ভোপাল , 25 জুলাই : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় টুইট করলেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী । আজ কোরোনা ভাইরাসে আক্রান্ত হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । এরপরই তাঁর দ্রুত সুস্থ কামনায় টুইট করেন দিগ্বিজয় সিং ও কমল নাথ ।
কমল নাথ নিজের টুইটারে লেখেন , “ জানতে পারলাম মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অসুস্থ ।ভগবানের কাছে কামনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন । ” এরপর দিগ্বিজয় সিংও একটি টুইট করে শিবরাজ সিং চৌহানের সুস্থ কামনা করেন । সঙ্গে বলেন, তার সামাজিক দূরত্ব মেনে চলা উচিত ছিল । দিগ্বিজয় সিং নিজের টুইটারে লেখেন, শিবরাজজি জানতে পারলাম আপনার কোরোনা হয়েছে । ভগবান আপনাকে তাড়াতাড়ি সারিয়ে তুলুক । আপনার সামাজিক দূরত্ব মানা উচিত ছিল যা আপনি একদমই মানেননি । ভোপাল পুলিশ আমার বিরুদ্ধে FIR দায়ের করেছে, যা আপনার বিরুদ্ধে করা উচিত ছিল । দয়া করে সুস্থ থাকবেন । "
আজ সকালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান , তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত ।তিনি নিজে একটি টুইটে লেখেন , " আমার কোরোনা ভাইরাসের উপসর্গ ছিল । আমার পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ এসেছে । আমি আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ করি যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা তাদের কোরোনা পরীক্ষা করিয়ে নেবেন । যারা আমার কাছের লোক ও সংস্পর্শে এসেছেন তারা কোয়ারানটিনে থাকবেন । তিনি আরও বলেন, তিনি চিকিৎসকের পরামর্শ মতো কোরোনা ভাইরাসের সমস্ত গাইডলাইন ও কোয়ারানটিন মেনে চলছেন । এছাড়াও তিনি রাজ্যের সমস্ত মানুষকে সাবধানে থাকতে অনুরোধ করেন । এরপর তিনি বেশ কয়েকটি টুইট করেন ।
তিনি লেখেন, “ আমি চেষ্টা করেছিলাম কোরোনা ভাইরাসের থেকে দূরে থাকতে । কিন্তু বিভিন্ন কাজের জন্য আমাকে মানুষের সঙ্গে দেখা করতেই হয়েছে । ” মার্চ মাসের 25 তারিখ থেকে তিনি প্রতি সন্ধ্যায় রাজ্যের কোরোনা ভাইরাস পরিস্থিতি খতিয়ে দেখতেন । তিনি বলেন, বর্তমানে আমি চেষ্টা করব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখার ।