ETV Bharat / bharat

পঙ্গপাল হানা রুখতে নির্দেশিকা জারি দিল্লিতে - পঙ্গপাল সতর্কতায় নির্দেশিকা জারি করল দিল্লি সরকার

পঙ্গপাল প্রথম হানা দেয় রাজস্থানে ৷ এরপর তা ধীরে ধীরে আরও চারটি রাজ্যে ছড়িয়ে পড়ে ৷ এবার দিল্লিতেও হানা দিতে পারে । তাই আগেভাগেই সতর্ক সেখানকার প্রশাসন ।

Delhi issues advisory to tackle locust threat as capital braces for attack
পঙ্গপাল সতর্কতায় নির্দেশিকা জারি করল দিল্লি সরকার
author img

By

Published : May 28, 2020, 8:43 PM IST

দিল্লি, 28 মে : একের পর এক রাজ্যে ঢুকে পড়েছে পঙ্গপালের দল । এবার ঢুকে পড়তে পারে দিল্লিতেও । তাই আগে থেকেই নির্দেশিকা জারি করল সেখানকার প্রশাসন ৷ কীভাবে এই পঙ্গপালদের আটকানো যাবে, তার জন্য কী করণীয়, কী নয় তা বলা হয়েছে নির্দেশিকায় ।

নির্দেশিকায় বলা হয়েছে, এর আক্রমণের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে ৷ দিল্লির পুলিশ কমিশনার বলেন, স্থানীয় কর্তৃপক্ষকে রাতেই প্রয়োজনীয় জীবাণুনাশক ছড়ানোর কাজ করতে হবে ৷ এই নিয়ে আজ নিজের বাসভবনে বৈঠক করবেন দিল্লির শ্রমমন্ত্রী গোপাল রাই ৷

এই পঙ্গপাল প্রথম হানা দেয় রাজস্থানে ৷ এরপর তা ধীরে ধীরে আরও চারটি রাজ্যে ছড়িয়ে পড়ে ৷ পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ৷ জানা গেছে, এই পঙ্গপালের দলগুলি পূর্ণাঙ্গ নয় ৷ এরা একদিনে অনেক দূর যেতে পারে ৷ একারণে তাদের গতিপথ নির্ণয় করা শক্ত ৷

কৃষিজমি নষ্ট করতে পারে এই পঙ্গপালের দল ৷ সেকারণে রাজ্যগুলিকেও সহায়তার জন্য বলেছে কেন্দ্র । বুধবার কৃষিমন্ত্রকের তরফে বলা হয়, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে পঙ্গপাল নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়েছে । মহারাষ্ট্রের কৃষি দপ্তর বিদর্ভের 11টি জেলাসহ আরও চারটি জেলায় সতর্কতা জারি করেছে ৷

দিল্লি, 28 মে : একের পর এক রাজ্যে ঢুকে পড়েছে পঙ্গপালের দল । এবার ঢুকে পড়তে পারে দিল্লিতেও । তাই আগে থেকেই নির্দেশিকা জারি করল সেখানকার প্রশাসন ৷ কীভাবে এই পঙ্গপালদের আটকানো যাবে, তার জন্য কী করণীয়, কী নয় তা বলা হয়েছে নির্দেশিকায় ।

নির্দেশিকায় বলা হয়েছে, এর আক্রমণের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে ৷ দিল্লির পুলিশ কমিশনার বলেন, স্থানীয় কর্তৃপক্ষকে রাতেই প্রয়োজনীয় জীবাণুনাশক ছড়ানোর কাজ করতে হবে ৷ এই নিয়ে আজ নিজের বাসভবনে বৈঠক করবেন দিল্লির শ্রমমন্ত্রী গোপাল রাই ৷

এই পঙ্গপাল প্রথম হানা দেয় রাজস্থানে ৷ এরপর তা ধীরে ধীরে আরও চারটি রাজ্যে ছড়িয়ে পড়ে ৷ পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ৷ জানা গেছে, এই পঙ্গপালের দলগুলি পূর্ণাঙ্গ নয় ৷ এরা একদিনে অনেক দূর যেতে পারে ৷ একারণে তাদের গতিপথ নির্ণয় করা শক্ত ৷

কৃষিজমি নষ্ট করতে পারে এই পঙ্গপালের দল ৷ সেকারণে রাজ্যগুলিকেও সহায়তার জন্য বলেছে কেন্দ্র । বুধবার কৃষিমন্ত্রকের তরফে বলা হয়, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে পঙ্গপাল নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়েছে । মহারাষ্ট্রের কৃষি দপ্তর বিদর্ভের 11টি জেলাসহ আরও চারটি জেলায় সতর্কতা জারি করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.