ETV Bharat / bharat

যে গ্রামে মুরগির মাংস খাওয়া দূর-অস্ত, পোষাও নিষিদ্ধ - যে গ্রামে মুরগির মাংস খাওয়া দূর-অস্ত, পোষাও নিষিদ্ধ

এই সুস্বাদু আমিষ পদগুলিই যেন খাওয়া পাপ তেলাঙ্গানার ওয়ানাপার্থির "হ্যামলেট" জাতির মানুষদের কাছে ৷ প্রায় বহু প্রজন্ম ধরে তারা এই আমিষ খাবারগুলি এড়িয়ে চলেছেন ৷ এমনকি তারা মাছ, মুরগি কিছু পোষেনও না ৷

যে গ্রামে মুরগির মাংস খাওয়া দূর-অস্ত, পোষাও নিষিদ্ধ
author img

By

Published : Sep 9, 2019, 8:34 PM IST

Updated : Sep 9, 2019, 11:18 PM IST

ওয়ানাপার্থি (তেলাঙ্গানা) , 9 সেপ্টেম্বর : এখন "মুরগির মাংস" খাবারের থালায় থাকা মানেই ভোজনরসিকদের পোয়াবারো ৷ অন্যদিকে ডিম উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য ৷ আজকাল নিরামিষাশীরাও প্রোটিনের লোভে ডিম খেয়ে হয়েছে "এগিটেরিয়ান" ৷ এছাড়াও আছে মাছ ৷ আজকাল এটিও প্রায় প্রত্যেকেরই প্রিয় ৷

কিন্তু এই সুস্বাদু আমিষ পদগুলিই যেন খাওয়া পাপ তেলাঙ্গানার ওয়ানাপার্থির "হ্যামলেট" জাতির মানুষদের কাছে ৷ প্রায় বহু প্রজন্ম ধরে তারা এই আমিষ খাবারগুলি এড়িয়ে চলেছেন ৷ এমনকি তারা মাছ, মুরগি কিছু পোষেনও না ৷ পার্শ্ববর্তী অন্য গ্রামগুলিতে যখন মুরগির ডাক শুনে মানুষের ভোরবেলা ঘুম ভাঙে, তখন এই গ্রামে মুরগি পোষা নিষিদ্ধ ৷

"হ্যামলেট" - দের গ্রামটি ওয়ানাপার্থি জেলার পেব্বের মনডলের কাঞ্চিরাওপল্লিতে ৷ বর্তমানে এই গ্রামে জনসংখ্যা 500 ৷ তৈরি হয়েছে পঞ্চায়েতও ৷

তাদের এই মুরগির মাংস , মাছ , ডিম না খাওয়ার কারণ হল তাদের গুরু সোমসাধ ভাওজি ৷ তাঁর নির্দেশেই আমিষ খাওয়া বন্ধ এই গ্রামের বাসিন্দাদের ৷ শোনা যায়, তিনি একদিন দেখেছিলেন মুরগি তাঁর ফেলা থুতু খাচ্ছে ৷ এরপর থেকেই তিনি সিদ্ধান্ত নেন কখনও এইরকম প্রাণীদের পুষবেনও না ৷ তারপর থেকেই "রাতলাভৎ" পদবির লোকেরা মুরগির মাংস, মাছ, ডিম কিছুই খান না ৷ তারা মনে করেন এগুলি খেলে তারা অভিশপ্ত হয়ে যাবে ৷

কোনওরকম উৎসব হলে কিংবা বাড়িতে অতিথি বা পরিজনরা এলে পরিবেশন করা হয় পাঁঠার মাংস ৷ এই মুরগির মাংস, ডিম, মাছ না খাওয়ার প্রথা এতটাই কঠিন যে, যে সব মেয়েরা বিয়ে করে এই গ্রামে আসে তাদের বিয়ের একমাস আগে থেকে মুরগির মাংস, মাছ, ডিম খাওয়া ছাড়তে হয় ৷ এমনকি অলৌকিকভাবে বিয়ের পর ওই গ্রামে এসে তাদের ওই মুরগির মাংস, মাছ , ডিম খেতে না কি ইচ্ছে করে না ৷ তবে এই গ্রাম থেকে যে মহিলারা বিয়ে করে গ্রামের বাইরে যান তারা চাইলেই মুরগির মাংস, মাছ, ডিম খেতেই পারেন ৷

