দিল্লি, 31 ডিসেম্বর : ভারতে নতুন কোরোনা স্ট্রেনের জেরে এবার রাতে কারফিউ জারি হল দিল্লিতে ৷ গতকালই ব্রিটেন থেকে দেশে ফেরা 20 জনের শরীরে মিলেছে কোরোনার নতুন স্ট্রেন ৷ যার পর বর্ষবরণ নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র ৷ এই অবস্থায় রাতে কারফিউ জারি করা হল রাজধানীতে ৷
দিল্লির বিপর্যয় মোকবিলা দপ্তর জানিয়েছে, 31 ডিসেম্বর রাত 11টা থেকে পরদিন সকাল 6টা অবধি কারফিউ জারি করা হয়েছে । একইভাবে পরদিন 1 জানুয়ারি রাত 11টা থেকে 2 জানুযারি সকাল 6টা অবধি থাকবে কারফিউ ৷ এছাড়াও কোনওরকম বর্ষবরণ অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছে প্রশাসন ৷ জমায়েত নিষিদ্ধ, একজায়গায় 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্ট করেছে বিপর্যয় মোকবিলা দপ্তর ৷
-
Delhi Disaster Management Authority imposes night curfew in Delhi; Not more than five persons to assemble at public place, no new year celebration events, no gatherings at public places permitted from 11pm of 31st Dec to 6am of 1st Jan and 11pm of 1 Jan to 6am of 2nd Jan pic.twitter.com/EstAg05Wpx
— ANI (@ANI) December 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi Disaster Management Authority imposes night curfew in Delhi; Not more than five persons to assemble at public place, no new year celebration events, no gatherings at public places permitted from 11pm of 31st Dec to 6am of 1st Jan and 11pm of 1 Jan to 6am of 2nd Jan pic.twitter.com/EstAg05Wpx
— ANI (@ANI) December 31, 2020Delhi Disaster Management Authority imposes night curfew in Delhi; Not more than five persons to assemble at public place, no new year celebration events, no gatherings at public places permitted from 11pm of 31st Dec to 6am of 1st Jan and 11pm of 1 Jan to 6am of 2nd Jan pic.twitter.com/EstAg05Wpx
— ANI (@ANI) December 31, 2020
গত এক সপ্তাহে প্রায় গোটা দেশেই কমেছে কোরোনা সংক্রমণ ৷ যা সস্তির হলেও ব্রিটেন ফেরত ভারতীয়দের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলতেই কপালে ভাঁজ পড়েছে কেন্দ্রের ৷ এর উপর বর্ষবরণ উৎসব নিয়েও চিন্তিত প্রশসন ৷ এই অবস্থায় দিল্লিতে বছর শেষের ও শুরুর দিনে জারি হল রাতের কারফিউ ৷