দিল্লি , 29 অক্টোবর : দিল্লির সোনা পাচার মামলায় অসমের গুয়াহাটি ও মহারাষ্ট্রের সাঙ্গলির চার জায়গায় অভিযান চালাল NIA । NIA-র এক মুখপাত্র জানিয়েছে, তল্লাশির সময় সন্দেহজনক লেনদেনে যুক্ত কাগজপত্র এবং বৈদ্যুতিন ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে ।
28 আগস্ট নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে 83.621কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল । যার বাজারমূল্য 42.89 কোটি টাকা । ঘটনায় আটজন অভিযুক্ত রয়েছে । সেপ্টেম্বরে NIA এই মামলার দায়িত্বভার নেয় । অসম ও মহারাষ্ট্রে দিল্লির সোনা পাচার মামলায় ওই অভিযুক্ত সম্পর্কিত চারটি স্থানে আজ অভিযান চালায় NIA । তারা এই জায়গাগুলি থেকে তাদের অপরাধমূলক কাজকর্মগুলি পরিচালনা করত ।
NIA-র তরফে জানানো হয়েছে, এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত জানা গেছে গুয়াহাটি থেকে নয়া দিল্লিতে সোনা পাচার করা হচ্ছিল । মায়ানমার, নেপাল এবং ভুটান থেকে চোরাচালানের উপাদান সংগ্রহ করা হয়েছিল ।