ETV Bharat / bharat

2020 সালে উপত্য়কায় 215 জঙ্গিকে খতম করেছে আধাসেনা - Terrorists neutralized in last year

মহেশ্বরি জানান, ‘‘2020 সালে সিআরপিএফ নকশাল অধ্য়ুষিত এলাকায় প্রায় 32জন মাওবাদীকে খতম করেছে ৷ পাশাপাশি 569 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 340 জন আত্মসমর্পণ করেছে ৷ এর পাশাপাশি কোবরা বাহিনীর হাতে 7 জন মাওবাদীকে মারা গেছে ৷ এছাড়াও, প্রায় তিনশোর বেশি আইইডি উদ্ধার করা হয়েছে ৷’’ সিআরপিএফের ডিজি জানিয়েছেন, জঙ্গলমহলে কোবরার জঙ্গল যুদ্ধে মহিলা কমান্ডোদেরও যুক্ত করা হয়েছে ৷

crpf-neutralises-215-terrorists-in-j-and-k-last-year-says-dg-ap-maheshwari
2020 সালে উপত্য়কায় 215 জঙ্গিকে খতম করেছে আধাসেনা
author img

By

Published : Jan 21, 2021, 8:41 PM IST

দিল্লি, 21 জানুয়ারি : 2020 সালে প্রায় 215 জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে নিকেষ করেছে কেন্দ্রীয় আধাসেনার জওয়ানরা ৷ আজ এমনটাই জানিয়েছেন সিআরপিএফের ডিজি এপি মহেশ্বরি ৷ এই জঙ্গিদের মধ্য় জম্মু ও কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিজওয়ান নাইকো ছিল বলে জানিয়েছেন আধাসেনার ডিজি ৷ গত বছর সেনার সাফল্য় নিয়ে বলতে গিয়ে এই তথ্য় তুলে ধরেন তিনি ৷

মহেশ্বরি জানান, ‘‘2020 সালে সিআরপিএফ নকশাল অধ্য়ুষিত এলাকায় প্রায় 32জন মাওবাদীকে খতম করেছে ৷ পাশাপাশি 569 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 340 জন আত্মসমর্পণ করেছে ৷ এর পাশাপাশি কোবরা বাহিনীর হাতে 7 জন মাওবাদীকে মারা গেছে ৷ এছাড়াও, প্রায় তিনশোর বেশি আইইডি উদ্ধার করা হয়েছে ৷’’ সিআরপিএফের ডিজি জানিয়েছেন, জঙ্গলমহলে কোবরার জঙ্গল যুদ্ধে মহিলা কমান্ডোদেরও যুক্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : অত্যাধুনিক ড্রোনের নজরদারি, মাওবাদী এলাকায় শক্তি বাড়ল সিআরপিএফ-এর

সিআরপিএফের ডিজি এপি মহেশ্বরি জানিয়েছেন, তাঁদের ভিআইপি নিরাপত্তা বাহিনীকে ক্রমশ শক্তিশালী কর তোলা হচ্ছে ৷ বিআইপি নিরাপত্তার জন্য় এই মুহূর্তে সারা ভারতে মোট 62টি নিরাপত্তা দল রয়েছে কোবরা বাহিনীর ৷ তবে, এই বাহিনীকে আরও উন্নত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিআরপিএফের ডিজি ৷

দিল্লি, 21 জানুয়ারি : 2020 সালে প্রায় 215 জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে নিকেষ করেছে কেন্দ্রীয় আধাসেনার জওয়ানরা ৷ আজ এমনটাই জানিয়েছেন সিআরপিএফের ডিজি এপি মহেশ্বরি ৷ এই জঙ্গিদের মধ্য় জম্মু ও কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিজওয়ান নাইকো ছিল বলে জানিয়েছেন আধাসেনার ডিজি ৷ গত বছর সেনার সাফল্য় নিয়ে বলতে গিয়ে এই তথ্য় তুলে ধরেন তিনি ৷

মহেশ্বরি জানান, ‘‘2020 সালে সিআরপিএফ নকশাল অধ্য়ুষিত এলাকায় প্রায় 32জন মাওবাদীকে খতম করেছে ৷ পাশাপাশি 569 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 340 জন আত্মসমর্পণ করেছে ৷ এর পাশাপাশি কোবরা বাহিনীর হাতে 7 জন মাওবাদীকে মারা গেছে ৷ এছাড়াও, প্রায় তিনশোর বেশি আইইডি উদ্ধার করা হয়েছে ৷’’ সিআরপিএফের ডিজি জানিয়েছেন, জঙ্গলমহলে কোবরার জঙ্গল যুদ্ধে মহিলা কমান্ডোদেরও যুক্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : অত্যাধুনিক ড্রোনের নজরদারি, মাওবাদী এলাকায় শক্তি বাড়ল সিআরপিএফ-এর

সিআরপিএফের ডিজি এপি মহেশ্বরি জানিয়েছেন, তাঁদের ভিআইপি নিরাপত্তা বাহিনীকে ক্রমশ শক্তিশালী কর তোলা হচ্ছে ৷ বিআইপি নিরাপত্তার জন্য় এই মুহূর্তে সারা ভারতে মোট 62টি নিরাপত্তা দল রয়েছে কোবরা বাহিনীর ৷ তবে, এই বাহিনীকে আরও উন্নত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিআরপিএফের ডিজি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.