ETV Bharat / bharat

ভারতে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 100 - 4067 Cases in India

দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 32 জনের । নতুন 693 জনের শরীরে মিলেছে কোরোনার হদিশ । একদিনে মৃত্যু ও আক্রান্তের নিরিখে এটাই এখনও সর্বোচ্চ । মোট মৃত 109 ।

Corona
ফাইল ফোটো
author img

By

Published : Apr 6, 2020, 11:28 AM IST

দিল্লি, 6 এপ্রিল : ভারতে কোরোনায় মৃতের সংখ্যা 100 ছাড়াল । এখনও পর্যন্ত মোট মৃত 109 । অন্যদিকে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4 হাজার ।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 32 জনের । একদিনে মৃত্যুর নিরিখে দেশে এটাই সর্বোচ্চ । অন্যদিকে দেশে গত 12 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 409 জন । আর গত 24 ঘণ্টায় সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে 693 । দেশে একদিনে আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ । পাশাপাশি এই নিয়ে টানা চারদিন দেশে একদিনে 500-র বেশি মানুষের কোরোনা আক্রান্তের খবর মিলেছে । এনিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজারের গণ্ডি পেরিয়েছে । মোট আক্রান্ত 4067 ।

দেশে আক্রান্তের হাজারেরও অধিক বা 30 শতাংশের সঙ্গে দিল্লির নিজ়ামউদ্দিনের তাবলিঘি জামাতের যোগ রয়েছে । গতকাল স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয় যে, প্রতি 4 দিনে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে । নিজ়ামউদ্দিনের এই অনুষ্ঠান যদি না হত তাহলে আক্রান্তের এই হার কমতে পারত ।

মার্চে দিল্লির নিজ়ামউদ্দিনে তাবলিঘি জামাতের একটি অনুষ্ঠান আয়োজিত হয় । এই অনুষ্ঠানে দেশে ও বিদেশের বহু মানুষ যোগ দেয় । বিষয়টি জানার পরেই তৎপর হয় প্রশাসন । ওই অনুষ্ঠানে গেছে এমন বহু মানুষকে কোয়ারান্টাইনে রাখা হয় । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল তেলাঙ্গানার এমন ছয়জনের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । এছাড়াও , বহু কোরোনা আক্রান্তের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে ।

দিল্লি, 6 এপ্রিল : ভারতে কোরোনায় মৃতের সংখ্যা 100 ছাড়াল । এখনও পর্যন্ত মোট মৃত 109 । অন্যদিকে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4 হাজার ।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 32 জনের । একদিনে মৃত্যুর নিরিখে দেশে এটাই সর্বোচ্চ । অন্যদিকে দেশে গত 12 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 409 জন । আর গত 24 ঘণ্টায় সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে 693 । দেশে একদিনে আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ । পাশাপাশি এই নিয়ে টানা চারদিন দেশে একদিনে 500-র বেশি মানুষের কোরোনা আক্রান্তের খবর মিলেছে । এনিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজারের গণ্ডি পেরিয়েছে । মোট আক্রান্ত 4067 ।

দেশে আক্রান্তের হাজারেরও অধিক বা 30 শতাংশের সঙ্গে দিল্লির নিজ়ামউদ্দিনের তাবলিঘি জামাতের যোগ রয়েছে । গতকাল স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয় যে, প্রতি 4 দিনে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে । নিজ়ামউদ্দিনের এই অনুষ্ঠান যদি না হত তাহলে আক্রান্তের এই হার কমতে পারত ।

মার্চে দিল্লির নিজ়ামউদ্দিনে তাবলিঘি জামাতের একটি অনুষ্ঠান আয়োজিত হয় । এই অনুষ্ঠানে দেশে ও বিদেশের বহু মানুষ যোগ দেয় । বিষয়টি জানার পরেই তৎপর হয় প্রশাসন । ওই অনুষ্ঠানে গেছে এমন বহু মানুষকে কোয়ারান্টাইনে রাখা হয় । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল তেলাঙ্গানার এমন ছয়জনের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । এছাড়াও , বহু কোরোনা আক্রান্তের নিজ়ামউদ্দিন যোগ রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.