দিল্লি, 18 জুন : কোরোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ৷ এর আগে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ দেখা যায়, তিনি কোরোনায় আক্রান্ত নন । কিন্তু, জ্বর না কমায় গতকাল ফের তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ সেই রিপোর্টে তাঁর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে ।
গতকাল নিজেই টুইট করে কোরোনা আক্রান্ত হওয়ার কথা জানান সত্যেন্দ্র জৈন ৷ টুইটে তিনি লেখেন, ‘‘আজ আমার COVID টেস্ট পজ়িটিভ এসেছে ৷’’
গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কোরোনা পরীক্ষা করা হয় ৷ তাঁর রিপোর্ট নগেটিভ আসে ৷ তাঁর জ্বর ও গলায় ব্যথা ছিল ৷
রবিবার সত্যেন্দ্র জৈন একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ৷ সেই বৈঠকে দেশের স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত ছিলেন ৷ পরদিন শ্বাসকষ্টের সমস্যা ও জ্বর থাকায় সত্যেন্দ্র জৈনকে দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি সাহপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ।