গুজরাত, 5 ফেব্রুয়ারি : কোরোনা আতঙ্কে চিনের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ । জরুরি অবস্থা ঘোষিত হয়েছে হংকংয়েও । যার জেরে ক্ষতির মুখোমুখি সুরাটের হিরে শিল্প । আগামী দু'মাসের মধ্যে প্রায় আট হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন হিরে ব্যবসায়ীরা । কারণ, হিরে শিল্পের অন্যতম প্রধান রপ্তানিস্থান হংকং ।
জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের (GJEPC) রিজিওনাল চেয়ারম্যান দীনেশ নাওয়াদিয়া জানান, "প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকার পালিশ হিরে সুরাট থেকে হংকংয়ে রপ্তানি হয় । কোরোনা ভাইরাসের আতঙ্কে এক মাসের ছুটি ঘোষণা করেছে হংকং প্রশাসন । সেখানের গুজরাটি ব্যবসায়ীরা ভারতে ফিরে আসছেন ।" পরিস্থিতির উন্নতি না হলে সুরাটের হিরে শিল্পে এর বিশাল প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি । প্রবীণ হীরে ব্যবসায়ী নানাবতী বলেন, "সুরাটে তৈরি পালিশ হিরে এবং গয়নাগুলি হংকংয়ের মাধ্যমেই বিশ্বের বাজারে পৌঁছায় । এখন সেখানে ছুটির কারণে আমাদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ রয়েছে । ব্যবসায়ীরাও ভারতে ফিরে আসছেন ।"
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে হংকং অন্যতম ৷ চিনের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্টও বটে । কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখানে 18 জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যেই, চিনে হু-হু করে বাড়ছে কোরোনায় মৃতের সংখ্যা । এখনও পর্যন্ত চিনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 492 । আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 24 হাজার । অন্যদিকে জাপানের 10 বাসিন্দার শরীরেও মিলেছে কোরোনা ভাইরাস ।