ETV Bharat / bharat

চার শহরে নাইট কারফিউ বাড়াল গুজরাত সরকার - COVID-19

গুজরাতের চারটি শহরে নাইট কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করল সেখানকার রাজ্য সরকার৷ আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করা হল৷ শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷

করোনার জন্য গুজরাটের চার শহরে নাইট কারফিউ বাড়াল গুজরাট সরকার
করোনার জন্য গুজরাটের চার শহরে নাইট কারফিউ বাড়াল গুজরাট সরকার
author img

By

Published : Jan 30, 2021, 9:53 PM IST

গান্ধিনগর, 30 জানুয়ারি : আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাতের চারটি শহরে নাইট কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করল সরকার৷ শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ করোনা সংক্রমণ ঠেকাতেই আমেদাবাদ, সুরাত, বরোদা ও রাজকোটে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল৷

তবে নাইট কারফিউয়ের সময়সীমা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে৷ এর আগে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট কারফিউ থাকত৷ এবার ওই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে৷ এখন থেকে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে৷

গুজরাতের প্রশাসন সূত্রে খবর, দীপাবলির পর রাজ্যের ওই চার শহরে কোরোনার সংক্রমণ বেড়ে যায়৷ তার জেরেই ওই চার শহরে নাইট কারফিউ চালু করা হয়েছিল৷ তার মেয়াদ আগামীকাল, রবিবার শেষ হওয়ার কথা ছিল৷ সেই মেয়াদই আরও বাড়িয়ে দেওয়া হল৷

আরও পড়ুন : মাশরুম বিরিয়ানি-রায়তায় মজে রাহুল

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গত মার্চ থেকেই প্রতিমাসে আলাদা করে কোরোনা সংক্রান্ত বিধি ঘোষণা করা হয়৷ ফেব্রুয়ারির জন্যও ঘোষণা করা হয়েছে৷ সেই নিয়মও কড়াভাবে পালন করা হবে বলে জানিয়েছেন গুজরাতের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) পঙ্কজ শর্মা৷

গান্ধিনগর, 30 জানুয়ারি : আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাতের চারটি শহরে নাইট কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করল সরকার৷ শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে৷ করোনা সংক্রমণ ঠেকাতেই আমেদাবাদ, সুরাত, বরোদা ও রাজকোটে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল৷

তবে নাইট কারফিউয়ের সময়সীমা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে৷ এর আগে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট কারফিউ থাকত৷ এবার ওই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে৷ এখন থেকে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে৷

গুজরাতের প্রশাসন সূত্রে খবর, দীপাবলির পর রাজ্যের ওই চার শহরে কোরোনার সংক্রমণ বেড়ে যায়৷ তার জেরেই ওই চার শহরে নাইট কারফিউ চালু করা হয়েছিল৷ তার মেয়াদ আগামীকাল, রবিবার শেষ হওয়ার কথা ছিল৷ সেই মেয়াদই আরও বাড়িয়ে দেওয়া হল৷

আরও পড়ুন : মাশরুম বিরিয়ানি-রায়তায় মজে রাহুল

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গত মার্চ থেকেই প্রতিমাসে আলাদা করে কোরোনা সংক্রান্ত বিধি ঘোষণা করা হয়৷ ফেব্রুয়ারির জন্যও ঘোষণা করা হয়েছে৷ সেই নিয়মও কড়াভাবে পালন করা হবে বলে জানিয়েছেন গুজরাতের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) পঙ্কজ শর্মা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.