দিল্লি, 10 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধে 21 দিনের লকডাউন চলছে দেশে । আর লকডাউন কার্যকর করতে রাজ্যগুলিকে সবরকম ব্যবস্থা নিয়ে আবেদন জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, "যদি লকডাউন না মেনে চলা হয়, তাহলে ভারতের কাছে এই কোরোনা যুদ্ধে জয়লাভ কঠিন হয়ে দাঁড়াবে ।"
কোরোনা মোকাবিলায় রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে আজই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন হর্ষ বর্ধন। তারপর তিনি বলেন, "স্বাস্থ্যমন্ত্রীদের কাছে আমার অনুরোধ যেন রাজ্যগুলিতে লকডাউনের সমস্ত নিয়ম একশো শতাংশ মেনে চলা হয় । যদি এটি নিয়ে কোনওরকম খামতি থেকে যায়, তাহলে আমাদের পক্ষে কোরোনার জেরে উদ্ভূত এই পরিস্থিতির মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াবে ।"
গতকালই হর্ষ বর্ধন জানিয়েছিলেন, কোরোনা মোকাবিলায় প্রতিমুহূর্তে দৃঢ়তার সঙ্গে লড়াই করছে ভারত। সম্ভাব্য সমস্ত পদক্ষেপের পরিকল্পনাও করা হয়েছে । এই বিষয়ে সর্বদা বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।
দেশে কোরোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে । আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 547টি নতুন সংক্রমণের হদিশ মিলেছে । যার জেরে এই মুহূর্তে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 হাজার 412 । এর মধ্যে 503 জন সুস্থ হয়েছে । এপর্যন্ত দেশে 199 জনের মৃত্যু হয়েছে । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 33 জনের । দেশের মধ্যে মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । এই রাজ্যে 1 হাজার 306 জন এই মারণ ভাইরাসে আক্রান্ত । এরপরই রয়েছে তামিলনাড়ু । আক্রান্তের সংখ্য়া 834।