ETV Bharat / bharat

দিল্লিতে কোরোনায় মৃত CRPF জওয়ান, আক্রান্ত 47 - কোরোনা আক্রান্ত CRPF জওয়ান

দিল্লির ময়ূর বিহারে 31তম এই ব্যাটেলিয়নে দুইদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা বে়ড়েছে । কোরোনা আক্রান্ত জওয়ানদের দিল্লির মান্ডওয়ালিতে রেখে চিকিৎসা করা হচ্ছে । 55 বছর বয়সি যে জওয়ানের মৃত্যু হয়েছে তিনি দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভরতি ছিলেন ।

delhi
delhi
author img

By

Published : Apr 29, 2020, 9:47 AM IST

দিল্লি, 29 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে এক CRPF জওয়ানের মৃত্যু হল । গতকাল তাঁর মৃত্যু হয়। এর পাশাপাশি 47 জন CRPF জওয়ান কোরোনায় আক্রান্ত । 1000 জনের ব্যাটেলিয়নকে কোয়ারানটিনে রাখা হয়েছে । দিল্লির ময়ূর বিহারে CRPF-এর এই 31 নম্বর ব্যাটেলিয়নে দুইদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।

কোরোনা আক্রান্ত জওয়ানদের দিল্লির মান্ডওয়ালিতে রেখে চিকিৎসা করা হচ্ছে । 55 বছর বয়সি যে জওয়ানের মৃত্যু হয়েছে তিনি দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভরতি ছিলেন । অসমের বাসিন্দা এই জওয়ানের ডায়াবেটিস ও হাইপারটেনশনের সমস্যা ছিল।

CRPF-র প্যারামেডিক ইউনিটের নার্সিং সহায়ক একজন জওয়ান এইমাসের প্রথম দিকে কোরোনায় আক্রান্ত হন । এই জওয়ানের 17 এপ্রিল থেকে শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । 21 এপ্রিল তাঁর সোয়াব নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে । তিনি দিল্লির রাজীব গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন । 24 এপ্রিল ওই ব্যাটেলিয়নের 9 জওয়ানকে কোরোনা পজ়িটিভ পাওয়া যায়। পরের দিন আরও 15 জনকে কোরোনোয় আক্রান্ত হন।

ভারতে কোরোনায় আক্রান্ত হয়ে 1,007 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 31 হাজারের বেশি।

দিল্লি, 29 এপ্রিল : কোরোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে এক CRPF জওয়ানের মৃত্যু হল । গতকাল তাঁর মৃত্যু হয়। এর পাশাপাশি 47 জন CRPF জওয়ান কোরোনায় আক্রান্ত । 1000 জনের ব্যাটেলিয়নকে কোয়ারানটিনে রাখা হয়েছে । দিল্লির ময়ূর বিহারে CRPF-এর এই 31 নম্বর ব্যাটেলিয়নে দুইদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।

কোরোনা আক্রান্ত জওয়ানদের দিল্লির মান্ডওয়ালিতে রেখে চিকিৎসা করা হচ্ছে । 55 বছর বয়সি যে জওয়ানের মৃত্যু হয়েছে তিনি দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভরতি ছিলেন । অসমের বাসিন্দা এই জওয়ানের ডায়াবেটিস ও হাইপারটেনশনের সমস্যা ছিল।

CRPF-র প্যারামেডিক ইউনিটের নার্সিং সহায়ক একজন জওয়ান এইমাসের প্রথম দিকে কোরোনায় আক্রান্ত হন । এই জওয়ানের 17 এপ্রিল থেকে শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । 21 এপ্রিল তাঁর সোয়াব নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে । তিনি দিল্লির রাজীব গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন । 24 এপ্রিল ওই ব্যাটেলিয়নের 9 জওয়ানকে কোরোনা পজ়িটিভ পাওয়া যায়। পরের দিন আরও 15 জনকে কোরোনোয় আক্রান্ত হন।

ভারতে কোরোনায় আক্রান্ত হয়ে 1,007 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 31 হাজারের বেশি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.