ETV Bharat / bharat

দান্তেওয়াড়ায় খতম মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

author img

By

Published : Apr 17, 2020, 12:25 PM IST

দান্তেওয়াড়ায় STF ও DRG-র যৌথ অভিযানে গুলির লড়াই, খতম এক মাওবাদী ।

ছত্তিশগড়
ছত্তিশগড়

রায়পুর, 17 এপ্রিল : ছত্তিশগড়ে দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই । ঘটনায় খতম এক মাওবাদী । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2 টি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি । বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

গতকাল বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায়, হুররেপাল- বেচাপাল জঙ্গলে লুকিয়ে রয়েছে মাওবাদীরা । তারা জানতে পারে, মাওবাদীদের ভৈরবগড় এলাকা কমিটির প্রধান চন্দনাও সেখানে রয়েছে । সেই মতো বিকেলে ওই এলাকায় অভিযান চালায় STF ও DRG-র যৌথ বাহিনী । তাঁদের দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা । পালটা জবাব দেন যৌথ বাহিনীর জওয়ানরা । গুলিতে খতম হয় এক মাওবাদী । তার দেহ উদ্ধার করা হয়েছে ।

ঘন জঙ্গলকে হাতিয়ার করে এরপর বাকি মাওবাদীরা সেখান থেকে পালিয়ে যায় । তাদের খোঁজে যৌথ বাহিনীর অভিযান জারি রয়েছে । মৃত মাওবাদীর কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি ।

রায়পুর, 17 এপ্রিল : ছত্তিশগড়ে দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই । ঘটনায় খতম এক মাওবাদী । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2 টি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি । বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

গতকাল বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায়, হুররেপাল- বেচাপাল জঙ্গলে লুকিয়ে রয়েছে মাওবাদীরা । তারা জানতে পারে, মাওবাদীদের ভৈরবগড় এলাকা কমিটির প্রধান চন্দনাও সেখানে রয়েছে । সেই মতো বিকেলে ওই এলাকায় অভিযান চালায় STF ও DRG-র যৌথ বাহিনী । তাঁদের দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা । পালটা জবাব দেন যৌথ বাহিনীর জওয়ানরা । গুলিতে খতম হয় এক মাওবাদী । তার দেহ উদ্ধার করা হয়েছে ।

ঘন জঙ্গলকে হাতিয়ার করে এরপর বাকি মাওবাদীরা সেখান থেকে পালিয়ে যায় । তাদের খোঁজে যৌথ বাহিনীর অভিযান জারি রয়েছে । মৃত মাওবাদীর কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.