দিল্লি, 25 জুন : আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হল । 2018-19 অর্থবর্ষের জন্য এই সময়সীমা 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে । কোরোনা পরিস্থিতির জেরে এই সিদ্ধান্ত বলে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) তরফে জানানো হয়েছে । এছাড়াও বাড়ানো হয়েছে আধার ও প্যান সংযুক্ত করার সময়সীমাও ।
CBDT একটি বিবৃতিতে জানায়, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য সময়সীমা বাড়িয়ে করা হল 31 জুলাই 2020 ৷ এছাড়াও আগে ইনকাম রিটার্ন ফাইল করার শেষ দিন ছিল 31 জুলাই ও 31 অক্টোবর ৷ তা পিছিয়ে করা হল 30 নভেম্বর 2020 ৷ একইভাবে, আয়কর অডিটের রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়িয়ে করা হল 31 অক্টোবর 2020 ৷
ব্যবসায়ীদের আয়কর জমা করা কিংবা পৃথকভাবে আয়কর অডিট ও আয়কর জমা দেওয়ার শেষদিন ধার্য করা হয়েছে চলতি বছরের 30 নভেম্বর ৷ একইভাবে, চলতি বছরের 30 - 31 জুলাই আয়কর অ্যাক্টের আওতায় বিভিন্ন বিভাগে বিনিয়োগের জন্য শেষ দিন ৷ কোরোনা পরিস্থিতিতে আয়কর দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছে বহু মানুষ ৷ সেকারণে এই আগেও আয়কর রিটার্ন দাখিল , বিনিয়োগ ও আধার - প্যান নম্বর লিঙ্ক করার সময় বাড়ান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ মার্চ মাসের 31 থেকে করা হয় জুনের 30 ৷ কিন্তু এবার যেসব করদাতারা 2018 - 2019 আর্থিক বছরে এখনও পর্যন্ত আয়কর দেননি, তাদের আসল ও সংশোধিত আয়কর দেওয়ার নতুন সময়সীমা বাড়িয়ে করা হল 31 জুলাই, 2020 ৷ ফলে PPF, NPS, LIC ইত্যাদিতে বিনিয়োগে আরও 1 মাস সময় পেলেন করদাতারা ৷ অন্যদিকে, আধার ও প্যান নম্বরের লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 31 মার্চ , 2021 অবধি ৷
- সেলফ অ্যাসেসড কর দেওয়ারও শেষ তারিখ বাড়ানো হয়েছে
এর আগে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সেলফ অ্যাসেসড কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করেছিল 30 নভেম্বর 2020 ৷ যাদের সেলফ অ্যাসেসড কর 1 লাখ পর্যন্ত, তাদের জন্যই নতুন সময়সীমাটি প্রযোজ্য ৷ 1 লাখের বেশি কর হলে বাড়তি সময়সীমা প্রযোজ্য হবে না ৷ CBDT একটি বিবৃতিতে জানিয়েছে, " এই পরিস্থিতিতে সেলফ অ্যাসেসমেন্ট কর আগের নির্ধারিত দিনেই দিতে হবে ৷ আর তা দিতে দেরি হলে আয়কর ( I T ) অ্যাক্টের আওতায় সুদ নেওয়া হবে ৷ "
আয় জমা করতে দেরি হলে লাগু হওয়া সুদ দেওয়ার জন্য বাড়তি সময় দেওয়া হবে না ৷ যদিও সরকার এর আগে কর দেওয়ার ক্ষেত্রে সময়সীমা শিথিল করেছে ৷ 9 % ছাড়যুক্ত সুদের আয়করের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হবে না ৷ আয়কর বোর্ড জানিয়েছে, 30 জুনের পর থেকে আয়কর জমার ক্ষেত্রে আর 9 % ছাড় দেওয়া হবে না ৷
- মূলধন লাভ করের উপর ছাড়
CBDT জানিয়েছে, আয়কর আইনের ধারা 54 - র অধীনে মূলধন লাভের ক্ষেত্রে বিনিয়োগ বা নির্মাণ বা সম্পত্তি কেনার শেষ তারিখটিও 30 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত বাড়ানো হয়েছে । অন্যদিকে, SEZ ইউনিটগুলিও অপারেশন শুরুর সময় পেয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত ৷ সরকার আয়কর আইনের ধারা 10AA - এর অধীনে SEZ ইউনিটগুলির জন্য অপারেশন শুরুর সময়ও বাড়িয়েছে । চলতি বছরের মার্চ মাসের মধ্যে SEZ ইউনিটগুলি এই অনুমোদন পায় ৷ দেশের রপ্তানি বাড়াতে এই সীদ্ধান্ত নেওয়া হয় ৷
- 'ভিভাদ সে ভিসওয়াস' স্কিমে বাড়ানো হয়নি সময়সীমা
CBDT জানিয়েছে, " ডিরেক্ট আয় সেটেলমেন্ট স্কিমের ( ভিভাদ সে ভিসওয়াস ) ক্ষেত্রে কোনওরকম বাড়তি সময় দেওয়া হবে না ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগেই ঘোষণা করেছিলেন 'ভিভাদ সে ভিসওয়াস' স্কিমের ক্ষেত্রে সময় বাড়িয়ে করা হয় 31 ডিসেম্বর 2020 ৷ এর থেকে বেশি সময় বাড়ানো যাবে না ৷ এবিষয়ে প্রয়োজনে সঠিক সময়ে আইন সংশোধন করা হবে ৷ "