ETV Bharat / bharat

রমজান মাসে বদলাবে না ভোটগ্রহণের সময় : কমিশন - লোকসভা নির্বাচন

রমজ়ান মাস ও তাপপ্রবাহ চলাকালীন ভোটগ্রহণের সময়সীমা বদলানোর আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন ।

সুনীল অরোরা
author img

By

Published : May 6, 2019, 12:30 AM IST

দিল্লি, 6 মে : রমজ়ান মাস ও তাপপ্রবাহ চলাকালীন ভোটগ্রহণের সময়সীমা বদলানোর আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন । EC-র তরফে জানানো হয়েছে, শেষ তিন দফায় ভোটগ্রহণের সময়সীমা বদলানোর ক্ষেত্রে কোনও যুক্তিপূর্ণ কারণ খুঁজে পায়নি কমিশন ।

সম্প্রতি মহম্মদ নিজ়ামউদ্দিন পাশা নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি আবেদন করেন । এরপর 2 মে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে কী করণীয় তা জানতে চায় । 7টার বদলে 5টা থেকে ভোটগ্রহণ শুরু করা যায় কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয় । যদিও নির্বাচন কমিশন সেই পরামর্শ মানেনি ।

এদিকে, আজ 7 রাজ্যের 51 আসনে নির্বাচন । এরমধ্যে রয়েছে বাংলার 7 কেন্দ্রও ।

দিল্লি, 6 মে : রমজ়ান মাস ও তাপপ্রবাহ চলাকালীন ভোটগ্রহণের সময়সীমা বদলানোর আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন । EC-র তরফে জানানো হয়েছে, শেষ তিন দফায় ভোটগ্রহণের সময়সীমা বদলানোর ক্ষেত্রে কোনও যুক্তিপূর্ণ কারণ খুঁজে পায়নি কমিশন ।

সম্প্রতি মহম্মদ নিজ়ামউদ্দিন পাশা নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি আবেদন করেন । এরপর 2 মে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে কী করণীয় তা জানতে চায় । 7টার বদলে 5টা থেকে ভোটগ্রহণ শুরু করা যায় কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয় । যদিও নির্বাচন কমিশন সেই পরামর্শ মানেনি ।

এদিকে, আজ 7 রাজ্যের 51 আসনে নির্বাচন । এরমধ্যে রয়েছে বাংলার 7 কেন্দ্রও ।


New Delhi, May 05 (ANI): Former chief minister of Delhi and Congress candidate from North East Delhi Sheila Dikshit condemned the attack on the sitting Chief Minister of Delhi Arvind Kejriwal and said, "We condemn the attack on Arvind Kejriwal. Such attacks should not happen no matter who is the leader."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.