ETV Bharat / bharat

মসজিদের জন্য জমি নেওয়া নিয়ে মতান্তর, বৈঠকে বসবে ওয়াকফ বোর্ড

author img

By

Published : Nov 10, 2019, 6:31 PM IST

সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ কিন্তু তাঁরা সেই জমি আদৌ নেবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে । 26 নভেম্বর বোর্ডের তরফে বৈঠকে বসার কথা জানানো হয়েছে । সরকারের কাছ থেকে জমি নিয়ে সেখানে মসজিদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলতে চাইছেন অনেকে।

সুপ্রিম কোর্ট

লখনউ, 10 নভেম্বর : অযোধ্যা মামলার রায়ে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু তারা সেই জমি আদৌ নেবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে । 26 নভেম্বর বোর্ডের তরফে বৈঠকে বসার কথা জানানো হয়েছে ।

সুপ্রিম কোর্ট গতকাল অযোধ্যা মামলার রায় দিয়েছে ৷ শীর্ষ আদালত তাদের রায়ে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ তৈরির জন্য সরকারকে আলাদাভাবে ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ আদালতের রায়ের পর উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জুফার ফারুক বলেন, "অনেকের জমি নেওয়ার ক্ষেত্রে আপত্তি আছে । তাই 26 নভেম্বর আমরা এনিয়ে বৈঠক ডেকেছি ৷ সেখানে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব ৷"

জুফার ফারুক আরও বলেন, "বোর্ডের কিছু সদস্যর বাবরি মসজিদের বিকল্প হিসেবে জমি নেওয়ার ক্ষেত্রে আপত্তি আছে । কিন্তু আমার মতে, জমি না নিলে নেগেটিভ প্রচার হবে ।
অনেকেই আবার চাইছেন, সরকারের কাছ থেকে জমি নিয়ে সেখানে মসজিদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলতে । সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করার কোনও ইচ্ছা আমাদের নেই । আমরা এই রায়কে স্বাগত জানিয়েছি ।"

লখনউ, 10 নভেম্বর : অযোধ্যা মামলার রায়ে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু তারা সেই জমি আদৌ নেবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে । 26 নভেম্বর বোর্ডের তরফে বৈঠকে বসার কথা জানানো হয়েছে ।

সুপ্রিম কোর্ট গতকাল অযোধ্যা মামলার রায় দিয়েছে ৷ শীর্ষ আদালত তাদের রায়ে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ তৈরির জন্য সরকারকে আলাদাভাবে ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ আদালতের রায়ের পর উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জুফার ফারুক বলেন, "অনেকের জমি নেওয়ার ক্ষেত্রে আপত্তি আছে । তাই 26 নভেম্বর আমরা এনিয়ে বৈঠক ডেকেছি ৷ সেখানে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব ৷"

জুফার ফারুক আরও বলেন, "বোর্ডের কিছু সদস্যর বাবরি মসজিদের বিকল্প হিসেবে জমি নেওয়ার ক্ষেত্রে আপত্তি আছে । কিন্তু আমার মতে, জমি না নিলে নেগেটিভ প্রচার হবে ।
অনেকেই আবার চাইছেন, সরকারের কাছ থেকে জমি নিয়ে সেখানে মসজিদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলতে । সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করার কোনও ইচ্ছা আমাদের নেই । আমরা এই রায়কে স্বাগত জানিয়েছি ।"

Kolkata, Nov 10 (ANI): Cyclone Bulbul is away from West Bengal and gradually losing its intensity, informed Director of India Meteorological Department in Kolkata. "It is now away from the west Bengal and gradually losing its intensity. Earlier it was very severe cyclonic storm. As far is the impact is concern we are expecting no rain under this system over west Bengal. We are expecting light rain in one or two area," said Director of Kolkata's India Meteorological Department. However, people faced water-logging in parts of Kolkata after rainfall in the region.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.