হাথরস, 4 অক্টোবর : হাথরসের ঘটনায় যোগীর সরকারের উপর বিরোধীদের চাপ ক্রমেই বাড়ছিল । বাড়তে থাকা চাপের মুখে গতকালই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে CBI -এর হাতে তদন্তভার তুলে দেওয়ার সুপারিশ করেন যোগী আদিত্যনাথ । এরপর আজ সকাল হতে না হতেই নতুন মোড় । নির্যাতিতার বাড়ির খুব কাছে ভিড় জমতে থাকে । তথাকথিত উঁচু জাতের মানুষদের ভিড় । BJP নেতা রাজবীর সিং পালোয়ানের সভা হয় । দাবি, হাথরসের ঘটনায় অভিযুক্তদের প্রতি ন্যায়বিচার করতে হবে ।
প্রসঙ্গত, পুলিশের তরফে এর আগেই দাবি করা হয়েছিল, ফরেন্সিক রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি । পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে তদন্তে গাফিলতির । এরই মধ্যে আজ সকালে প্রায় পাঁচশো মানুষ ভিড় জমান BJP নেতা রাজবীর সিং পালোয়ানের বাড়িতে । এখনও পর্যন্ত ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ভিড়ের মধ্যে ছিলেন এক অভিযুক্তের পরিবারের সদস্যরাও । ভিড়ের মধ্যে থেকে আওয়াজ ওঠে, অভিযুক্তদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । অভিযুক্তরা যাতে সঠিক বিচার পায়, সেই দাবিও তোলা হয় ভিড় থেকে ।
আরও পড়ুন : SP-সহ সাসপেন্ড 5 পুলিশ আধিকারিক, মেয়েদের নিরাপত্তার প্রতিশ্রুতি যোগীর
তবে জয়েন্ট ম্যাজিস্ট্রেট প্রেমপ্রকাশ মীনা জানিয়েছেন, তিনি এই সভার বিষয়ে অবগত ছিলেন না । নির্যাতিতার পরিবারের উপর কোনওরকম চাপ দেওয়া হয়নি । রাজনৈতিক নেতারা চাইলে সর্বোচ্চ পাঁচ প্রতিনিধি দল নিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন ।"
এদিকে সভার আয়োজকদের একাংশ জানিয়েছেন, "পুলিশকে সভার বিষয়ে জানানো হয়েছিল । যুবতির পরিবারের বিরুদ্ধে FIR দায়ের করা উচিৎ । অভিযুক্তদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ।"
এর আগে শুক্রবারও উচ্চবর্ণের লোকেদের একটি জমায়েত হয়েছিল নির্যাতিতার বাড়ির খুব কাছে । যুবতির উপর যে নৃশংসতা চলেছে, তার জেরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যে কোনও ধরণের বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে । তবে, আজকের বৈঠকটি ছিল নেতার নিজস্ব বাসভবনে । সেক্ষেত্রে আক্ষরিক অর্থে আজকের বৈঠকের জন্য পুলিশি অনুমতির প্রয়োজন ছিল না ।