দিল্লি, 19 ডিসেম্বর : অপরাধ করার সময় সে নাবালক ছিল ৷ তাই তার বিচার জুভেনাইল আদালতে হওয়া উচিত ৷ নির্ভয়াকাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তার এই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট ৷ একইসঙ্গে বারবার বলা সত্ত্বেও আদালতে গরহাজির থাকার জন্য তার আইনজীবীর 25 হাজার টাকা জরিমানা হল ৷
নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীসাব্যস্ত পবন গুপ্তা বুধবার দিল্লি হাইকোর্টে আবেদন করে যে অপরাধের সময় সে নাবালক ছিল ৷ সেইসময় পবন গুপ্তার আইনজীবী এ পি সিং কোর্টে বলেন, ঘটনার সময় তাঁর মক্কেল নাবালক ছিল ৷ তাই তার বিচার জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে হওয়া উচিত ৷ এবং এই বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য একমাসের সময় চান তিনি ৷ ওই আবেদনের শুনানি 24 জানুয়ারি পর্যন্ত স্থগিতের নির্দেশ দেয় আদালত ৷ এরপর শুনানি স্থগিত না করার জন্য আদালতের কাছে আবেদন করেন নির্ভয়ার মা ৷
তারপরই দিল্লি কোর্ট জানায়, আবেদনের শুনানি আজ (বৃহস্পতিবার) হবে ৷ আজ শুনানির পর আবেদনটি খারিজ করে দেয় আদালত ৷