ETV Bharat / bharat

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড, তীব্রতা 4.5 - উত্তরাখণ্ডে ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড ৷ আজ সকাল সাড়ে 7 টা নাগাদ উত্তরাখণ্ডের পিথোড়াগড়ে ভূকম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5 ৷ কম্পন অনুভূত হয় বাগেশ্বরেও ৷

ভূমিকম্পে কেপে উঠল উত্তরাখণ্ড
author img

By

Published : Nov 12, 2019, 9:31 AM IST

Updated : Nov 12, 2019, 3:36 PM IST

পিথোরাগড়, 12 নভেম্বর : ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ড ৷ আজ সকাল সাড়ে 7 টা নাগাদ উত্তরাখণ্ডের পিথোড়াগড়ে ভূকম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5 ৷ কম্পন অনুভূত হয় বাগেশ্বরেও ৷ ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি ৷

ভূমিকম্পের কেন্দ্র ছিল পিথোরাগড় জেলার ভারত নেপাল সীমান্তের কাছে ধারচুলা ৷ ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ছিল এই কম্পনের কেন্দ্র ৷ কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড অনুভূত হলেও এর তীব্রতা ছিল ব্যাপক ৷ পিথোরাগড় সহ বাগেশ্বর, আলমোড়া ও চম্পাবত জেলার একাধিক অঞ্চলে কম্পন অনুভূত হয় ৷

পিথোড়াগড় জেলা দুর্যোগ মোকাবিলা আধিকারিক শিখা সুয়াল ইতিমধ্যে জেলার সমস্ত অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির খতিয়ান জানতে চেয়েছেন ৷

পিথোরাগড়, 12 নভেম্বর : ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ড ৷ আজ সকাল সাড়ে 7 টা নাগাদ উত্তরাখণ্ডের পিথোড়াগড়ে ভূকম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5 ৷ কম্পন অনুভূত হয় বাগেশ্বরেও ৷ ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি ৷

ভূমিকম্পের কেন্দ্র ছিল পিথোরাগড় জেলার ভারত নেপাল সীমান্তের কাছে ধারচুলা ৷ ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ছিল এই কম্পনের কেন্দ্র ৷ কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড অনুভূত হলেও এর তীব্রতা ছিল ব্যাপক ৷ পিথোরাগড় সহ বাগেশ্বর, আলমোড়া ও চম্পাবত জেলার একাধিক অঞ্চলে কম্পন অনুভূত হয় ৷

পিথোড়াগড় জেলা দুর্যোগ মোকাবিলা আধিকারিক শিখা সুয়াল ইতিমধ্যে জেলার সমস্ত অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির খতিয়ান জানতে চেয়েছেন ৷

New Delhi, Nov 11 (ANI): Speaking on the protest by JNU students, Delhi Police PRO Mandeep S Randhawa on November 11 said that the police, while exercising restraint, have kept the situation under control. "We are in contact with Jawaharlal Nehru University (JNU) authorities as well as students. Our talks with the students are on," said Randhawa. A massive scuffle broke out between the protesting students and police outside Jawaharlal Nehru University (JNU) campus in the national capital on November 11. The protest was organised by Jawaharlal Nehru Students' Union (JNUSU) over various issues including hostel fee hike.
Last Updated : Nov 12, 2019, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.