ETV Bharat / bharat

"মরতে চলেছি, বাড়ির সকলের খেয়াল রাখিস", শেষ মুহূর্তে বন্ধুকে ফোন - শেষমুহূর্তে বন্ধুকে ফোন

মনু ফোন ধরতেই সময় নষ্ট না করে মুশারফ বলেন, "ভাই আমি আজ মরতে চলেছি । আগুন লেগে গেছে । করলবাগে চলে আসিস । সময় কম । পালানোর কোনও উপায় নেই । বাড়ির সকলের খেয়াল রাখিস । এখন তো নিঃশ্বাসও নিতে পারছি না । আমার মৃত্যুর খবর পরিবারের কাউকে হঠাৎ করে গিয়ে বলিস না । প্রথমে বড়দের বলিস । আমার পরিবারকে আনতে চলে যাস । তোকে ছাড়া আর কারও উপর বিশ্বাস নেই ।

symbolic image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 8, 2019, 8:06 PM IST

দিল্লি, 8 ডিসেম্বর : ভোর 5 টায় ফোনটা এসেছিল । ঘুম চোখে ফোন তুলতেই ওপার থেকে শুনেছিলেন ছেলেবেলার বন্ধু মহম্মদ মুশারফের গলা । মুশারফ বলছে, "ভাই আমি মরতে চলেছি । আর বাঁচব না ।" কথাটা শুনে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে গেছিলেন মুশারফের বন্ধু মনু আগরওয়াল । মাথায় কিছুই ঢুকছিল না । শুধু এটুকু বুঝতে পেরেছিলেন যে, তাঁর ছেলেবেলার বন্ধু কোনও ভয়ংকর বিপদে পড়েছে । কিন্তু বোঝেননি যে, বন্ধুর সঙ্গে সেটাই ছিল তার শেষ কথোপকথন ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

আজ দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় আগুন লাগে । কারখানার ভিতরেই আটকে পড়েন শ্রমিকরা । তাঁদের মধ্যে ছিলেন মহম্মদ মুশারফ । আগুনের ভয়াবহতা দেখে মুশারফ বুঝতে পেরেছিলেন যে, সম্ভবত আর বাঁচবেন না । তখন তিনি ফোন করেছিলেন প্রিয় বন্ধু মনুকে । মনু ফোন ধরতেই সময় নষ্ট না করে মুশারফ বলেন, "ভাই আমি আজ মরতে চলেছি । আগুন লেগে গেছে । করলবাগে চলে আসিস । সময় কম । পালানোর কোনও উপায় নেই । বাড়ির সকলের খেয়াল রাখিস । এখন তো নিঃশ্বাসও নিতে পারছি না । আমার মৃত্যুর খবর পরিবারের কাউকে হঠাৎ করে গিয়ে বলিস না । প্রথমে বড়দের বলিস । আমার পরিবারকে আনতে চলে যাস । তোকে ছাড়া আর কারও উপর বিশ্বাস নেই । "

এই সংক্রান্ত আরও খবর :পিছন ফিরতেই দেখলাম বন্ধু দাউ দাউ করে জ্বলছে

প্রায় 7 মিনিট ধরে মুশারফের সঙ্গে কথা হয়েছিল মনুর । সেটাই ছিল মুশারফের শেষ ফোন । পরে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় মনু জানান, বার বার পরিবারের ও সন্তানদের খেয়াল রাখার কথা বলছিল । বন্ধুর থেকে ফোন পাওয়ার পরেই ঘটনাস্থানে যান মনু । একটা ক্ষীণ আশা ছিল যে, বন্ধু বেঁচে আছে । কিন্তু নিয়তিরই জয় হল । ঘটনাস্থানে গিয়ে মনু জানতে পারেন, আগুনে মৃত্যু হয়েছে মুশারফের ।

দিল্লি, 8 ডিসেম্বর : ভোর 5 টায় ফোনটা এসেছিল । ঘুম চোখে ফোন তুলতেই ওপার থেকে শুনেছিলেন ছেলেবেলার বন্ধু মহম্মদ মুশারফের গলা । মুশারফ বলছে, "ভাই আমি মরতে চলেছি । আর বাঁচব না ।" কথাটা শুনে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে গেছিলেন মুশারফের বন্ধু মনু আগরওয়াল । মাথায় কিছুই ঢুকছিল না । শুধু এটুকু বুঝতে পেরেছিলেন যে, তাঁর ছেলেবেলার বন্ধু কোনও ভয়ংকর বিপদে পড়েছে । কিন্তু বোঝেননি যে, বন্ধুর সঙ্গে সেটাই ছিল তার শেষ কথোপকথন ।

