ETV Bharat / bharat

দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প - দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প

আজ সন্ধ্যায় দিল্লি , লখনউ সহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে ভূমিকম্প হয় ৷

earthquake
author img

By

Published : Nov 19, 2019, 7:49 PM IST

Updated : Nov 19, 2019, 8:45 PM IST

দিল্লি , 19 নভেম্বর : আজ সন্ধ্যা 7টা 30 মিনিটে দিল্লি , লখনউ সহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3 ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল-ভারত সীমান্ত ৷

নেপালের দৈলেখ জেলা থেকে 87 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের 14 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল ৷ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন অফিস ও বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে ৷ তবে ভূমিকম্পে দিল্লি সহ অন্যান্য এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, চলতি বছরে 24 সেপ্টেম্বর দিল্লি সহ সংলগ্ন এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল ৷ রিখটার স্কেলে তার মাত্রা ছিল 6.3 ৷ জম্মু থেকে 125 কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে 40 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল ৷

দিল্লি , 19 নভেম্বর : আজ সন্ধ্যা 7টা 30 মিনিটে দিল্লি , লখনউ সহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3 ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল-ভারত সীমান্ত ৷

নেপালের দৈলেখ জেলা থেকে 87 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের 14 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল ৷ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন অফিস ও বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে ৷ তবে ভূমিকম্পে দিল্লি সহ অন্যান্য এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, চলতি বছরে 24 সেপ্টেম্বর দিল্লি সহ সংলগ্ন এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল ৷ রিখটার স্কেলে তার মাত্রা ছিল 6.3 ৷ জম্মু থেকে 125 কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে 40 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল ৷

Arrah (Bihar), Nov 19 (ANI): Around 6-7 suspects carried out robbery in South Bihar Gramin Bank of Bihar's Arrah town on November 18. The incident was captured on a CCTV camera. The suspects carried robbery of Rs 30 lakh 26 thousand from South Bihar Gramin Bank. After committing the robbery, the criminals escaped from the spot while firing in the air. Few people were injured during the incident, including the bank manager.

Last Updated : Nov 19, 2019, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.