ETV Bharat / bharat

প্রতিরক্ষা সামগ্রী নির্মাণে দেশীয় প্রযুক্তিতে জোর রাজনাথের

প্রতিরক্ষা সামগ্রী নির্মাণের ক্ষেত্রে আত্মনির্ভরতায় জোর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর । তাঁর মতে, দেশে প্রতিরক্ষা সামগ্রী তৈরি হলে বিদেশের প্রতি নির্ভরতা কমবে । দেশেই গড়ে উঠবে শিল্প ।

author img

By

Published : Aug 11, 2020, 7:24 AM IST

Atmanirbharta Saptah
Atmanirbharta Saptah

দিল্লি, 10 অগাস্ট : "আত্মনির্ভর মানে কখনও নিজেকে বিশ্বের থেকে আলাদা করা নয় ৷" "আত্মনির্ভরতা সপ্তাহ"-এর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । এই প্রসঙ্গে যুক্তি দিতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির একটি উদ্ধৃতি উল্লেখ করে রাজনাথ সিং বলেন, "নৌকা চালানোর জন্য জলের প্রয়োজন আছে ৷ তার মানে এই না যে জলেরস্তর এতটাই বেশি হয় যে নৌকা ডুবে যায় ৷ আবার এটাও না যে নৌকা জলের থেকে আলাদা হয়ে ডাঙায় থাকে ৷ গন্তব্যে পৌঁছানোর জন্য নৌকা ও জলের মিলন প্রয়োজন ৷ সেই মতো আত্মনির্ভরতার ক্ষেত্রেও ভারতের বাকি দেশগুলির সঙ্গে মিলে মিশে চলা জরুরি ৷ আমি মনে করি, আমাদের দেশ বিশ্বের সঙ্গে পায়ে পা মিলিয়ে চালার সময়ও নিজের একটি স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে সক্ষম হবে ৷"

তিনি বলেন, "আমরা যদি ভারতের মধ্যেই সামরিক সামগ্রী তৈরিতে সক্ষম হতে পারি তাহলে দেশের একটি বৃহৎ অংশের মূলধন সংরক্ষণ করতে সক্ষম হব ৷ আর সেই মূলধনের সাহায্যে প্রায় সাত হাজার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংযুক্ত করতে উৎসাহিত করতে পারব ৷"

প্রতিরক্ষার সামগ্রী নির্মাণের সঙ্গে যুক্ত দেশীয় শিল্পগুলির আধুনিকীকরণের উপরও জোর দেন রাজনাথ সিং । বলেন, "গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর মতো বিভিন্ন প্রতিরক্ষা শিল্পের অন্তর্গত সংস্থাগুলিতে আধুনিকীকরণ শুরু হলে দেশের সশস্ত্র বাহিনীও আধুনিক হবে ৷'' তাঁর আরও সংযোজন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ।

দিল্লি, 10 অগাস্ট : "আত্মনির্ভর মানে কখনও নিজেকে বিশ্বের থেকে আলাদা করা নয় ৷" "আত্মনির্ভরতা সপ্তাহ"-এর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । এই প্রসঙ্গে যুক্তি দিতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির একটি উদ্ধৃতি উল্লেখ করে রাজনাথ সিং বলেন, "নৌকা চালানোর জন্য জলের প্রয়োজন আছে ৷ তার মানে এই না যে জলেরস্তর এতটাই বেশি হয় যে নৌকা ডুবে যায় ৷ আবার এটাও না যে নৌকা জলের থেকে আলাদা হয়ে ডাঙায় থাকে ৷ গন্তব্যে পৌঁছানোর জন্য নৌকা ও জলের মিলন প্রয়োজন ৷ সেই মতো আত্মনির্ভরতার ক্ষেত্রেও ভারতের বাকি দেশগুলির সঙ্গে মিলে মিশে চলা জরুরি ৷ আমি মনে করি, আমাদের দেশ বিশ্বের সঙ্গে পায়ে পা মিলিয়ে চালার সময়ও নিজের একটি স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে সক্ষম হবে ৷"

তিনি বলেন, "আমরা যদি ভারতের মধ্যেই সামরিক সামগ্রী তৈরিতে সক্ষম হতে পারি তাহলে দেশের একটি বৃহৎ অংশের মূলধন সংরক্ষণ করতে সক্ষম হব ৷ আর সেই মূলধনের সাহায্যে প্রায় সাত হাজার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংযুক্ত করতে উৎসাহিত করতে পারব ৷"

প্রতিরক্ষার সামগ্রী নির্মাণের সঙ্গে যুক্ত দেশীয় শিল্পগুলির আধুনিকীকরণের উপরও জোর দেন রাজনাথ সিং । বলেন, "গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর মতো বিভিন্ন প্রতিরক্ষা শিল্পের অন্তর্গত সংস্থাগুলিতে আধুনিকীকরণ শুরু হলে দেশের সশস্ত্র বাহিনীও আধুনিক হবে ৷'' তাঁর আরও সংযোজন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.