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

আজ দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় আগুন লাগে । কারখানার ভিতরেই আটকে পড়েন শ্রমিকরা । তাঁদের মধ্যে ছিলেন মহম্মদ মুশারফ । আগুনের ভয়াবহতা দেখে মুশারফ বুঝতে পেরেছিলেন যে, সম্ভবত আর বাঁচবেন না । তখন তিনি ফোন করেছিলেন প্রিয় বন্ধু মনুকে । মনু ফোন ধরতেই সময় নষ্ট না করে মুশারফ বলেন, "ভাই আমি আজ মরতে চলেছি । আগুন লেগে গেছে । করলবাগে চলে আসিস । সময় কম । পালানোর কোনও উপায় নেই । বাড়ির সকলের খেয়াল রাখিস । এখন তো নিঃশ্বাসও নিতে পারছি না । আমার মৃত্যুর খবর পরিবারের কাউকে হঠাৎ করে গিয়ে বলিস না । প্রথমে বড়দের বলিস । আমার পরিবারকে আনতে চলে যাস । তোকে ছাড়া আর কারও উপর বিশ্বাস নেই । "

এই সংক্রান্ত আরও খবর :পিছন ফিরতেই দেখলাম বন্ধু দাউ দাউ করে জ্বলছে

প্রায় 7 মিনিট ধরে মুশারফের সঙ্গে কথা হয়েছিল মনুর । সেটাই ছিল মুশারফের শেষ ফোন । পরে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় মনু জানান, বার বার পরিবারের ও সন্তানদের খেয়াল রাখার কথা বলছিল । বন্ধুর থেকে ফোন পাওয়ার পরেই ঘটনাস্থানে যান মনু । একটা ক্ষীণ আশা ছিল যে, বন্ধু বেঁচে আছে । কিন্তু নিয়তিরই জয় হল । ঘটনাস্থানে গিয়ে মনু জানতে পারেন, আগুনে মৃত্যু হয়েছে মুশারফের ।

Intro:फिल्मीस्तान की अनाज मंडी में लगी भीषण आग ने कई जिंदगी उजाड़ दी और कई रिश्तों की कहानियां भी खत्म कर दी. ऐसे ही एक रिश्ते की खत्म हुई मार्मिक कहानी हमें एलएनजेपी अस्पताल में सुनने को मिली.


Body:नई दिल्ली: 33 साल के मोहम्मद मुशर्रफ और मोनू अग्रवाल बचपन के दोस्त थे. मुशर्रफ उसी फैक्ट्री में काम करते थे जहां रविवार अहले सुबह आग लगी. आग में घिर जाने और बचने का कोई रास्ता ना पाकर मुशर्रफ को जब अपना अंत समय दिखने लगा, तो उन्हें सबसे पहले याद आए अपने बचपन के दोस्त मोनू अग्रवाल.

ईटीवी भारत से बातचीत में मोनू अग्रवाल ने अपनी डबडबाई आंखों से दोस्ती की खत्म हुई कहानी की जो दास्तान बयां की, वी बेहद मार्मिक है. मोनू अग्रवाल ने बताया कि सुबह 5 बजे के करीब उनके दोस्त मोहम्मद मुशर्रफ का फोन आया. उसने कहा कि अब अंत आ गया है. करीब 7 मिनट दोनों की फोन पर बात हुई थी और उसके बाद सिर्फ फोन ही नहीं कटा, दोस्ती की डोर भी हमेशा के लिए टूट गई.


Conclusion:
इस दोस्ती की कहानी तो खत्म हो गई, लेकिन धार्मिक उन्माद वाली कहानियों के दौर में यह एक बड़ा उदाहरण भी है कि किस तरह दोस्ती धर्म या रूहानी रिश्तों की मोहताज नहीं होती. एलएनजेपी अस्पताल में मोनू अग्रवाल के साथ आए थे मोहम्मद मुशर्रफ के भाई, जिन्हें खुद अपने भाई की मौत का पता भाई के दोस्त से चला.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.