দিল্লি, 27 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্রাক্টর র্যালিতে হিংসার ঘটনায় মোট 22টি এফআইআর দাখিল করেছে দিল্লি পুলিশ ৷ বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা ৷
এফআইআরগুলি দাখিল করা হয়েছে অশান্তি, সরকারি সম্পত্তির ক্ষতি ও অস্ত্র নিয়ে সরকারি কর্মচারীদের উপর আক্রমণের অভিযোগে ৷ অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ সেইদিনের ভিডিয়ো ফুটেজ ভালো করে খতিয়ে দেখছে বলে আজ জানান দিল্লি পুলিশের আধিকারিকরা ৷
দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ সম্মতিতে হওয়া ট্র্যাক্টর র্যালি গিরে হিংসার ঘটনায় মোট 86 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ 6 থেকে 7 হাজার ট্রাক্টর নিয়ে কৃষকরা 26 তারিখ সকাল সাড়ে আটটা নাগাদ র্যালি করে ৷ আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তাদের সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগর পৌঁছে ডান দিকে যাওয়ার কথা ছিল ৷ যদিও বিক্ষোভকারীরা ঘোড় সওয়ার হয়ে হাতে তলোয়ার ও অন্য অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে ও মুকরবা চক ও ট্রান্সপোর্ট নগরের মধ্যে পুলিশের অনেকগুলি ব্যারিকেড ভাঙে ৷ বিবৃতিতে একথা জানায় দিল্লি পুলিশ ৷
আরও পড়ুন :- কতটা নিরাপদ রাজধানী ? প্রশ্ন তুলে দিল কৃষক বিদ্রোহ
এক সিনিয়র পুলিশ অফিসার বলেন, ‘‘ আইটিওতে কৃষকদের একটি গ্রুপ, যারা গাজিপুর ও সিঙ্ঘু বর্ডার থেকে এসেছিল, তারা নতুন দিল্লি জেলার দিকে অগ্রসর করতে চাইছিল ৷ যখন তাদের থামানো হয়, তখন একদল কৃষক হিংসাত্মক হয়ে ওঠে, একাধিক ব্যারিকেড ভাঙে ৷ এছাড়া ট্রাক্টর দিয়ে পুলিশকর্মীদের পিষ্ট করার চেষ্টাও করে ৷’’
এরপর তারা লাল কেল্লায় জড়ো হয়ে কৃষক ইউনিয়নের একাধিক পতাকা উত্তোলন করে ৷ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ইঁদুর দৌড় চলতেই থাকে ৷ বেশিরভাগ ঘটনা মুকরবা চক, গাজিপুর, এ-পয়েন্ট আইটিও, সীমাপুরি, নাঙ্গোলই টি-পয়েন্ট, টিকরি বর্ডার ও লাল কেল্লা এলাকায় রিপোর্ট করা হয়েছে ৷
বেশ কয়েকজন শিশু সহ 300-র কাছাকাছি শিল্পী, যারা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন, তাঁরা লাল কেল্লার কাছে আটকে পড়েন ৷ পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ৷ তিনটি কৃষি আইন বাতিলের প্রতিবাদে 26 নভেম্বর থেকে দিল্লির বর্ডারের বিভিন্ন অংশে আন্দোলন করছে কৃষকরা ৷