ETV Bharat / bharat

কোরোনা পরিস্থিতির জের, দীপাবলিতে রাজস্থানে বন্ধ আতসবাজি বিক্রি - Ashok Gehlot

মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, “ সাধারণ মানুষের জীবন বাঁচানো সরকারের কাছে চ্যালেঞ্জ । তাই বাজি বিক্রি বন্ধ রাখা হচ্ছে ।"

Rajasthan government decided to stop sale of firecrackers
রাজস্থানে এবছর দীপাবলিতে বন্ধ বাজি বিক্রি
author img

By

Published : Nov 2, 2020, 9:33 AM IST

জয়পুর, 1 নভেম্বর : দীপাবলির সময় আতসবাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান সরকার । কোরোনা পরিস্থিতির উপর নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছে তারা ।

মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, “সাধারণ মানুষের জীবন সুরক্ষিত রাখা সরকারের কাছে এখন চ্যালেঞ্জের বিষয় । তাই এই পরিস্থিতিতে দীপাবলির সময় আতসবাজি বিক্রি বন্ধ রাখা হচ্ছে।” পাশাপাশি 16 নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হবে বলে তিনি জানিয়েছেন । রবিবার “নো মাস্ক নো এন্ট্রি” এবং “ওয়ার ফর দা পিওর”-এর প্রচারে বক্তব্য রাখেন তিনি । আনলক-6'এর গাইডলাইন নিয়ে আলোচনা করা হয় । বাজি তৈরি এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা নিয়ে পুলিশ ও প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেন । তিনি আরও বলেন, “রাজ্য সরকার দু'হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে । তাদের মধ্য থেকে বাছাই করা চিকিৎসকরা 10 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন ।”

আনলক-6'এর গাইডলাইনে রাজস্থান সরকার 30 নভেম্বর পর্যন্ত সুইমিং পুল, সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্স ও বিনোদন পার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । কোনও বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ 100 জন অতিথি আসতে পারবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে ।

জয়পুর, 1 নভেম্বর : দীপাবলির সময় আতসবাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থান সরকার । কোরোনা পরিস্থিতির উপর নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছে তারা ।

মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেন, “সাধারণ মানুষের জীবন সুরক্ষিত রাখা সরকারের কাছে এখন চ্যালেঞ্জের বিষয় । তাই এই পরিস্থিতিতে দীপাবলির সময় আতসবাজি বিক্রি বন্ধ রাখা হচ্ছে।” পাশাপাশি 16 নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হবে বলে তিনি জানিয়েছেন । রবিবার “নো মাস্ক নো এন্ট্রি” এবং “ওয়ার ফর দা পিওর”-এর প্রচারে বক্তব্য রাখেন তিনি । আনলক-6'এর গাইডলাইন নিয়ে আলোচনা করা হয় । বাজি তৈরি এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা নিয়ে পুলিশ ও প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেন । তিনি আরও বলেন, “রাজ্য সরকার দু'হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে । তাদের মধ্য থেকে বাছাই করা চিকিৎসকরা 10 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন ।”

আনলক-6'এর গাইডলাইনে রাজস্থান সরকার 30 নভেম্বর পর্যন্ত সুইমিং পুল, সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্স ও বিনোদন পার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । কোনও বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ 100 জন অতিথি আসতে পারবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.