ETV Bharat / bharat

‘‘মোদিজি, আমাদের বাড়ি ফেরান’’, আর্জি জাপানে আটকে থাকা ভারতীয়দের - ডায়মন্ড প্রিন্সেস জাহাজ

জাপানে ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে আটকে পড়েছেন 160 ভারতীয় ৷ আতঙ্কে, উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের ৷ প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন, যেভাবে হোক উদ্ধার করুন ৷

Diamond princess cruise ship
জাপানের জাহাজে আটকে পড়া ভারতীয়
author img

By

Published : Feb 10, 2020, 9:16 PM IST

Updated : Feb 10, 2020, 10:13 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ‘‘মোদিজি, দয়া করুন৷’’ জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকে কাতর আর্জি জানালেন আটকে পড়া ভারতীয়রা ৷ জাপানের ইয়োকোহামার বন্দরে ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে 5 ফেব্রুয়ারি থেকে আটকে পড়েছেন 160 জন ভারতীয় কেবিন ক্রু সহ যাত্রীরা ৷ কোরোনা আতঙ্কের জেরে জাপানের স্বাস্থ্য মন্ত্রক তাঁদের আপাতত কয়েকদিন জাহাজ থেকে বের হতে নিষেধ করেছে বলে জানা যাচ্ছে ৷

ইউরোপের বিলাসবহুল জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ কর্মরত 160 জন ভারতীয় এই মুহূর্তে জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে পড়েছেন ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কে তাঁদের জাহাজেই থাকার নির্দেশ দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক ৷ সেখান থেকে উদ্ধারের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিডিয়োর মাধ্যমে আর্জি জানিয়েছেন তাঁরা ৷ রায়গঞ্জের বাসিন্দা ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ কর্মরত বিনয় কুমার সরকার আগেই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছিলেন ৷ সহকর্মীদের নিয়ে আবারও একটি ভিডিয়ো তিনি পোস্ট করেছেন ৷ কতটা আতঙ্কে তাঁরা দিন কাটাচ্ছেন তা জানিয়েছেন বিনয় ৷ তাঁদের ও পরিবারের কথা ভেবে যাতে আটকে পড়া ভারতীয়দের কোনওভাবে উদ্ধার করা হয়, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বিনয় ও তাঁর সহকর্মীরা ৷ নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা ৷

‘ডায়মন্ড প্রিন্সেস’-এর 80 বছরের এক চিনা যাত্রীর দেহে প্রথমে কোরোনার সন্ধান মেলে ৷ তাঁকে চিকিৎসার জন্য জাহাজ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের পরীক্ষা করে এখনও পর্যন্ত 130 জনের শরীরে কোরোনার সন্ধান মিলেছে ৷

‘ডায়মন্ড প্রিন্সেস’-এর কেবিন ক্রু সহ বাকি যাত্রীদের একে অপরের সংস্পর্শে আসতে নিষেধ করা হয়েছে ৷ তাঁদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে ৷ একপ্রকার বন্দীদশা প্রত্যেকের ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র পক্ষ থেকে টোকিওর সঙ্গে যোগাযোগ করে যাত্রী ও ক্রুদের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ৷ জাহাজের কর্মীরা অভিযোগ করেছেন, ‘ডায়মন্ড প্রিন্সেস’-এর সঙ্গেই ইয়োকোহামায় এসেছে ‘ওয়ার্ল্ড ড্রিম’ নামে আরেকটি জাহাজ ৷ তার যাত্রীদের নামার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু ‘ডায়মন্ড প্রিন্সেস’-এর যাত্রী ও কেবিন ক্রুদের জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ‘‘মোদিজি, দয়া করুন৷’’ জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকে কাতর আর্জি জানালেন আটকে পড়া ভারতীয়রা ৷ জাপানের ইয়োকোহামার বন্দরে ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে 5 ফেব্রুয়ারি থেকে আটকে পড়েছেন 160 জন ভারতীয় কেবিন ক্রু সহ যাত্রীরা ৷ কোরোনা আতঙ্কের জেরে জাপানের স্বাস্থ্য মন্ত্রক তাঁদের আপাতত কয়েকদিন জাহাজ থেকে বের হতে নিষেধ করেছে বলে জানা যাচ্ছে ৷

ইউরোপের বিলাসবহুল জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ কর্মরত 160 জন ভারতীয় এই মুহূর্তে জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে পড়েছেন ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কে তাঁদের জাহাজেই থাকার নির্দেশ দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক ৷ সেখান থেকে উদ্ধারের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিডিয়োর মাধ্যমে আর্জি জানিয়েছেন তাঁরা ৷ রায়গঞ্জের বাসিন্দা ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ কর্মরত বিনয় কুমার সরকার আগেই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছিলেন ৷ সহকর্মীদের নিয়ে আবারও একটি ভিডিয়ো তিনি পোস্ট করেছেন ৷ কতটা আতঙ্কে তাঁরা দিন কাটাচ্ছেন তা জানিয়েছেন বিনয় ৷ তাঁদের ও পরিবারের কথা ভেবে যাতে আটকে পড়া ভারতীয়দের কোনওভাবে উদ্ধার করা হয়, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বিনয় ও তাঁর সহকর্মীরা ৷ নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা ৷

‘ডায়মন্ড প্রিন্সেস’-এর 80 বছরের এক চিনা যাত্রীর দেহে প্রথমে কোরোনার সন্ধান মেলে ৷ তাঁকে চিকিৎসার জন্য জাহাজ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের পরীক্ষা করে এখনও পর্যন্ত 130 জনের শরীরে কোরোনার সন্ধান মিলেছে ৷

‘ডায়মন্ড প্রিন্সেস’-এর কেবিন ক্রু সহ বাকি যাত্রীদের একে অপরের সংস্পর্শে আসতে নিষেধ করা হয়েছে ৷ তাঁদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে ৷ একপ্রকার বন্দীদশা প্রত্যেকের ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র পক্ষ থেকে টোকিওর সঙ্গে যোগাযোগ করে যাত্রী ও ক্রুদের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ৷ জাহাজের কর্মীরা অভিযোগ করেছেন, ‘ডায়মন্ড প্রিন্সেস’-এর সঙ্গেই ইয়োকোহামায় এসেছে ‘ওয়ার্ল্ড ড্রিম’ নামে আরেকটি জাহাজ ৷ তার যাত্রীদের নামার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু ‘ডায়মন্ড প্রিন্সেস’-এর যাত্রী ও কেবিন ক্রুদের জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

New Delhi, Feb 10 (ANI): While speaking to ANI in the national capital on February 10, the Minister of State (Independent Charge) in Ministry of Youth Affairs and Sports, Kiren Rijiju said, "No one has given permission to any Kabaddi player to go to Pakistan. Issuance of giving visa is the sovereign prerogative of a country and we have no role in granting visa." "We will talk to the Kabaddi federation on whether it was an informed visit or not," he added. Several Kabaddi players from India have gone to Pakistan to participate in tournament.
Last Updated : Feb 10, 2020, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.