ETV Bharat / bharat

গোটা বিহার আমার পরিবার, মানুষের সেবা করাই আমার কর্তব্য: নীতীশ কুমার - নীতিশ কুমার

নীতীশ কুমারের কথায়, বিহারে ভয়ংকর পরিস্থিতি ছিল ৷ অসংখ্য অপরাধের ঘটনা ঘটত ৷ উন্নয়ন শূন্যে এসে ঠেকেছিল ৷ এই অবস্থাটা আমরা সামলেছি ৷

Whole Bihar is my family
Whole Bihar is my family
author img

By

Published : Oct 26, 2020, 6:43 AM IST

মধুবনী (বিহার), 27 অক্টোবর : "গোটা রাজ্য আমার পরিবার ৷ অন্যদের কাছে তাঁদের বউ, ছেলেমেয়ে- এমন কয়েকজনই পরিবারের সদস্য ৷ কিন্তু আমার পরিবার হল গোটা বিহার ৷" গতকাল বিহারের ফুলপরসে নির্বাচনী জনসভায় একথা বলেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

তিনি বলেন, মানুষের সেবা করাই আমার কর্তব্য ৷ তাঁর কথায়, " বিহারে ভয়ংকর পরিস্থিতি ছিল ৷ অসংখ্য অপরাধের ঘটনা ঘটত ৷ উন্নয়ন শূন্যে এসে ঠেকেছিল ৷ এই অবস্থাটা আমরা সামলেছি ৷ আমরা গোড়া থেকে কাজ শুরু করেছি ৷ যা ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে ৷"

ফুলপরসে JD (U)-র প্রার্থী শিলা মণ্ডল ৷ তাঁকে লড়তে হবে কংগ্রেসের কৃপানাথ ঠাকুর ও লোক জনশক্তি দলের বিনোদ কুমার সিংয়ের সঙ্গে ৷ গত বিধানসভা নির্বাচনে JD(U)-র গুলজার দেবী এই আসন থেকে জিতেছিলেন ৷ নীতীশ কুমারের কথায়, "মেয়েরা ক্রমশ তাঁদের যোগ্য সম্মান পাচ্ছেন ৷ আগে কোনও মহিলা জনপ্রতিনিধি ছিল না ৷ আমরা তাঁদের প্ল্যাটফর্ম দিয়েছি ৷ উন্নয়ন ততক্ষণ সম্ভব না, যতক্ষণ না মেয়েরাও কাঁধে কাঁধ দিয়ে কাজ করছেন ৷ আমরা মেয়েদের অগ্রগতির জন্য কাজ করেছি ৷ "

বিহার বিধানসভা নির্বাচন তিনটি পর্বে হবে ৷ 28 অক্টোবর, 3 নভেম্বর ও 7 নভেম্বরে ৷ ফুলপরসে নির্বাচন হবে 3 নভেম্বরে ৷ ফলাফল জানা যাবে 10 নভেম্বর ৷

মধুবনী (বিহার), 27 অক্টোবর : "গোটা রাজ্য আমার পরিবার ৷ অন্যদের কাছে তাঁদের বউ, ছেলেমেয়ে- এমন কয়েকজনই পরিবারের সদস্য ৷ কিন্তু আমার পরিবার হল গোটা বিহার ৷" গতকাল বিহারের ফুলপরসে নির্বাচনী জনসভায় একথা বলেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

তিনি বলেন, মানুষের সেবা করাই আমার কর্তব্য ৷ তাঁর কথায়, " বিহারে ভয়ংকর পরিস্থিতি ছিল ৷ অসংখ্য অপরাধের ঘটনা ঘটত ৷ উন্নয়ন শূন্যে এসে ঠেকেছিল ৷ এই অবস্থাটা আমরা সামলেছি ৷ আমরা গোড়া থেকে কাজ শুরু করেছি ৷ যা ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে ৷"

ফুলপরসে JD (U)-র প্রার্থী শিলা মণ্ডল ৷ তাঁকে লড়তে হবে কংগ্রেসের কৃপানাথ ঠাকুর ও লোক জনশক্তি দলের বিনোদ কুমার সিংয়ের সঙ্গে ৷ গত বিধানসভা নির্বাচনে JD(U)-র গুলজার দেবী এই আসন থেকে জিতেছিলেন ৷ নীতীশ কুমারের কথায়, "মেয়েরা ক্রমশ তাঁদের যোগ্য সম্মান পাচ্ছেন ৷ আগে কোনও মহিলা জনপ্রতিনিধি ছিল না ৷ আমরা তাঁদের প্ল্যাটফর্ম দিয়েছি ৷ উন্নয়ন ততক্ষণ সম্ভব না, যতক্ষণ না মেয়েরাও কাঁধে কাঁধ দিয়ে কাজ করছেন ৷ আমরা মেয়েদের অগ্রগতির জন্য কাজ করেছি ৷ "

বিহার বিধানসভা নির্বাচন তিনটি পর্বে হবে ৷ 28 অক্টোবর, 3 নভেম্বর ও 7 নভেম্বরে ৷ ফুলপরসে নির্বাচন হবে 3 নভেম্বরে ৷ ফলাফল জানা যাবে 10 নভেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.