দিল্লি, 6 মে : রমজ়ান মাস ও তাপপ্রবাহ চলাকালীন ভোটগ্রহণের সময়সীমা বদলানোর আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন । EC-র তরফে জানানো হয়েছে, শেষ তিন দফায় ভোটগ্রহণের সময়সীমা বদলানোর ক্ষেত্রে কোনও যুক্তিপূর্ণ কারণ খুঁজে পায়নি কমিশন ।
সম্প্রতি মহম্মদ নিজ়ামউদ্দিন পাশা নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি আবেদন করেন । এরপর 2 মে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে কী করণীয় তা জানতে চায় । 7টার বদলে 5টা থেকে ভোটগ্রহণ শুরু করা যায় কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয় । যদিও নির্বাচন কমিশন সেই পরামর্শ মানেনি ।
এদিকে, আজ 7 রাজ্যের 51 আসনে নির্বাচন । এরমধ্যে রয়েছে বাংলার 7 কেন্দ্রও ।