ETV Bharat / bharat

রাজধর্ম শেখাতে আসবেন না, সোনিয়াকে আক্রমণ আইনমন্ত্রীর - Shaheenbagh

দিল্লির হিংসায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 43 ছুঁয়েছে । এই প্রসঙ্গে সোনিয়া গান্ধির মন্তব্যের প্রেক্ষিতে রবিশংকর প্রসাদ বললেন, "আমাদের রাজপাঠ শেখাতে আসবেন না ।"

Delhi Voilence
ছবি
author img

By

Published : Feb 28, 2020, 5:48 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি : দিল্লিতে CAA বিরোধী বিক্ষোভকে ঘিরে মৃতের সংখ্যা এখনও বেড়ে চলছে । এখনও পর্যন্ত মোট 43 জন প্রাণ হারিয়েছেন বিক্ষোভে ৷ এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধির মন্তব্যের পালটা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ বললেন, "যাঁর নিজের দলের ভূমিকা নিয়েই একাধিক প্রশ্নচিহ্ন থেকে যায়, তার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় ৷"

বিদ্বেষমূলক মন্তব্য ও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে FIR দায়েরের যে আবেদন হয়েছিল, সেই পিটিশনের প্রেক্ষিতে আজই কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নির্দেশিকা দিয়েছে হাই কোর্ট ৷ আগামী 30 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

কংগ্রেসের তরফে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক স্মারকলিপিতে বলা হয়েছে, "রাষ্ট্রপতিজি, সংবিধান অনুযায়ী আপনার হাতেই দেশের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে ৷ সরকার ঠিক পথে চলছে কি না, সরকারের সাংবিধানিক দায়িত্ব ঠিকভাবে পালিত হচ্ছে কি না, সরকার রাজধর্ম পালন করছে কি না, এইসব কিছুর দিকেই নজর রাখা আপনার দায়িত্ব ৷" এর প্রেক্ষিতেই এবার মুখ খুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷

এই পরিস্থিতিতে BJP-র অভিজ্ঞ নেতা রবিশংকর প্রসাদ বলেন, "শ্রীমতি সোনিয়া গান্ধি, দয়া করে আমাদের রাজধর্ম শেখাতে আসবেন না ৷ আপনাদের নিজেদের রেকর্ডও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ভরতি ৷ আপনারা নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এসব করেছেন ৷" একইসঙ্গে দিল্লির BJP নেতা কপিল মিশ্রের প্ররোচনাদায়ী মন্তব্যেও সাফাই দেন তিনি ৷ বলেন, "এই ধরনের মন্তব্য কোনওভাবেই দল সমর্থন করে না ৷"

প্রসঙ্গত, রবিবার থেকে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষ চলছে । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 83 । যারা এই হিংসায় মদত দিয়েছে বা যারা হিংসাত্মক ঘটনায় জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে FIR করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল । সেই আবেদনের শুনানির সময় BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বর্মা এবং প্রবেশ বর্মার বক্তব্যের ভিডিয়ো আদালতে দেখানো হয়েছিল ।

বিচারপতি এস মুরলিধরের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল । দিল্লি পুলিশের উদ্দেশে তিনি বলেছিলেন, "সরকারি সম্পত্তির ক্ষতি করার জন্য FIR করার ক্ষেত্রে আপনারা তৎপরতা দেখিয়েছিলেন । কিন্তু এই বক্তব্যগুলির জন্য আপনারা কেন FIR দায়ের করেননি? অপরাধের উপস্থিতি স্বীকার করতে চাইছেন না? এই মুহূর্তে FIR দায়ের করুন । " এরপরই বিচারপতি এস মুরলিধরের বদলির খবর আসে ।

দিল্লি, 28 ফেব্রুয়ারি : দিল্লিতে CAA বিরোধী বিক্ষোভকে ঘিরে মৃতের সংখ্যা এখনও বেড়ে চলছে । এখনও পর্যন্ত মোট 43 জন প্রাণ হারিয়েছেন বিক্ষোভে ৷ এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধির মন্তব্যের পালটা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ বললেন, "যাঁর নিজের দলের ভূমিকা নিয়েই একাধিক প্রশ্নচিহ্ন থেকে যায়, তার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় ৷"

বিদ্বেষমূলক মন্তব্য ও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে FIR দায়েরের যে আবেদন হয়েছিল, সেই পিটিশনের প্রেক্ষিতে আজই কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নির্দেশিকা দিয়েছে হাই কোর্ট ৷ আগামী 30 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

কংগ্রেসের তরফে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক স্মারকলিপিতে বলা হয়েছে, "রাষ্ট্রপতিজি, সংবিধান অনুযায়ী আপনার হাতেই দেশের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে ৷ সরকার ঠিক পথে চলছে কি না, সরকারের সাংবিধানিক দায়িত্ব ঠিকভাবে পালিত হচ্ছে কি না, সরকার রাজধর্ম পালন করছে কি না, এইসব কিছুর দিকেই নজর রাখা আপনার দায়িত্ব ৷" এর প্রেক্ষিতেই এবার মুখ খুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷

এই পরিস্থিতিতে BJP-র অভিজ্ঞ নেতা রবিশংকর প্রসাদ বলেন, "শ্রীমতি সোনিয়া গান্ধি, দয়া করে আমাদের রাজধর্ম শেখাতে আসবেন না ৷ আপনাদের নিজেদের রেকর্ডও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ভরতি ৷ আপনারা নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এসব করেছেন ৷" একইসঙ্গে দিল্লির BJP নেতা কপিল মিশ্রের প্ররোচনাদায়ী মন্তব্যেও সাফাই দেন তিনি ৷ বলেন, "এই ধরনের মন্তব্য কোনওভাবেই দল সমর্থন করে না ৷"

প্রসঙ্গত, রবিবার থেকে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় সংঘর্ষ চলছে । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 83 । যারা এই হিংসায় মদত দিয়েছে বা যারা হিংসাত্মক ঘটনায় জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে FIR করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়েছিল । সেই আবেদনের শুনানির সময় BJP নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বর্মা এবং প্রবেশ বর্মার বক্তব্যের ভিডিয়ো আদালতে দেখানো হয়েছিল ।

বিচারপতি এস মুরলিধরের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল । দিল্লি পুলিশের উদ্দেশে তিনি বলেছিলেন, "সরকারি সম্পত্তির ক্ষতি করার জন্য FIR করার ক্ষেত্রে আপনারা তৎপরতা দেখিয়েছিলেন । কিন্তু এই বক্তব্যগুলির জন্য আপনারা কেন FIR দায়ের করেননি? অপরাধের উপস্থিতি স্বীকার করতে চাইছেন না? এই মুহূর্তে FIR দায়ের করুন । " এরপরই বিচারপতি এস মুরলিধরের বদলির খবর আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.