দিল্লি, 22 জুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির বিজয়ের 75 তম বার্ষিকী আগামীকাল । সেই অনুষ্ঠানে যোগ দিতে আজ মস্কো রওনা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তিন দিনের এই সফরে রওনা দেওয়ার আগে টুইটারে লিখলেন, "মস্কোর উদ্দেশে রওনা দিচ্ছি । এই সফরে ভারত-রাশিয়ার মধ্যে বৈঠক হবে । দু'দেশের প্রতিরক্ষা ও রণকৌশলগত সম্পর্ক এতে আরও দৃঢ় হবে।"
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির বিজয়ের 75 তম বার্ষিকী এবং রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের নাগরিকদের বীরত্ব ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় প্যারেড অনুষ্ঠিত হয় । এবছর 9 মে বিজয় প্যারেড হওয়ার কথা হলেও কোরোনা সংক্রমণের জেরে তা পিছিয়ে যায় । পরে তা জুন মাস হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় । সেইমতো আগামীকাল মস্কোয় সেই অনুষ্ঠান হবে । যাতে ভারত ও চিন সহ 13টি দেশ যোগ দেবে ।
-
Leaving for Moscow on a three day visit. The visit to Russia will give me an opportunity to hold talks on ways to further deepen the India-Russia defence and strategic partnership. I shall also be attending the 75th Victory Day Parade in Moscow.
— Rajnath Singh (@rajnathsingh) June 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Leaving for Moscow on a three day visit. The visit to Russia will give me an opportunity to hold talks on ways to further deepen the India-Russia defence and strategic partnership. I shall also be attending the 75th Victory Day Parade in Moscow.
— Rajnath Singh (@rajnathsingh) June 22, 2020Leaving for Moscow on a three day visit. The visit to Russia will give me an opportunity to hold talks on ways to further deepen the India-Russia defence and strategic partnership. I shall also be attending the 75th Victory Day Parade in Moscow.
— Rajnath Singh (@rajnathsingh) June 22, 2020
ভারতের তরফ থেকে 75 সদস্যের একটি সামরিক দলকে বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার সামরিক বিমানে করে মস্কোয় পাঠানো হয়েছে । অন্যদিকে চিন Y-20 সামরিক বিমানে তাদের 105 সদস্যের একটি দলকে মস্কোয় পাঠিয়েছে । আজ মস্কোর উদ্দেশে রওনা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তিন দিনের এই সফর নিয়ে তিনি টুইটারে লিখলেন, "মস্কো যাচ্ছি । আমি 75 তম মিত্রশক্তির বিজয় দিবসের প্যারেডে থাকব । এই সফর ভারত-রাশিয়া সম্পর্ককে আরও দৃঢ় করবে ।"
এদিকে মনে করা হচ্ছে, মস্কোর রেড স্কোয়ারে বিজয় মিছিলের মাঝে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোইগুর প্রতিনিধিত্বে বৈঠকে মুখোমুখি হতে চলেছেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী । দুই দেশের মন্ত্রী স্তরেও আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।