ETV Bharat / bharat

মাস্ক পরতে বলায় চিকিৎসককে নিগ্রহের অভিযোগ - দিল্লি হাসপাতাল

আক্রান্ত চিকিৎসক রাহুল জৈন বলেন, " ঘটনাটি শনিবার সকালে ঘটেছে । ওই রোগীর আত্মীয় মাস্ক না পরে ছিলেন । আমি তাঁকে মাস্ক পরে অপেক্ষা করতে বলি ।"

Delhi
Delhi
author img

By

Published : Sep 28, 2020, 6:45 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : চিকিৎসককে নিগ্রহের অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে । দিল্লির মহর্ষি বাল্মীকি হাসপাতালের ঘটনা । জানা গিয়েছে, চিকিৎসক রাহুল জৈন রোগীর পরিজনকে মাস্ক পরতে বলেন । এবং তাঁদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলেন । এরপরই ওই চিকিৎসককে নিগ্রহ করা হয় বলে অভিযোগ ।

এ প্রসঙ্গে রাহুল জৈন বলেন, "ঘটনাটি শনিবার সকালে ঘটেছে । সেই সময় আমি মাইনর অপারেশন থিয়েটারে ছিলাম । অনেক রোগীর মধ্যে এক মহিলা ছিলেন । তাঁর সঙ্গে যিনি ছিলেন, তিনি মাস্ক পরেননি । মহিলাকে অন্যদের আগে দেখবার জন্য জোর করতে থাকেন ওই ব্যক্তি । তিনি মাস্কও পরে ছিলেন না । আমি তাঁকে মাস্ক পরে অপেক্ষা করতে বলি । এরপরই ওই রোগীর আত্মীয় OT-এর ভেতরে ঢুকে আমার উপর চড়াও হন ।" পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন হাসপাতালের অন্য কর্মীরা । ওই চিকিৎসকের দাবি, " হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিতে এলে ওই মহিলা বলেন যে আমি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করছি । এমনকী পুলিশের সামনেই ওই রোগীর আত্মীয় আমাকে হুমকি দিতে থাকেন । " আক্রান্ত চিকিৎসক বলেন, ওই মহিলার অভিযোগ তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন ।

অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বলেন, "এই বিষয়ে মামলা দায়ের হয়েছে । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি । "

দিল্লি, 28 সেপ্টেম্বর : চিকিৎসককে নিগ্রহের অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে । দিল্লির মহর্ষি বাল্মীকি হাসপাতালের ঘটনা । জানা গিয়েছে, চিকিৎসক রাহুল জৈন রোগীর পরিজনকে মাস্ক পরতে বলেন । এবং তাঁদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলেন । এরপরই ওই চিকিৎসককে নিগ্রহ করা হয় বলে অভিযোগ ।

এ প্রসঙ্গে রাহুল জৈন বলেন, "ঘটনাটি শনিবার সকালে ঘটেছে । সেই সময় আমি মাইনর অপারেশন থিয়েটারে ছিলাম । অনেক রোগীর মধ্যে এক মহিলা ছিলেন । তাঁর সঙ্গে যিনি ছিলেন, তিনি মাস্ক পরেননি । মহিলাকে অন্যদের আগে দেখবার জন্য জোর করতে থাকেন ওই ব্যক্তি । তিনি মাস্কও পরে ছিলেন না । আমি তাঁকে মাস্ক পরে অপেক্ষা করতে বলি । এরপরই ওই রোগীর আত্মীয় OT-এর ভেতরে ঢুকে আমার উপর চড়াও হন ।" পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন হাসপাতালের অন্য কর্মীরা । ওই চিকিৎসকের দাবি, " হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিতে এলে ওই মহিলা বলেন যে আমি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করছি । এমনকী পুলিশের সামনেই ওই রোগীর আত্মীয় আমাকে হুমকি দিতে থাকেন । " আক্রান্ত চিকিৎসক বলেন, ওই মহিলার অভিযোগ তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন ।

অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বলেন, "এই বিষয়ে মামলা দায়ের হয়েছে । আমরা ঘটনার তদন্ত শুরু করেছি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.