ETV Bharat / bharat

নির্ভয়াকাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তার আবেদন খারিজ - Delhi HC recalls order

2012 সালে নির্ভয়া গণধর্ষণের সময় সে নাবালক ছিল ৷ সেই কারণে তার বিচার জুভেনাইল কোর্টে অধীনে হওয়া উচিত ৷ এই মর্মে দিল্লি কোর্টে আবেদন করে নির্ভয়া কাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তা ৷ আবেদনটি খারিজ করে দিল আদালত ৷

image
দিল্লি হাইকোর্ট
author img

By

Published : Dec 19, 2019, 10:02 PM IST

দিল্লি, 19 ডিসেম্বর : অপরাধ করার সময় সে নাবালক ছিল ৷ তাই তার বিচার জুভেনাইল আদালতে হওয়া উচিত ৷ নির্ভয়াকাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তার এই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট ৷ একইসঙ্গে বারবার বলা সত্ত্বেও আদালতে গরহাজির থাকার জন্য তার আইনজীবীর 25 হাজার টাকা জরিমানা হল ৷

নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তা বুধবার দিল্লি হাইকোর্টে আবেদন করে যে অপরাধের সময় সে নাবালক ছিল ৷ সেইসময় পবন গুপ্তার আইনজীবী এ পি সিং কোর্টে বলেন, ঘটনার সময় তাঁর মক্কেল নাবালক ছিল ৷ তাই তার বিচার জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে হওয়া উচিত ৷ এবং এই বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য একমাসের সময় চান তিনি ৷ ওই আবেদনের শুনানি 24 জানুয়ারি পর্যন্ত স্থগিতের নির্দেশ দেয় আদালত ৷ এরপর শুনানি স্থগিত না করার জন্য আদালতের কাছে আবেদন করেন নির্ভয়ার মা ৷

তারপরই দিল্লি কোর্ট জানায়, আবেদনের শুনানি আজ (বৃহস্পতিবার) হবে ৷ আজ শুনানির পর আবেদনটি খারিজ করে দেয় আদালত ৷

দিল্লি, 19 ডিসেম্বর : অপরাধ করার সময় সে নাবালক ছিল ৷ তাই তার বিচার জুভেনাইল আদালতে হওয়া উচিত ৷ নির্ভয়াকাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তার এই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট ৷ একইসঙ্গে বারবার বলা সত্ত্বেও আদালতে গরহাজির থাকার জন্য তার আইনজীবীর 25 হাজার টাকা জরিমানা হল ৷

নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তা বুধবার দিল্লি হাইকোর্টে আবেদন করে যে অপরাধের সময় সে নাবালক ছিল ৷ সেইসময় পবন গুপ্তার আইনজীবী এ পি সিং কোর্টে বলেন, ঘটনার সময় তাঁর মক্কেল নাবালক ছিল ৷ তাই তার বিচার জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে হওয়া উচিত ৷ এবং এই বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য একমাসের সময় চান তিনি ৷ ওই আবেদনের শুনানি 24 জানুয়ারি পর্যন্ত স্থগিতের নির্দেশ দেয় আদালত ৷ এরপর শুনানি স্থগিত না করার জন্য আদালতের কাছে আবেদন করেন নির্ভয়ার মা ৷

তারপরই দিল্লি কোর্ট জানায়, আবেদনের শুনানি আজ (বৃহস্পতিবার) হবে ৷ আজ শুনানির পর আবেদনটি খারিজ করে দেয় আদালত ৷

Delhi, Dec 19 (ANI): Protesters gathered in Delhi's Red Fort area despite imposition of Section 144. Police started detaining protestors demonstrating against CAA, NRC. Police had denied permission for protest in the area citing law and order issues.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.