দিল্লিু, 12 জানুয়ারি : সাত মাসে সবচেয়ে কম কোরোনা সংক্রমণ ভারতে ৷ গত 24 ঘণ্টায় 12 হাজার 584 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এই মুহূর্তে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 4 লাখ 79 হাজার 179 ৷
গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 167 জনের ৷ যার ফলে দেশে কোরোনায় মৃতের সংখ্য়া দাঁড়িয়েছে 1 লাখ 51 হাজার 327 জন ৷ এই মুহূর্তে সংক্রমণের নিরিখে কোরোনায় মৃত্য়ুর হার 1.44 শতাংশ ৷
একদিকে যখন কোরোনায় সংক্রমণের হার কমছে তেমনই সুস্থতার হারও ক্রমশ বাড়ছে ৷ সুস্থ হয়ে উঠোছে মোট 1 কোটি 1 লাখ 11 হাজার 294 জন ৷ সুস্থতার হার 96.49 শতাংশ । দেশে বর্তমানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্য়া 2 লাখ 16 হাজার 558 জন ৷ যা মোট সংক্রমণের নিরিখে 2.07 শতাংশ ৷
আরও পড়ুন : আজ দুপুরেই কলকাতায় কোভিশিল্ড
2020-র অগাস্টে মাসের 7 তারিখ দেশে কোরোনা সংক্রমণের সংখ্য়া 20 লাখ পেরিয়ে গিয়েছিল ৷ যা দু’সপ্তাহের মধ্য়ে 30 লাখ অতিক্রম করে যায় ৷ 5 সেপ্টেম্বর সেই সংখ্য়াটা 40 লাখ এবং 16 সেপ্টেম্বর 50 লাখ ছাড়িয়ে যায় ৷ এভাবে গতবছর 19 ডিসেম্বর দেশের কোরোনা সংক্রমণের সংখ্য়া এক কোটি ছাড়িয়ে যায় ৷ আইসিএমআর-এর তথ্য় অনুযায়ী, 18 কোটি 26 লাখ 52 হাজার 887টি নমুনা 11 জানুয়ারি পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্য়ে সোমবার 8 লাখ 97 হাজার 56টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