ETV Bharat / bharat

প্লাস্টিক বন্ধে সচেতনতা বাড়াচ্ছে শ্যাম বৈরাগীর নতুন গান - mandla

মোদির প্লাস্টিক বন্ধের অভিযানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রদেশের মন্ডলার গায়ক ও গীতিকার শ্যাম বৈরাগী নতুন গান লিখে ফেলেছেন ৷ 'গাড়িওয়ালা আয়া ঘর সে কচড়া নিকাল' গানে শ্যাম প্লাস্টিকের কুফলগুলোকে তুলে ধরেছেন ৷

শ্যাম বৈরাগীর নতুন গান
শ্যাম বৈরাগীর নতুন গান
author img

By

Published : Dec 25, 2019, 7:35 AM IST

মন্ডলা (মধ্য প্রদেশ), 25 ডিসেম্বর : একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পরিবেশগত বিপর্যয় দেখে দেশবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অভিযানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রদেশের মন্ডলার গায়ক ও গীতিকার শ্যাম বৈরাগী নতুন গান লিখে ফেলেছেন ৷ 'গাড়িওয়ালা আয়া ঘর সে কচড়া নিকাল' গানে শ্যাম প্লাস্টিকের কুফলগুলোকে তুলে ধরেছেন ৷

কে এই শ্যাম বৈরাগী ?

মন্ডলার ইন্দ্রি গ্রামের বাসিন্দা শ্যাম বৈরাগী ৷ পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৷ আঞ্চলিক ভাষাতেই তাঁর সঙ্গীত জগতের যাত্রা শুরু ৷ এখনও পর্যন্ত প্রায় 35টি গান লিখে ফেলেছেন তিনি ৷ তিনি তাঁর গানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রচারের পাশাপাশি গ্রামে ছড়িয়ে পড়া রোগ সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করেন ৷

শ্যাম বৈরাগী অনেক গান লিখলেও তাঁর লেখা 'গাড়িওয়ালা আয়া, ঘর সে কচড়া নিকাল' অনেক বেশি জনপ্রিয় হয়েছে ৷ শুধু ছত্তিশগড় নয়, সারা দেশে এই গান সাড়া ফেলেছে ৷ অনেক জায়গায় সকালে ময়লা পরিষ্কারের সময় গানটি চালানো হয় ৷ এই গানটিই বৈরাগীকে গুজরাতে গান্ধি জয়ন্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সাহায্য করেছিল ৷ সেখানে মোদির সঙ্গে দেশজুড়ে আরও অনেক পরিবেশ পরিষ্কারে উৎসাহীরা উপস্থিত ছিলেন ৷ এই অনুষ্ঠানের পর তিনি 'প্লাস্টিক টাটা টাটা, প্লাস্টিক বাই বাই' ৷

দেখুন ভিডিয়ো

শ্যাম বৈরাগী বলেন, "প্লাস্টিক প্রাণী, মানুষ, পৃথিবী সকলের জন্যই ক্ষতিকারক ৷ এখন যদি প্লাস্টিকের বিরুদ্ধে রুখে না দাঁড়ানো যায়, তাহলে এমন দিন আসতে বেশি দেরি নেই যখন মানুষ এক ইঞ্চি পরিষ্কার জায়গার জন্য লড়াই করবে ৷"

দেশের বেশিরভাগ গ্রাম ও শহরগুলি বিষাক্ত প্লাস্টিকের বর্জ্য দ্বারা ক্ষতিগ্রস্ত ৷ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিগুলি সম্পর্কে জানা সত্ত্বেও আমরা এখনও এটি ব্যবহার করি ৷ এসব কারণে আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যেখানে জমিগুলি ফসলহীন, নদীতে জল থাকবে না ৷ গোটা বিশ্ব প্লাস্টিকের নিচে চাপা পড়ে যাবে ৷ সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের পরিমাণ এতটাই বেশি যে, এই প্লাস্টিক দিয়ে ভূপৃষ্ঠকে তিনবার ঢেকে দেওয়া যাবে ৷ যেহেতু প্লাস্টিককে নষ্ট করার মতো তাপমাত্রা বা প্রয়োজনীয় চাপ পৃথিবীতে নেই ৷ তাই, রূপ বিকৃত না করে হাজার বছর ধরে প্লাস্টিক একইরকম থেকে যায় ৷

