ETV Bharat / bharat

VC-কে সমর্থন, চেয়ারম্যানকে সাসপেন্ড করল দিল্লি বিশ্ববিদ্যালয় - VC-র পর চেয়ারম্যান রাজীব নয়নকে সাসপেন্ড

রাজীব নয়ন দয়াল সিং কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন ৷ তাঁকে সাসপেন্ডের নোটিস দেন জয়েন্ট রেজিস্টার এস কে ডোগরা ৷ বিতর্ক তৈরি হওয়ার পর সোশাল মিডিয়ায় যোগেশ ত্যাগীর সমর্থনে একটি বার্তা পোস্ট করেন রাজীব নয়ন ৷

VC-র পর চেয়ারম্যানকে সাসপেন্ড করল DU
VC-র পর চেয়ারম্যানকে সাসপেন্ড করল DU
author img

By

Published : Oct 29, 2020, 7:18 PM IST

দিল্লি, 29 অক্টোবর : উপাচার্য যোগেশ ত্যাগীর পর এবার সাসপেন্ড করা হল দিল্লির দয়াল সিং কলেজের চেয়ারম্যান রাজীর নয়নকে ৷ উপাচার্য যোগেশ ত্যাগীর সমর্থনে মুখ খুলেছিলেন রাজীব নয়ন ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নির্দেশে ত্যাগীকে সাসপেন্ড করা হয় ৷ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ত্রুটি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ আছে ৷

রাজীব নয়ন দয়াল সিং কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন ৷ তাঁকে সাসপেন্ডের নোটিস দেন জয়েন্ট রেজিস্টার এস কে ডোগরা ৷ বিতর্ক তৈরি হওয়ার পর সোশাল মিডিয়ায় যোগেশ ত্যাগীর সমর্থনে একটি বার্তা পোস্ট করেন রাজীব নয়ন ৷ যোগেশ ত্যাগীর ভূয়সি প্রশংসা করেন রাজীববাবু ৷ বিযয়টি ভালো চোখে নেয়নি কলেজ কর্তৃপক্ষ ৷ তারপরই তাঁকে সাসপেন্ডের নোটিস দেওয়া হয় ৷

ত্যাগী সম্ভবত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথম VC যিনি বরখাস্ত হলেন ৷ আধিকারিকরা বলছেন এই ধরনের ঘটনা শেষ তিন দশকে হয়নি ৷

সাসপেন্ড নোটিস
সাসপেন্ড নোটিস

এক সরকারি আধিকারিক জানান, তদন্তে স্বচ্ছতা আনতে ত্যাগীকে সাসপেন্ড করেন রাষ্ট্রপতি ৷ কারণ তিনি রেকর্ডের তথ্য নষ্ট করতে পারেন বা সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করতে পারেন ৷

ত্যাগীর বিরুদ্ধে যে অভিযোগ গুলি উঠেছে তা হল, শূন্য পদে নিয়োগ না করা, যৌন হয়রানির মামলাগুলির নিরসনে বিলম্ব, ad-hoc ইশুকে ভুলপথে পরিচালিত করা যা পরে বড় আন্দোলনে পরিবর্তিত হয় ৷ এছাড়া ইনস্টিটিউশন অব এমিনিয়েন্স বাস্তবায়নের জন্য বিশদ পরিকল্পনা জমা না দেওয়ারও অভিযোগ ওঠে ত্যাগীর বিরুদ্ধে ৷

দিল্লি, 29 অক্টোবর : উপাচার্য যোগেশ ত্যাগীর পর এবার সাসপেন্ড করা হল দিল্লির দয়াল সিং কলেজের চেয়ারম্যান রাজীর নয়নকে ৷ উপাচার্য যোগেশ ত্যাগীর সমর্থনে মুখ খুলেছিলেন রাজীব নয়ন ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নির্দেশে ত্যাগীকে সাসপেন্ড করা হয় ৷ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ত্রুটি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ আছে ৷

রাজীব নয়ন দয়াল সিং কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন ৷ তাঁকে সাসপেন্ডের নোটিস দেন জয়েন্ট রেজিস্টার এস কে ডোগরা ৷ বিতর্ক তৈরি হওয়ার পর সোশাল মিডিয়ায় যোগেশ ত্যাগীর সমর্থনে একটি বার্তা পোস্ট করেন রাজীব নয়ন ৷ যোগেশ ত্যাগীর ভূয়সি প্রশংসা করেন রাজীববাবু ৷ বিযয়টি ভালো চোখে নেয়নি কলেজ কর্তৃপক্ষ ৷ তারপরই তাঁকে সাসপেন্ডের নোটিস দেওয়া হয় ৷

ত্যাগী সম্ভবত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথম VC যিনি বরখাস্ত হলেন ৷ আধিকারিকরা বলছেন এই ধরনের ঘটনা শেষ তিন দশকে হয়নি ৷

সাসপেন্ড নোটিস
সাসপেন্ড নোটিস

এক সরকারি আধিকারিক জানান, তদন্তে স্বচ্ছতা আনতে ত্যাগীকে সাসপেন্ড করেন রাষ্ট্রপতি ৷ কারণ তিনি রেকর্ডের তথ্য নষ্ট করতে পারেন বা সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করতে পারেন ৷

ত্যাগীর বিরুদ্ধে যে অভিযোগ গুলি উঠেছে তা হল, শূন্য পদে নিয়োগ না করা, যৌন হয়রানির মামলাগুলির নিরসনে বিলম্ব, ad-hoc ইশুকে ভুলপথে পরিচালিত করা যা পরে বড় আন্দোলনে পরিবর্তিত হয় ৷ এছাড়া ইনস্টিটিউশন অব এমিনিয়েন্স বাস্তবায়নের জন্য বিশদ পরিকল্পনা জমা না দেওয়ারও অভিযোগ ওঠে ত্যাগীর বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.