ওয়ানাপার্থি (তেলাঙ্গানা) , 9 সেপ্টেম্বর : এখন "মুরগির মাংস" খাবারের থালায় থাকা মানেই ভোজনরসিকদের পোয়াবারো ৷ অন্যদিকে ডিম উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য ৷ আজকাল নিরামিষাশীরাও প্রোটিনের লোভে ডিম খেয়ে হয়েছে "এগিটেরিয়ান" ৷ এছাড়াও আছে মাছ ৷ আজকাল এটিও প্রায় প্রত্যেকেরই প্রিয় ৷

কিন্তু এই সুস্বাদু আমিষ পদগুলিই যেন খাওয়া পাপ তেলাঙ্গানার ওয়ানাপার্থির "হ্যামলেট" জাতির মানুষদের কাছে ৷ প্রায় বহু প্রজন্ম ধরে তারা এই আমিষ খাবারগুলি এড়িয়ে চলেছেন ৷ এমনকি তারা মাছ, মুরগি কিছু পোষেনও না ৷ পার্শ্ববর্তী অন্য গ্রামগুলিতে যখন মুরগির ডাক শুনে মানুষের ভোরবেলা ঘুম ভাঙে, তখন এই গ্রামে মুরগি পোষা নিষিদ্ধ ৷

"হ্যামলেট" - দের গ্রামটি ওয়ানাপার্থি জেলার পেব্বের মনডলের কাঞ্চিরাওপল্লিতে ৷ বর্তমানে এই গ্রামে জনসংখ্যা 500 ৷ তৈরি হয়েছে পঞ্চায়েতও ৷

তাদের এই মুরগির মাংস , মাছ , ডিম না খাওয়ার কারণ হল তাদের গুরু সোমসাধ ভাওজি ৷ তাঁর নির্দেশেই আমিষ খাওয়া বন্ধ এই গ্রামের বাসিন্দাদের ৷ শোনা যায়, তিনি একদিন দেখেছিলেন মুরগি তাঁর ফেলা থুতু খাচ্ছে ৷ এরপর থেকেই তিনি সিদ্ধান্ত নেন কখনও এইরকম প্রাণীদের পুষবেনও না ৷ তারপর থেকেই "রাতলাভৎ" পদবির লোকেরা মুরগির মাংস, মাছ, ডিম কিছুই খান না ৷ তারা মনে করেন এগুলি খেলে তারা অভিশপ্ত হয়ে যাবে ৷

কোনওরকম উৎসব হলে কিংবা বাড়িতে অতিথি বা পরিজনরা এলে পরিবেশন করা হয় পাঁঠার মাংস ৷ এই মুরগির মাংস, ডিম, মাছ না খাওয়ার প্রথা এতটাই কঠিন যে, যে সব মেয়েরা বিয়ে করে এই গ্রামে আসে তাদের বিয়ের একমাস আগে থেকে মুরগির মাংস, মাছ, ডিম খাওয়া ছাড়তে হয় ৷ এমনকি অলৌকিকভাবে বিয়ের পর ওই গ্রামে এসে তাদের ওই মুরগির মাংস, মাছ , ডিম খেতে না কি ইচ্ছে করে না ৷ তবে এই গ্রাম থেকে যে মহিলারা বিয়ে করে গ্রামের বাইরে যান তারা চাইলেই মুরগির মাংস, মাছ, ডিম খেতেই পারেন ৷

Amroha (Uttar Pradesh), Sep 07 (ANI): An encounter broke out between police and criminals in Uttar Pradesh's Amroha on September 06. A wanted criminal who suffered bullet injury was arrested. He was wanted in several cases and carried a bounty of Rs 20,000 on his head. Meanwhile, the other criminal escaped from the spot. Police seized one motorbike and one pistol from their custody. The injured goon has been admitted to the hospital for medical treatment. Investigation is underway and combing is going on to arrest the escaped criminal.
Last Updated : Sep 9, 2019, 11:18 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.