মন্ডলা (মধ্য প্রদেশ), 25 ডিসেম্বর : একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পরিবেশগত বিপর্যয় দেখে দেশবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অভিযানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রদেশের মন্ডলার গায়ক ও গীতিকার শ্যাম বৈরাগী নতুন গান লিখে ফেলেছেন ৷ 'গাড়িওয়ালা আয়া ঘর সে কচড়া নিকাল' গানে শ্যাম প্লাস্টিকের কুফলগুলোকে তুলে ধরেছেন ৷

কে এই শ্যাম বৈরাগী ?

মন্ডলার ইন্দ্রি গ্রামের বাসিন্দা শ্যাম বৈরাগী ৷ পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৷ আঞ্চলিক ভাষাতেই তাঁর সঙ্গীত জগতের যাত্রা শুরু ৷ এখনও পর্যন্ত প্রায় 35টি গান লিখে ফেলেছেন তিনি ৷ তিনি তাঁর গানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রচারের পাশাপাশি গ্রামে ছড়িয়ে পড়া রোগ সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করেন ৷

শ্যাম বৈরাগী অনেক গান লিখলেও তাঁর লেখা 'গাড়িওয়ালা আয়া, ঘর সে কচড়া নিকাল' অনেক বেশি জনপ্রিয় হয়েছে ৷ শুধু ছত্তিশগড় নয়, সারা দেশে এই গান সাড়া ফেলেছে ৷ অনেক জায়গায় সকালে ময়লা পরিষ্কারের সময় গানটি চালানো হয় ৷ এই গানটিই বৈরাগীকে গুজরাতে গান্ধি জয়ন্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সাহায্য করেছিল ৷ সেখানে মোদির সঙ্গে দেশজুড়ে আরও অনেক পরিবেশ পরিষ্কারে উৎসাহীরা উপস্থিত ছিলেন ৷ এই অনুষ্ঠানের পর তিনি 'প্লাস্টিক টাটা টাটা, প্লাস্টিক বাই বাই' ৷

দেখুন ভিডিয়ো

শ্যাম বৈরাগী বলেন, "প্লাস্টিক প্রাণী, মানুষ, পৃথিবী সকলের জন্যই ক্ষতিকারক ৷ এখন যদি প্লাস্টিকের বিরুদ্ধে রুখে না দাঁড়ানো যায়, তাহলে এমন দিন আসতে বেশি দেরি নেই যখন মানুষ এক ইঞ্চি পরিষ্কার জায়গার জন্য লড়াই করবে ৷"

দেশের বেশিরভাগ গ্রাম ও শহরগুলি বিষাক্ত প্লাস্টিকের বর্জ্য দ্বারা ক্ষতিগ্রস্ত ৷ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিগুলি সম্পর্কে জানা সত্ত্বেও আমরা এখনও এটি ব্যবহার করি ৷ এসব কারণে আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যেখানে জমিগুলি ফসলহীন, নদীতে জল থাকবে না ৷ গোটা বিশ্ব প্লাস্টিকের নিচে চাপা পড়ে যাবে ৷ সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের পরিমাণ এতটাই বেশি যে, এই প্লাস্টিক দিয়ে ভূপৃষ্ঠকে তিনবার ঢেকে দেওয়া যাবে ৷ যেহেতু প্লাস্টিককে নষ্ট করার মতো তাপমাত্রা বা প্রয়োজনীয় চাপ পৃথিবীতে নেই ৷ তাই, রূপ বিকৃত না করে হাজার বছর ধরে প্লাস্টিক একইরকম থেকে যায় ৷

Intro:Body:

Shyam Bairagi's new song creates awareness about the evils of plastic!



