ETV Bharat / bharat

দেশে কোরোনায় একদিনেই আক্রান্ত প্রায় 50 হাজার - দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত প্রায় 50 হাজার

ফের রেকর্ড ৷ একদিনের নিরিখে সবথেকে বেশি আক্রান্ত হল গত 24 ঘণ্টায় ৷ পাশাপাশি আক্রান্তের সংখ্যা 14 লাখের গণ্ডি ছাড়াল ৷

COVID
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 27, 2020, 10:14 AM IST

Updated : Jul 27, 2020, 10:43 AM IST

দিল্লি, 27 জুলাই : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত প্রায় 50 হাজার ৷ যা একদিনের নিরিখে সর্বোচ্চ ৷ একইসঙ্গে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 14 লাখের গণ্ডি ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 49 হাজার 931 জন ৷ মৃত্যু হয়েছে 708 জনের ৷

বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14 লাখ 35 হাজার 453 ৷ যার মধ্যে সক্রিয় সংক্রমণের সংখ্যা 4 লাখ 85 হাজার 114 ৷ সুস্থ হয়েছেন 9 লাখ 17 হাজার 568 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 32 হাজার 771 জনের ৷

আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ মোট আক্রান্তের সংখ্যা 3 লাখ 75 হাজার 799 ৷ মহরাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু ৷ সেখানে সংক্রমিতের সংখ্যা 2 লাখ 13 হাজার 723 ৷ দেশে সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ রাজধানীতে এখনও পর্যন্ত মোট আক্রান্ত 1 লাখ 30 হাজার 606 ৷

মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 13 হাজার 656 জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 827 জনের ৷ তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 494 জনের ৷

ICMR-এর তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে 1 কোটি 68 লাখ 6 হাজার 803 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্যে গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে 5 লাখ 15 হাজার 472 জনের ৷

দিল্লি, 27 জুলাই : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত প্রায় 50 হাজার ৷ যা একদিনের নিরিখে সর্বোচ্চ ৷ একইসঙ্গে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 14 লাখের গণ্ডি ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 49 হাজার 931 জন ৷ মৃত্যু হয়েছে 708 জনের ৷

বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14 লাখ 35 হাজার 453 ৷ যার মধ্যে সক্রিয় সংক্রমণের সংখ্যা 4 লাখ 85 হাজার 114 ৷ সুস্থ হয়েছেন 9 লাখ 17 হাজার 568 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 32 হাজার 771 জনের ৷

আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ মোট আক্রান্তের সংখ্যা 3 লাখ 75 হাজার 799 ৷ মহরাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু ৷ সেখানে সংক্রমিতের সংখ্যা 2 লাখ 13 হাজার 723 ৷ দেশে সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ রাজধানীতে এখনও পর্যন্ত মোট আক্রান্ত 1 লাখ 30 হাজার 606 ৷

মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 13 হাজার 656 জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 827 জনের ৷ তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 494 জনের ৷

ICMR-এর তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে 1 কোটি 68 লাখ 6 হাজার 803 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্যে গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে 5 লাখ 15 হাজার 472 জনের ৷

Last Updated : Jul 27, 2020, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.