ETV Bharat / bharat

উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বেড়েছে সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক - Rajesh Bhushan

উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, কর্নাটক ও দিল্লিতে কোরানার সংক্রমণের হার বেড়েছে ।

COVID 19
প্রতীকী ছবি
author img

By

Published : Oct 27, 2020, 5:53 PM IST

দিল্লি, 27 অক্টোবর : সবে দুর্গাপুজো শেষ হয়েছে । হাইকোর্টের নির্দেশিকা ও প্রশাসনের কড়াকড়ি থাকার পরও একাধিক জায়গায় ভিড় করে পুজো দেখার ছবি নজরে এসেছে । এরই মাঝে বেড়েছে রাজ্যের দৈনিক কোরোনা সংক্রমণ । দৈনিক সংক্রমণ প্রতিদিনই চার হাজারের উপর রয়েছে । দু'দিন অন্তর সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হচ্ছে, ভাঙছে, আবার তৈরি হচ্ছে নতুন রেকর্ড । পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রকও ।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, কর্নাটক ও দিল্লিতে কোরানার সংক্রমণের হার বেড়েছে । শেষ 24 ঘণ্টায় দেশে মোট কোরোনায় মৃতের 58 শতাংশ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে । এগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক ও দিল্লি ।

COVID 19
শেষ 24 ঘণ্টায় দেশে মোট কোরোনায় মৃতের 58 শতাংশের রাজ্যভিত্তিক হিসাব

দেশে বর্তমানে মোট কোরোনা আক্রান্তের 78 শতাংশ রয়েছে দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে । দেশে বর্তমানে কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার 90.62 শতাংশ । কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব আজ জানিয়েছেন, "দেশে সুস্থতার হার দিন দিন বাড়ছে এবং এটি একটি ভালো লক্ষণ ।"

আরও পড়ুন : তিনমাসের মধ্যে সবচেয়ে কম , দেশে দৈনিক সংক্রমণ নামল 36 হাজারে

পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে উদ্বেগপ্রকাশ করলেও স্বস্তির কথাও শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের গলায় । কোরোনায় দৈনিক মৃত্যুর গড় গত পাঁচ সপ্তাহ ধরে কমছে বলে জানিয়েছেন রাজেশ ভূষণ ।

এদিকে কোরোনা মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । দেশের সমস্ত কনটেনমেন্ট জ়োনে 30 নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানানো হয়েছে ।

দিল্লি, 27 অক্টোবর : সবে দুর্গাপুজো শেষ হয়েছে । হাইকোর্টের নির্দেশিকা ও প্রশাসনের কড়াকড়ি থাকার পরও একাধিক জায়গায় ভিড় করে পুজো দেখার ছবি নজরে এসেছে । এরই মাঝে বেড়েছে রাজ্যের দৈনিক কোরোনা সংক্রমণ । দৈনিক সংক্রমণ প্রতিদিনই চার হাজারের উপর রয়েছে । দু'দিন অন্তর সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হচ্ছে, ভাঙছে, আবার তৈরি হচ্ছে নতুন রেকর্ড । পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রকও ।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, কর্নাটক ও দিল্লিতে কোরানার সংক্রমণের হার বেড়েছে । শেষ 24 ঘণ্টায় দেশে মোট কোরোনায় মৃতের 58 শতাংশ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে । এগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক ও দিল্লি ।

COVID 19
শেষ 24 ঘণ্টায় দেশে মোট কোরোনায় মৃতের 58 শতাংশের রাজ্যভিত্তিক হিসাব

দেশে বর্তমানে মোট কোরোনা আক্রান্তের 78 শতাংশ রয়েছে দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে । দেশে বর্তমানে কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার 90.62 শতাংশ । কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব আজ জানিয়েছেন, "দেশে সুস্থতার হার দিন দিন বাড়ছে এবং এটি একটি ভালো লক্ষণ ।"

আরও পড়ুন : তিনমাসের মধ্যে সবচেয়ে কম , দেশে দৈনিক সংক্রমণ নামল 36 হাজারে

পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে উদ্বেগপ্রকাশ করলেও স্বস্তির কথাও শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের গলায় । কোরোনায় দৈনিক মৃত্যুর গড় গত পাঁচ সপ্তাহ ধরে কমছে বলে জানিয়েছেন রাজেশ ভূষণ ।

এদিকে কোরোনা মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । দেশের সমস্ত কনটেনমেন্ট জ়োনে 30 নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.