Mandla (Madhya Pradesh): Most of the villages and cities in the country today are often seen buried under toxic and harmful plastic wastes. Despite knowing and being aware of the ills of using plastic, we still use it and are advancing towards a world that will be devoid of crops on lands, water in the rivers and will just have an earth that is being crushed under a plastic demon.



 A recent survey revealed that the amount of single-use plastic currently lying discarded in the world was enough to cover the entire surface of the earth thrice. The earth does not have enough pressure and temperature required to disintegrate plastic, which results in the plastic remaining in its original state for thousands of years.



Seeing the environmental hazards caused by single-use plastic, Prime Minister Narendra Modi has now urged the citizens to stop the use of plastic. Inspired by this, singer and songwriter from Mandala district in Madhya Pradesh, Shyam Bairagi, has penned down and given his voice to a song titled ' Gaadi Wala Aya Ghar Se Kachra Nikal'. Explaining about the evils of plastic in his song, Bairagi urges the people to bid a permanent goodbye to plastic.



Who is Shyam Bairagi?



Shyam Bairagi, a resident of village Indri in the Mandla district, is a primary school teacher by profession. The start of his musical journey was in the regional languages and dialects, and he has penned over 36 songs so far.



All his songs explain and create awareness about various government schemes and campaigns as well as about the diseases prevalent in villages.



Although Bairagi has written and sung many songs, his song 'Gaadi Wala Aaya Ghar Se Kachra Nikal' is by far the most famous and widely accepted song in not just Chattisgarh but the entire country, and the song is played during the morning waste collection.



 It was this song that helped Bairagi become a part of the Gandhi Jayanti celebrations in Gujarat which was attended by Narendra Modi as well as other cleanliness enthusiasts from across the country. Shyam penned down 'Plastic Tata Tata, Plastic Bye Bye' after this event.  



Shyam Bairagi says that plastic is harmful to everyone and everything, animals and humans and earth alike. If a war against plastic is not declared now, it won't be long before people fight for mere inches of clean land.

---------------------------------------------



 

VO:Most of the villages and cities in the country today are often seen buried under toxic and harmful plastic wastes. 

GFX: Cities buried under toxic and harmful plastic wastes



VO:Despite knowing and being aware of the ills of using plastic, we still use it and are advancing towards a world that will be devoid of crops on lands and water in the rivers. 

GFX: We are advancing towards a world that will be devoid of crops on lands and water in the rivers



VO: A recent survey revealed that the amount of single-use plastic currently lying discarded in the world was enough to cover the entire surface of the earth thrice. 

GFX: Discarded plastics are enough to cover the entire surface of the earth thrice



VO: The earth does not have enough pressure and temperature required to disintegrate plastic, which results in the plastic remaining in its original state for thousands of years. 

GFX:  Plastic remains in its original state for thousands of years



VO: Seeing the environmental hazards caused by single-use plastic, Prime Minister Narendra Modi has now urged the citizens to stop the use of plastic. Inspired by this, singer and songwriter from Mandla district in Madhya Pradesh, Shyam Bairagi, has penned down and given his voice to a song titled ' Gaadi Wala Aya Ghar Se Kachra Nikal'.

GFX: Shyam Bairagi penned down song to create awarness



Byte



--Shyam Bairagi

  Songwriter



I thank ETV Bharat for helping me create awareness about the evils of Plastic. 

(3:27)



Because of ETV Bharat, my voice reached every corner of India.



(3:36)





An event was held in Gujarat where PM Modi urged people to stop using plastic. He inspired me to write on plastic. (4:00)



Plastic is very dangerous not only for India but the entire world. (4:08)

==== Byte till (4:10)





VO: Bairagi has penned down over 36 songs so far. All his songs explain and create awareness about various government schemes and campaigns as well as about the diseases prevalent in villages. He penned down a song to create awareness against single use plastic

GFX: His songs create awareness about various government schemes and campaigns



VO: Shyam Bairagi says  If a war against plastic is not declared now, it won't be long before people fight for mere inches of clean land.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.