দিল্লি, 29 জুন: কোরোনা ঠেকাতে আজ 97 দিন ধরে দেশজুড়ে চলছে লকডাউন ৷ কিন্তু ভাইরাসের প্রভাব কমার তেমন লক্ষণ নেই ৷ বরং দিন দিন যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে । তেমনই বাড়ছে মৃতের সংখ্যা ৷ দেশে মৃত্যুর সংখ্যা 16 হাজারের গণ্ডি ছাড়িয়েছে ৷ সংখ্যাটা 16, 475 ৷ গত 24 ঘণ্টায় 19 হাজার 489 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মোট সংখ্যাটা দাঁড়িয়েছে 5 লাখ 48 হাজার 318 জন ৷
ব্রিটেন, ব্রাজ়িল, রাশিয়ার পর কোরোনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভারতে ৷ দেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা 1 লাখ 64 হাজার 626 জন ৷ মৃত্যু হয়েছে 7 হাজার 429 জনের ৷ সুস্থ হয়েছেন 86 হাজার 575 জন ৷
এরপরই রয়েছে দিল্লি ও তামিলনাড়ু ৷ রাজধানীতে আক্রান্তের সংখ্যা 83,077 জন ৷ মৃত্যু হয়েছে 2 হাজার 623 জনের ৷ তামিলনাড়ুতে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা 82 হাজার 275 জন ৷ মৃতের সংখ্যা 1 হাজার 79 জন ৷