ETV Bharat / bharat

কোরোনায় চিনে মৃত বেড়ে 131, বাড়তি সতর্কতা বিমানবন্দরগুলিতে

author img

By

Published : Jan 29, 2020, 9:53 AM IST

চিনে নতুন করে আরও 840 জন সংক্রামিত হয়েছে কোরোনা ভাইরাসে ৷ চিনে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 131 ৷ কোরোনার আতঙ্ক বাড়ছে ভারতেও ৷ বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা ৷

Coronavirus
ফাইল ছবি

বেজিং ও দিল্লি, 29 জানুয়ারি : কোরোনা ভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা বেড়ে 131 ৷ চিনের হুবেই প্রদেশে আধিকারিক স্তরে জারি করা এক বিবৃতিতে নতুন করে আরও 840 টি সংক্রমণের কথা জানানো হয়েছে ৷ তার মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ সব মিলিয়ে চিনে এখনও পর্যন্ত কমপক্ষে 5,300 জনের সংক্রমণের খবর নিশ্চিতভাবে জানানো হয়েছে ৷

ইতিমধ্যে জাপান তাদের দেশের 200 জন নাগরিককে এয়ার লিফ্ট করে উদ্ধার করে ৷ আকাশপথে প্রায় 240 অ্যামেরিকানকে উদ্ধার করেছে প্রশাসন ৷ ফ্রান্সও তাদের নাগরিকদের বিমানপথে উদ্ধার করার পরিকল্পনা করছে ৷ ইউহান শহরকে বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে এখনও পর্যন্ত প্রায় 5 কোটি মানুষ আটকে পড়ে আছে ৷

আরও পড়ুন : চিনা যুবতিকে ছুটি দিল বেলেঘাটা আইডি

এদিকে ভারতেও বাড়ছে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ গতরাতেই কোরোনায় আক্রান্ত সন্দেহে মধ্যপ্রদেশের উজ্জয়িনী হাসপাতালে এক ব্যক্তিকে ভরতি করা হয়েছে ৷ জানা গেছে তিনি কিছুদিন আগেই চিন থেকে ফিরেছিলেন ৷ তাকে পৃথকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ রক্তের নমুনা পরীক্ষার জন্য পুনেতে পাঠানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ দিল্লি, মুম্বই, কেরালা, মহারাষ্ট্রের, জয়পুরে কোরোনা সংক্রমণ সন্দেহে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন কয়েকজন । হায়দরাবাদের 3 জন, দিল্লিতে 3 জন, উজ্জয়ন 1 জন সহ মোট সাতজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । চিন থেকে যাঁরা দেশে ফিরছেন তাঁদের পরীক্ষা করা হচ্ছে । ভাইরাস সংক্রমণের সন্দেহে নিকটবর্তী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রাখা হচ্ছে বেশ কয়েকজনকে । দেশের বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে । যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে ।

বেজিং ও দিল্লি, 29 জানুয়ারি : কোরোনা ভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা বেড়ে 131 ৷ চিনের হুবেই প্রদেশে আধিকারিক স্তরে জারি করা এক বিবৃতিতে নতুন করে আরও 840 টি সংক্রমণের কথা জানানো হয়েছে ৷ তার মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ সব মিলিয়ে চিনে এখনও পর্যন্ত কমপক্ষে 5,300 জনের সংক্রমণের খবর নিশ্চিতভাবে জানানো হয়েছে ৷

ইতিমধ্যে জাপান তাদের দেশের 200 জন নাগরিককে এয়ার লিফ্ট করে উদ্ধার করে ৷ আকাশপথে প্রায় 240 অ্যামেরিকানকে উদ্ধার করেছে প্রশাসন ৷ ফ্রান্সও তাদের নাগরিকদের বিমানপথে উদ্ধার করার পরিকল্পনা করছে ৷ ইউহান শহরকে বন্ধ করে দেওয়ার পর থেকে সেখানে এখনও পর্যন্ত প্রায় 5 কোটি মানুষ আটকে পড়ে আছে ৷

আরও পড়ুন : চিনা যুবতিকে ছুটি দিল বেলেঘাটা আইডি

এদিকে ভারতেও বাড়ছে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ গতরাতেই কোরোনায় আক্রান্ত সন্দেহে মধ্যপ্রদেশের উজ্জয়িনী হাসপাতালে এক ব্যক্তিকে ভরতি করা হয়েছে ৷ জানা গেছে তিনি কিছুদিন আগেই চিন থেকে ফিরেছিলেন ৷ তাকে পৃথকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ রক্তের নমুনা পরীক্ষার জন্য পুনেতে পাঠানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ দিল্লি, মুম্বই, কেরালা, মহারাষ্ট্রের, জয়পুরে কোরোনা সংক্রমণ সন্দেহে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন কয়েকজন । হায়দরাবাদের 3 জন, দিল্লিতে 3 জন, উজ্জয়ন 1 জন সহ মোট সাতজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । চিন থেকে যাঁরা দেশে ফিরছেন তাঁদের পরীক্ষা করা হচ্ছে । ভাইরাস সংক্রমণের সন্দেহে নিকটবর্তী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রাখা হচ্ছে বেশ কয়েকজনকে । দেশের বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে । যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে ।

New Delhi, Jan 29 (ANI): Cold waves gripped national capital once again on January 29. Temperature has dipped down in Delhi due to rainfall received on January 28. Current temperature of Delhi is reported as 11 C. Though, pollution level has improved here. Major pollutant PM 2.5, PM 10 was at 167 and 144 respectively both in 'moderate' category at Lodhi Road.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.