ETV Bharat / bharat

ক্ষতিপূরণের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর সামনে পঙ্গপাল ভরতি বস্তা রাখলেন কৃষক

মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের এক বছর পূর্তিতে রাজস্থানের যোদপুরে BJP-র অভিযানে গিয়ে হতবাক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ভাষণ চলাকালীন মন্ত্রীর সামনে ক্ষতিপূরণের দাবিতে পঙ্গপাল ভরতি বস্তা নিয়ে হাজির হন এক কৃষক। এরপর পঙ্গপালের হানায় কৃষকদের দুর্দশার কথা শুনে ক্ষতিপূরণের আশ্বাস দেন মন্ত্রী।

রাজস্থানে পঙ্গপাল হানা
কেন্দ্রীয় মন্ত্রীর সামনে পঙ্গপাল ভরতি বস্তা রাখল কৃষক
author img

By

Published : Jun 9, 2020, 1:40 PM IST

যোদপুরন, 7 জুন : বারবার পঙ্গপালের হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। তাই এবার রাজস্থানের যোদপুরে ক্ষতিপূরণের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে পঙ্গপাল ভরতি বস্তা নিয়ে হাজির হলেন এক কৃ্ষক। উল্লেখ্য, সোমবার যোদপুরের নৌসার গ্রামে BJP-র ‘বুথ সম্পর্ক অভিযানে’ যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত। মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম এক বছরের কাজের সাফল্য তুলে ধরতে দেশজুড়ে এই অভিযান চালাচ্ছে BJP।

সোমবার সেই সভায় ভাষণ চলাকালীন, সহিরাম পুনিয়া নামে এক কৃষক আচমকাই একটি বস্তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে হাজির হন। এরপর মন্ত্রী ওই বস্তার ভিতরে কী আছে জানতে চাইলে, কৃষকটি বস্তাটি খুলতে শুরু করেন। সেই সময় তাঁকে বাধা দেয় গ্রামবাসীরা । এরপর গ্রামবাসীরা জানান, ওই বস্তায় পঙ্গপাল ভরা হয়েছে। এরপর গ্রামবাসীরা মন্ত্রীকে বলেন, রবিবার থেকে গ্রামে পঙ্গপালের হানায় তাঁদের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর মন্ত্রী গ্রামবাসীদের সঙ্গে তাঁদের খেত দেখতে যান।

খেত পরিদর্শনের পর স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে বলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এরপর কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত দিয়ে বলেন, গত এক বছরে পঙ্গপালের হানায় সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সব রকমভাবে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।

যোদপুরন, 7 জুন : বারবার পঙ্গপালের হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। তাই এবার রাজস্থানের যোদপুরে ক্ষতিপূরণের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে পঙ্গপাল ভরতি বস্তা নিয়ে হাজির হলেন এক কৃ্ষক। উল্লেখ্য, সোমবার যোদপুরের নৌসার গ্রামে BJP-র ‘বুথ সম্পর্ক অভিযানে’ যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত। মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম এক বছরের কাজের সাফল্য তুলে ধরতে দেশজুড়ে এই অভিযান চালাচ্ছে BJP।

সোমবার সেই সভায় ভাষণ চলাকালীন, সহিরাম পুনিয়া নামে এক কৃষক আচমকাই একটি বস্তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে হাজির হন। এরপর মন্ত্রী ওই বস্তার ভিতরে কী আছে জানতে চাইলে, কৃষকটি বস্তাটি খুলতে শুরু করেন। সেই সময় তাঁকে বাধা দেয় গ্রামবাসীরা । এরপর গ্রামবাসীরা জানান, ওই বস্তায় পঙ্গপাল ভরা হয়েছে। এরপর গ্রামবাসীরা মন্ত্রীকে বলেন, রবিবার থেকে গ্রামে পঙ্গপালের হানায় তাঁদের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর মন্ত্রী গ্রামবাসীদের সঙ্গে তাঁদের খেত দেখতে যান।

খেত পরিদর্শনের পর স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিতে বলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এরপর কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত দিয়ে বলেন, গত এক বছরে পঙ্গপালের হানায় সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সব রকমভাবে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.