ETV Bharat / bharat

দ্রুত নিষেধাজ্ঞা তোলা দরকার, কাশ্মীর সফরের পর বলল EU - ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

দুই দিনের কাশ্মীর সফরে শ্রীনগর ও জম্মুর পরিস্থিতি ঘুরে দেখলেন বিদেশী রাষ্ট্রদূতদের এক প্রতিনিধি দল ৷ সেই প্রতিনিধি দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও ৷ কাশ্মীর থেকে দ্রুত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার বলেই মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ৷

EU on Kashmir
কাশ্মীর
author img

By

Published : Feb 14, 2020, 6:49 PM IST

দিল্লি, 14 ফেব্রুয়ারি : কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিবাচক ভূমিকা নিয়েছে কেন্দ্র ৷ কিন্তু উপত্যকা থেকে দ্রুত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার ৷ কাশ্মীর থেকে ঘুরে এসে এই কথাই বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷

12 ও 13 ফেব্রুয়ারি বিদেশী রাষ্ট্রদূতদের এক প্রতিনিধি দল কাশ্মীর পরিস্থিতি ঘুরে দেখেন ৷ সেই প্রতিনিধি দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য ৷ উপত্যকা থেকে 370 ধারা বিলোপের পর থেকেই অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবাসহ অন্যান্য বেশকিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র ৷

আরও পড়ুন : আজ জম্মু-কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদের দ্বিতীয় দল

370 ধারা প্রত্যাহারের কেমন আছে কাশ্মীর ? তা খতিয়ে দেখতেই দুই দিনের সফরে শ্রীনগর ও জম্মু ঘুরে দেখেন ওই প্রতিনিধি দলের সদস্যরা ৷ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জার্মানি, কানাডা, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নিউজ়িল্যান্ড, মেক্সিকো, আফগানিস্তান, অস্ট্রিয়া, উজ়বেকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ৷

কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখার পর আজ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয় ৷ ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ভার্জিন বাট্টু হেনরিকসনের জারি করা ওই বিবৃতিতে জানানো হয়, "উপত্যকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নিচ্ছে সরকার ৷ তবে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা-সহ বেশ কিছু ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি আছে ৷ আটক করে রাখা হয়েছে বেশ কিছু নেতাকে ৷ এগুলিকে দ্রুত তুলে নেওয়া দরকার ৷"


দিল্লি, 14 ফেব্রুয়ারি : কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিবাচক ভূমিকা নিয়েছে কেন্দ্র ৷ কিন্তু উপত্যকা থেকে দ্রুত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার ৷ কাশ্মীর থেকে ঘুরে এসে এই কথাই বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷

12 ও 13 ফেব্রুয়ারি বিদেশী রাষ্ট্রদূতদের এক প্রতিনিধি দল কাশ্মীর পরিস্থিতি ঘুরে দেখেন ৷ সেই প্রতিনিধি দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য ৷ উপত্যকা থেকে 370 ধারা বিলোপের পর থেকেই অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবাসহ অন্যান্য বেশকিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র ৷

আরও পড়ুন : আজ জম্মু-কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদের দ্বিতীয় দল

370 ধারা প্রত্যাহারের কেমন আছে কাশ্মীর ? তা খতিয়ে দেখতেই দুই দিনের সফরে শ্রীনগর ও জম্মু ঘুরে দেখেন ওই প্রতিনিধি দলের সদস্যরা ৷ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জার্মানি, কানাডা, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নিউজ়িল্যান্ড, মেক্সিকো, আফগানিস্তান, অস্ট্রিয়া, উজ়বেকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ৷

কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখার পর আজ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয় ৷ ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ভার্জিন বাট্টু হেনরিকসনের জারি করা ওই বিবৃতিতে জানানো হয়, "উপত্যকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সবরকম ব্যবস্থা নিচ্ছে সরকার ৷ তবে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা-সহ বেশ কিছু ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি আছে ৷ আটক করে রাখা হয়েছে বেশ কিছু নেতাকে ৷ এগুলিকে দ্রুত তুলে নেওয়া দরকার ৷"


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.