ETV Bharat / bharat

প্যানডেমিকের ধাক্কা সত্ত্বেও এবছর ডিজিটাল ট্রান্সফর্মেশনে উন্নতি ঘটবে - ডিজিটাল ট্রান্সফর্মেশন

চলতি বছরে উদীয়মান প্রযুক্তগুলির ক্রমবর্ধমান গুরুত্ব এবং 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলারের দিকে নজর রেখে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেকনোলজি ও সার্ভিসে 10.4 শতাংশ উন্নতির অনুমান করা হচ্ছে ।

প্যানডেমিকের ধাক্কা সত্ত্বেও এবছর ডিজিটাল ট্রান্সফর্মেশনে উন্নতি ঘটবে
প্যানডেমিকের ধাক্কা সত্ত্বেও এবছর ডিজিটাল ট্রান্সফর্মেশনে উন্নতি ঘটবে
author img

By

Published : May 24, 2020, 9:18 PM IST

কলকাতা, 24 মে: COVID-19 প্যানডেমিকের ধাক্কা সত্ত্বেও 2020 সালে ডিজিটাল ট্রান্সফর্মেশনে উন্নতি ঘটবে । ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা IDC-র দেওয়া নতুন তথ্য অনুসারে, চলতি বছরে ডিজিটাল ট্রান্সফর্মেশনের ব্যবসা, প্রোডাক্ট এবং সংস্থাগুলির উপর ব্যায় অব্যাহত থাকবে ।

চলতি বছরে উদীয়মান প্রযুক্তগুলির ক্রমবর্ধমান গুরুত্ব এবং 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলারের দিকে নজর রেখে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেকনোলজি ও সার্ভিসে 10.4 শতাংশ উন্নতির অনুমান করা হচ্ছে । IDC-র স্পেন্ডিং গাইডে 278টি ডিজিটাল ট্রান্সফর্মেশনের মধ্যে মাত্র 9টির এবছর ব্যায় হ্রাস পাবে । ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের সিনিয়র রিসার্চ ম্যানেজার ক্রেগ সিম্পসন বলেছেন, "COVID-19-এর কারণে তথ্য প্রযুক্তিতে বিনিয়োগের পদ্ধতিতে সরাসরি নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে ধাক্কা দিয়েছে । যদিও ডিজিটাল ট্রান্সফর্মেশন টেকনোলজিতে বিনিয়োগ এখনও বাধাপ্রাপ্ত হয়নি । তবে এখনও পর্যন্ত এতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে । কারণ বিশাল সংখ্যায় DX প্রজেক্টের যে কাজ চলছিল তা পরিকল্পিত অবস্থায় পড়ে রয়েছে ।"

প্রযুক্তি রূপান্তরে উন্নতি নিয়ে কোরোনার প্রভাবের আগে IDC-র ঘোষণার সঙ্গে তুলনা করলে দেখা যায়, ডিজিটাল ট্রান্সফর্মেশনে ব্যয়ের পাঁচ বছরের উন্নতির হার দুই শতাংশেরও কম হ্রাস পেয়েছে ।

কলকাতা, 24 মে: COVID-19 প্যানডেমিকের ধাক্কা সত্ত্বেও 2020 সালে ডিজিটাল ট্রান্সফর্মেশনে উন্নতি ঘটবে । ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন বা IDC-র দেওয়া নতুন তথ্য অনুসারে, চলতি বছরে ডিজিটাল ট্রান্সফর্মেশনের ব্যবসা, প্রোডাক্ট এবং সংস্থাগুলির উপর ব্যায় অব্যাহত থাকবে ।

চলতি বছরে উদীয়মান প্রযুক্তগুলির ক্রমবর্ধমান গুরুত্ব এবং 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলারের দিকে নজর রেখে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেকনোলজি ও সার্ভিসে 10.4 শতাংশ উন্নতির অনুমান করা হচ্ছে । IDC-র স্পেন্ডিং গাইডে 278টি ডিজিটাল ট্রান্সফর্মেশনের মধ্যে মাত্র 9টির এবছর ব্যায় হ্রাস পাবে । ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের সিনিয়র রিসার্চ ম্যানেজার ক্রেগ সিম্পসন বলেছেন, "COVID-19-এর কারণে তথ্য প্রযুক্তিতে বিনিয়োগের পদ্ধতিতে সরাসরি নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে ধাক্কা দিয়েছে । যদিও ডিজিটাল ট্রান্সফর্মেশন টেকনোলজিতে বিনিয়োগ এখনও বাধাপ্রাপ্ত হয়নি । তবে এখনও পর্যন্ত এতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে । কারণ বিশাল সংখ্যায় DX প্রজেক্টের যে কাজ চলছিল তা পরিকল্পিত অবস্থায় পড়ে রয়েছে ।"

প্রযুক্তি রূপান্তরে উন্নতি নিয়ে কোরোনার প্রভাবের আগে IDC-র ঘোষণার সঙ্গে তুলনা করলে দেখা যায়, ডিজিটাল ট্রান্সফর্মেশনে ব্যয়ের পাঁচ বছরের উন্নতির হার দুই শতাংশেরও কম হ্রাস পেয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.