কাটনি, 11 অক্টোবর : সন্ধ্যায় কুচকাওয়াজের সময় প্রতিরক্ষা বিভাগের সিনিয়র নিরাপত্তা আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অপর এক আধিকারিকের বিরুদ্ধে । মধ্যপ্রদেশের কাটনির অর্ডিন্যান্স ফ্যাক্টরির ঘটনা ।
অশোক শিকারা নামে ওই আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অপর এক আধিকারিক শংকর সিংয়ের বিরুদ্ধে । ঘটনার পর অভিযুক্ত শংকর সিং নিজেকে একটি ঘরে বন্ধ করে নেন । আত্মহত্যার হুমকি দেন ।
সূত্রের খবর, প্রতিরক্ষা সংস্থার নিরাপত্তা কর্মীরা এবং মাধবনগর থানার পুলিশ যৌথভাবে চেষ্টা চালাচ্ছে, যদিও এখনও পর্যন্ত আত্মসমর্পণ করেননি ওই আধিকারিক । জানা গেছে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অভিযুক্ত আধিকারিক গতকাল তাঁর সিনিয়র অফিসার অশোক শিকারাকে লক্ষ্য করে প্রায় 4-5 রাউন্ড গুলি চালান । গুলি লাগে কপালে ও মুখে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।
অতিরিক্ত SP সন্দীপ মিশ্র জানান, অশোক শিকারার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাটি যখন ঘটে তখন ফ্যাক্টরির ভিতরে খুব বেশি সংখ্যক কর্মী ছিলেন না । কারণ তখন শিফট চেঞ্জের সময় ছিল । যদিও নিরাপত্তার কথা মাথায় রেখে ঘটনার পরেই ভিতর থেকে কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়েছিল ।