ETV Bharat / bharat

আগামীকাল থেকে চালু আন্তঃরাজ্য কার্যকলাপ, খুলছে দিল্লির সীমান্ত; জানালেন কেজরিওয়াল

author img

By

Published : Jun 7, 2020, 4:35 PM IST

কোরোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে দিল্লির সীমান্তগুলি সিল করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আগামীকাল থেকে সীমান্তগুলি খোলার কথা ঘোষণা করলেন তিনি ৷ চালু হবে আন্তঃরাজ্য কার্যকলাপ ৷

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি, 7 জুন : আন্তঃরাজ্য কার্যকলাপের জন্য আগামীকাল থেকে খোলা হবে দিল্লির সীমান্ত ৷ আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠকে একথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির সীমান্তগুলি গত সপ্তাহে সিল করে দেওয়া হয়েছিল ৷ কেজরিওয়াল বলেন, "আগামীকাল থেকে দিল্লির সীমান্তগুলি খুলে দেওয়া হচ্ছে ৷"

কোরোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে দিল্লির সীমান্তগুলি সিল করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ অন্য রাজ্যের মানুষ যাতে দিল্লিতে প্রবেশ করতে না পারেন এবং আন্তঃরাজ্য কার্যকলাপ বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ তবে, জরুরি পরিষেবা চালু ছিল ৷

পাশাপাশি তিনি আজ জানান, দিল্লির সরকারি হাসপাতালগুলি শুধুমাত্র দিল্লিবাসীদের জন্য পরিষেবা দেবে ৷ কেন্দ্রীয় হাসপাতালগুলিতে সকলে পরিষেবা পাবেন ৷ তিনি বলেন, "দিল্লির হাসপাতালগুলি শুধুমাত্র দিল্লিবাসীদের জন্য ৷ কেন্দ্রীয় হাসপাতালগুলি সকলের জন্য পরিষেবা দেবে ৷ জুনের শেষে দিল্লির 15 হাজার বেড প্রয়োজন পড়বে ৷"

আজ আরও একটি বড় ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ বিভিন্ন মদের ম্যাক্সিমাম রিটেইল প্রাইসের উপর যে 70 শতাংশ 'স্পেশাল কোরোনা ফি' ধরা হচ্ছিল, তা বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি ৷ এই সিদ্ধান্ত 10 জুন থেকে কার্যকর হবে ৷

কেজরিওয়াল জানান, সব রেস্তরাঁ, শপিং মল ও ধর্মস্থানগুলিও আগামীকাল থেকে চালু হয়ে যাবে ৷ তবে, দিল্লির হোটেল ও ব্যাঙ্কুয়েট হলগুলি এখনই খোলা হবে না ৷

দিল্লি, 7 জুন : আন্তঃরাজ্য কার্যকলাপের জন্য আগামীকাল থেকে খোলা হবে দিল্লির সীমান্ত ৷ আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠকে একথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির সীমান্তগুলি গত সপ্তাহে সিল করে দেওয়া হয়েছিল ৷ কেজরিওয়াল বলেন, "আগামীকাল থেকে দিল্লির সীমান্তগুলি খুলে দেওয়া হচ্ছে ৷"

কোরোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে দিল্লির সীমান্তগুলি সিল করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ অন্য রাজ্যের মানুষ যাতে দিল্লিতে প্রবেশ করতে না পারেন এবং আন্তঃরাজ্য কার্যকলাপ বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ তবে, জরুরি পরিষেবা চালু ছিল ৷

পাশাপাশি তিনি আজ জানান, দিল্লির সরকারি হাসপাতালগুলি শুধুমাত্র দিল্লিবাসীদের জন্য পরিষেবা দেবে ৷ কেন্দ্রীয় হাসপাতালগুলিতে সকলে পরিষেবা পাবেন ৷ তিনি বলেন, "দিল্লির হাসপাতালগুলি শুধুমাত্র দিল্লিবাসীদের জন্য ৷ কেন্দ্রীয় হাসপাতালগুলি সকলের জন্য পরিষেবা দেবে ৷ জুনের শেষে দিল্লির 15 হাজার বেড প্রয়োজন পড়বে ৷"

আজ আরও একটি বড় ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ বিভিন্ন মদের ম্যাক্সিমাম রিটেইল প্রাইসের উপর যে 70 শতাংশ 'স্পেশাল কোরোনা ফি' ধরা হচ্ছিল, তা বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি ৷ এই সিদ্ধান্ত 10 জুন থেকে কার্যকর হবে ৷

কেজরিওয়াল জানান, সব রেস্তরাঁ, শপিং মল ও ধর্মস্থানগুলিও আগামীকাল থেকে চালু হয়ে যাবে ৷ তবে, দিল্লির হোটেল ও ব্যাঙ্কুয়েট হলগুলি এখনই খোলা হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.