দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করল দিল্লি পুলিশ ৷ সোমবার রাত ১টা ৩০ মিনিট নাগাদ এই বৈঠক শুরু হয় ৷ দিল্লির ITO জংশনে পুলিশের সদর দপ্তরে বৈঠকটি হয় । বৈঠকে পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন দিল্লি পুলিশের মুখপাত্র এম এস রনধওয়া ৷
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে রড ও পাথর নিয়ে হামলা চালায় । সেই ঘটনায় কমপক্ষে 20 জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক জখম হয়েছেন ৷ আক্রান্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ ৷ রাতে বৈঠকে পুলিশের কাছে হামলায় জড়িত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানায় পড়ুয়ারা । দুষ্কৃতীদের হামলায় জখম পড়ুয়াদের উপযুক্ত চিকিৎসার দাবিও করা হয় । জখম পড়ুয়ারা AIIMS - এর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন । বৈঠকের পর ছাত্র-ছাত্রীদের এক প্রতিনিধি দলকে সেখানে যাওয়ার অনুমতি দেয় পুলিশ ৷
রাতে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব) দেবেন্দ্র আর্য জানান, ক্যাম্পাসে পরিস্থিতি এখন স্বাভাবিক ও শান্তিপূর্ণ । পুলিশ ফ্ল্যাগমার্চ করছে । ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও হস্টেলগুলির সুরক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । নতুন করে কোনও হিংসার খবর নেই । "