ETV Bharat / bharat

দূর থেকে ছুড়ে ফেলা হচ্ছে কোরোনায় মৃতের দেহ - COVID 19 death in Puducherry

গাড়ি থেকে প্রথমে নামানো হল দেহ । তারপর সাদা কাপড়ে মুড়ে ফেলা হল । শেষে দূর থেকেই গর্তে ছুড়ে ফেলা দেওয়া হল কোরোনা আক্রান্তের দেহ ।

Puducherry corporation workers news
দূর থেকে ছুড়ে ফেলা হচ্ছে কোরোনায় মৃতের দেহ
author img

By

Published : Jun 7, 2020, 2:53 AM IST

পুদুচেরি, 6 জুন : কোরোনায় সংক্রমিত হয়ে মৃতদের দেহ সমাধিস্থ করার সময়ে অমানবিক ছবি ধরা পড়ল পুদুচেরিতে । পুদুচেরিই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে কোরোনায় সংক্রমিতের মৃত্যু হয়েছে । এবার সেখানেই কোরোনা আক্রান্তের মৃতদেহ সমাধিস্থ করার সময় সাফাইকর্মীদের কাজে ধরা পড়ল অবহেলা ও অমানবিকতার চূড়ান্ত ছবি ।

4 জুন চেন্নাইয়ের থাউজ়্যান্ড লাইটস এলাকায় 44 বছর বয়সি এক ব্যক্তির হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যু হয় । তিনি পডুচেরিতে তাঁর স্ত্রীয়ের বাপের বাড়িতে গেছিলেন দেখা করতে । মৃত্যুর পরে ওই ব্যক্তির কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে । ফলে দেহ আর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি । সরকারের তরফেই দেহ সমাধিস্থ করার ব্যবস্থা করা হয় ।

এরপরেই যে ছবিটি সামনে আসে, তা সত্যিই নিন্দনীয় । কর্পোরেশনের চারজন সাফাইকর্মী, গাড়ি থেকে দেহটি অত্যন্ত অবহেলার সঙ্গে নিচে নামায় । সাদা কাপড়ে দেহটি মুড়ে দেওয়া হয় । তারপর আগে থেকেই খুঁড়ে রাখা গর্তে দেহটি ছুড়ে ফেলা দেয় ওই সাফাইকর্মীরা । আর এই ছবি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের সাফাই, "ওরা হয়তো ভয় পেয়েছিল । কারণ, এরকম রোগীর দেহ তাঁর পরিবারও নিচ্ছে না ।" তবে, আগামীদিনে যাতে দেহ সঠিকভাবে সমাধিস্থ করা হয়, তা নিয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা ।

পুদুচেরি, 6 জুন : কোরোনায় সংক্রমিত হয়ে মৃতদের দেহ সমাধিস্থ করার সময়ে অমানবিক ছবি ধরা পড়ল পুদুচেরিতে । পুদুচেরিই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে কোরোনায় সংক্রমিতের মৃত্যু হয়েছে । এবার সেখানেই কোরোনা আক্রান্তের মৃতদেহ সমাধিস্থ করার সময় সাফাইকর্মীদের কাজে ধরা পড়ল অবহেলা ও অমানবিকতার চূড়ান্ত ছবি ।

4 জুন চেন্নাইয়ের থাউজ়্যান্ড লাইটস এলাকায় 44 বছর বয়সি এক ব্যক্তির হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যু হয় । তিনি পডুচেরিতে তাঁর স্ত্রীয়ের বাপের বাড়িতে গেছিলেন দেখা করতে । মৃত্যুর পরে ওই ব্যক্তির কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে । ফলে দেহ আর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি । সরকারের তরফেই দেহ সমাধিস্থ করার ব্যবস্থা করা হয় ।

এরপরেই যে ছবিটি সামনে আসে, তা সত্যিই নিন্দনীয় । কর্পোরেশনের চারজন সাফাইকর্মী, গাড়ি থেকে দেহটি অত্যন্ত অবহেলার সঙ্গে নিচে নামায় । সাদা কাপড়ে দেহটি মুড়ে দেওয়া হয় । তারপর আগে থেকেই খুঁড়ে রাখা গর্তে দেহটি ছুড়ে ফেলা দেয় ওই সাফাইকর্মীরা । আর এই ছবি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের সাফাই, "ওরা হয়তো ভয় পেয়েছিল । কারণ, এরকম রোগীর দেহ তাঁর পরিবারও নিচ্ছে না ।" তবে, আগামীদিনে যাতে দেহ সঠিকভাবে সমাধিস্থ করা হয়, তা নিয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.