঘণ্টার জন্য ওড়িশায় বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ।

ফণীর ভয়ঙ্কর রূপ জানার পরই ওড়িশার 11টি জেলা থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিয়েছে নির্বাচন কমিশন । EVM-গুলোও নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে ।

fani
মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে

রাজ্য প্রশাসন সূত্রে খবর, নিচু এলাকা থেকে ইতিমধ্যে 8 লাখ মানুষকে সরানো হয়েছে । তাদের শেল্টারে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন । ফণীর পর বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়েও চিন্তায় প্রশাসন । চিন্তার কারণ ভামসাদর ও নাগাভালি নদী । এই দুই নদী কমপক্ষে 117টি গ্রামের উপর দিয়ে গেছে । জলধারণ ক্ষমতা 1 লাখ কিউসেক । সেই ক্ষমতা ছাপিয়ে গেলে বেশিরভাগ গ্রামই ভেসে যেতে পারে ।

ওড়িশা প্রশাসনের প্রাথমিক লক্ষ্য কম প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আটকানো । মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক দফায় দফায় বৈঠক করেছেন জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে । বিপর্যয়ের পরও টেলিকমিউনিকেশন সিস্টেম যাতে চালু থাকে তার জন্য টেলিকম অপারেটরদের সঙ্গে কথা বলেছেন । ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসনের কাছে লাগানো হয়েছে আমলা ও শীর্ষ পুলিশ কর্তাদেরও ।

fani
তৈরি রাখা হয়েছে দমকল বাহিনীকে

সরকারের তরফে 4852 সাইক্লোন ও বন্যা শেল্টার তৈরি করা হয়েছে । যেখানে খাবার ও ওষুধ সামগ্রী দেওয়া হচ্ছে । গর্ভবতী মহিলাদের ইতিমধ্যে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে । স্বাস্থ্য দপ্তরের তরফে 302টি র‌্যাপিড রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে । যারা ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে ।

ফণী সংক্রান্ত আরও খবর : ফণী : রিজ়ার্ভ হাসপাতালের বেড, হাই অ্যালার্ট স্বাস্থ্য দপ্তরের

সাইক্লোন উপকূলবর্তী এলাকা পার করলেই দ্রুত ত্রাণের কাজে লেগে পড়ার জন্য তিনটি নৌ জাহাজ - শায়াদ্রি, রণবীর ও কাদমাতকে তৈরি রাখা হয়েছে । গতকাল সন্ধ্যায় বিশাখাপটনম থেকে এসেছে অতিরিক্ত ত্রাণ সামগ্রী, মেডিকেল টিম ও ডুবুরি । এয়ারক্রাফ্ট ও হেলিকপ্টার স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে । বিপর্যস্ত এলাকায় সেগুলি ব্যবহার করা হবে । উদ্ধারকাজ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় 300-র বেশি নৌকাও তৈরি রাখা হয়েছে ।

fani
সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের

ঝড়ের মধ্যে যাতে কেউ বাড়ির বাইরে না বেরোন তার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করা হয়েছে । বন্ধ রাখা হচ্ছে, স্কুল, কলেজ, দোকানপাট, অফিস । ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক বলেছেন, "সাইক্লোন পরবর্তী পরিস্থিতি রুখতে রাজ্য প্রশাসন তৎপর । আমাদের কাছে প্রত্যেকের জীবন গুরুত্বপূর্ণ ।"

ফণী সংক্রান্ত আরও খবর : আয়লার আতঙ্ক ফেরাচ্ছে ফণী

পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । গতকাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রক ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । পরিস্থিতি বিবেচনা করে ওড়িশায় ইতিমধ্যে কয়েকশো কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র । টাকা পাঠানো হয়েছে বাংলাতেও ।

Puri (Odisha), May 03 (ANI): Ahead of the arrival of cyclone Fani, around 1,000 people have been evacuated in Odisha's Puri. Cyclone Fani is heading towards the state of Odisha with heavy wind speed and is expected to make landfall today. Jayanti Mahapatra, a Red Cross member said, "Around 1,000 people have been evacuated. Many people aren't willing to come, scared their belongings will be stolen. But, we will evacuate them tomorrow morning at any cost. We want zero casualty."
Last Updated : May 3, 2019, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.